"দেশের অর্থনীতি সচল রাখার বিকল্প পদ্ধতি "
করোনা ভাইরাস আমাদের দেশের অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে,এটা আমাদের সবার জানা।
ব্রাকের একটা প্রতিবেদনে বলা হয়েছে ৮৯% মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। এটা হওয়ার কারণ কি?
√Income inequality
মানে সমাজের গুটিকয়েক মানুষের হাতে বিশাল সম্পত্তি, আর বাকিরা সবাই দরিদ্র।
এমন পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে বিভিন্ন আঘাত থেকে বাচানো খুবই কঠিন কাজ।
আসুন কিছু বিকল্প পদ্ধতি বলি যা করতে পারলে দেশের অর্থনীতি সচল রাখা যাবে, সাথে সাথে income inequality কমানো যাবেঃ
১)নতুন বিজনেস সেন্টার তৈরি করাঃ
এটা হবে আমাদের প্রথম কাজ।যেহেতু আমরা কৃষি প্রধান দেশ,উদাহরণ হিসেবে কৃষি নিয়ে বলি।
আপনি নিজে খেয়াল করলে দেখতে পাবেন কৃষি পণ্য আপনার হাতে কিভাবে পৌঁছে।
কৃষক~ব্যাপারী(এলাকার আরত)~শহরের আরতদার~ব্যাপারী(পাইপারী ব্যবসায়ী) ~খুচরা ব্যবসায়ী ~ ক্রেতা
এই সিস্টেমের সমস্যা হচ্ছে কৃষক দাম পায় না, আর আমরা ক্রেতারা পণ্য ক্রয় করতে পারি না।এই সিস্টেমটা যদি কিঞ্চিৎ পরিবর্তন আনা যায়, তাহলে কৃষক এবং ক্রেতা দুজনই উপকৃত হবে।
বিজনেস সেন্টারটা হবে এমনঃ
একটু মনোযোগ দিয়ে পরুন
√কৃষক - Agro Hub - ক্রেতা
প্রতি জেলা,উপজেলা,ইউনিয়ন, গ্রামে agro hub থাকবে। গ্রামের agro hub টা হবে এমন যে নিজের বাড়ি হবে তার বিজনেস সেন্টার।আর এর সাথে নতুন করে যুক্ত হবে কৃষকের দোকান। অনলাইন + অফলাইনে ক্রয়, বিক্রয় করা যাবে।
২) রেস্তোরাঁঃ
গ্রাম বাংলায় একটা কথা আছে।" পেট শান্তি তো জগৎ শান্তি"। এই পেটের দায়ে সবকিছু করা।তাই আমাদের আগে পেটের দিকে নজর দিতে হবে।

এতে খুব কম টাকায় খাবার সরবরাহ করা যাবে।
তাছারা আমাদের একটা নতুন কনসেপ্ট অনলাইন ভিত্তিক রেস্তোরাঁ তৈরি করা যাবে। এই ছোট কনসেপ্ট থেকে একজন বেকার খুব সহজে মাসে ১৫-২০ হাজার টাকা ইনকাম করতে পারবে।এতে দুইটা উপকার,
১) বেকারত্ব সমস্যা কমে আসবে
২) পরিবারকে সাপোর্ট দেওয়া যাবে

১) জেলা,উপজেলা,ইউনিয়ন, গ্রাম ভিত্তিক মনিটরিং কমিটি (সেন্ট্রাল)
২)Business Platform and Promotional Society (BPPS)
৩)Safety Management Team (SMT)
আমাদের অর্থনৈতিক চালিকা শক্তিকে বাঁচিয়ে রাখতে হলে আগে খাদ্য সংকটের হাত থেকে দেশকে বাঁচাতে হবে।দেশ,কৃষি, কৃষক একে অন্যের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত। আমাদের এত বড় প্লাটফর্ম আমরা এগিয়ে আসলেই নতুন কিছু করা সম্ভব।
"কৃষি বাঁচলে বাঁচবে দেশ,
agro hub গড়বে সোনার বাংলাদেশ "

Date:- 24/04/2020
ইমরান হোসেন
ক্যাম্পাস এম্বাসেডর
রেজিষ্ট্রেশনঃ ৩৭৫৪