মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক
যার মা আছে, সে কখনও গরীব নয়""
- আব্রাহাম লিংকন
আমরা সবাই হোম কোয়ারেন্টাইনে সময় কাটাছি বিভিন্নভাবে ।কিন্তু একটু ভেবে দেখেছেন আমাদের মায়েদের কথা
উনাদের জন্য কি হোম কোয়ারেন্টাইন নাই ???উনারা কি সব সময়ই আমাদের জন্য কাজ করে যাবে ?? উনাদের কি হোম কোয়ারেন্টাইন আমাদের মত মোবাইল টিপে বা ঘুমিয়ে বা টিভি দেখে বা বই পড়ে ইত্যাদি সময় কাটাতে ইচ্ছে করে না ??উনারা কি পারে না স্বার্থপরে মতো ঘুমাতে ?? উনারা কি পারে না সন্তান কি খাবে ওটা চিন্তা না করে বিন্দাস জীবন করতে ??






আমাদের মায়েরা এত ত্যাগ কেমনে করে কেমনে ???আমরা সন্তানরা তো এতো ত্যাগ করি না ।পারলে আমরা আমাদের সুখের জন্য আমাদের মায়েদেরকে ত্যাগ করিদি ।উনারা উনাদের পছন্দ খাবার রেখে দেয় সন্তানে পছন্দ খাবার তাই ।আরো বলে আমাদের মায়েরা খেতে ইচ্ছে করে না।কত সুন্দর করে মিথ্যা বলে আমাদের(সন্তানদের) জন্য ।


আমরা সন্তানরা যখন মরা যায় মাকে রেখে তখন উনাদের (মা) আহাজারি দেখে যে কেউ না কেঁদে থাকতে পারবে না।আর যখন খবর দেয় সন্তান পৃথিবীর বুকে না নেই সেজদা পরে সন্তানের জীবন ফিরে দিতে বলে 
উনি পাগল হয়ে যায় মৃত্যু আগ পর্যন্ত।পথ চেয়ে কাঁদে আর বলে কেন আমাকে না নিয়ে গিয়ে আমার সন্তানকে নিয়ে গেলেন ।আর আমাদের রেখে যদি মা চলে যায় না ফিরার দেশে আমরা কিছুদিন কান্না করে ঠিক হয়ে যায়।কিন্তু একজন মা তো ঠিক হয় না শুধু পথ চেয়ে কাঁদতে থাকে ।মায়েরা তো কোনোভাবেই সান্ত্বনা নিতে পারে না, কিন্তু আমরা সন্তানরা পারি নিজেদেরকে সান্ত্বনা দিয়ে ঠিক হয়ে যেতে




আচ্ছা আমরা কি পারি না ছেলে হোক মেয়ে আমাদের মায়েদেরকে কাজকে কোয়ারেন্টাইন দিতে ???আচ্ছা আমরা কি পারি এই সুযোগে মাকে সময় দিতে? ?আমরা কি পারি না মায়েদের কি কি আশা আছে তা জেনে পূরণ করতে? ??আমরা কি পারি না মাকে আমাদের সন্তানদের মতো লালন পালন করতে? ??


আমরা সন্তানরা আমাদের মায়ের সাথে রেগে কথা বলি ।উনাদের পরামর্শ আমরা শুনতে চাই না ,কারণ আমরা সন্তানরা তো সব জানি বুঝি মায়েরা তো কিছু বুঝে না ।আমাদের কাজে বাধা যেতে মানা করলে আমরা মায়েদের প্রতি বিরক্ত হয়ে যায়।তারপরে আমাদের মায়েরা বিরক্ত হয় না আমাদের মঙ্গল কথা চিন্তা করতে।বিরক্ত হয় না আমাদের যত্ন করতে।বিরক্ত হয় না পথ চেয়ে থাকতে ।মাঝে মাঝে অবাক লাগে মায়েরা কখনো কেন বিরক্ত হয় না আমাদের প্রতি।




আমাদের মায়েরা আমাদেরকে অভিশাপ দিতে জানে না এত জ্বালায় ,এত কথা বলি ।কিন্তু আমরা যখন কিছু পায় না তখন মুখে উপর অনেক কথা বা অভিশাপ দিয়েদি।
আসুন না আমরা আমাদের মায়েদেরকে আমাদের সন্তানদের মতো জীবন গড়তে দিয়







আমি সবসময়ই বলি আমার হায়াত আমার মাকে দান করুক আল্লাহ ।আমিন।



পাবে না কোথাও কোনো ক্ষণ
জয়ী কর মায়ের মন,
বিস্ব তোমার সারা ক্ষণ।
যদি হারাও মায়ের মন,
নিঃস্ব হবে শুভক্ষণ।
মা' বলেই হাস তুমি,
মা বলেই কাঁদো তুমি।
মায়ের মাঝেই থাকো তুমি,
মাকে পাশে রেখো তুমি।
মা'ই তোমার গুনিজন,
মা'ই তোমার সর্বজন।
Salute to all mothers
A huge shout out for all the homemakers of the world who is actually making our quarantine life as smooth as butter with their magic.

Date:- 24/04/2020
বি এইচ সোনিয়া
ব্যাচ️:৮
রেজি.নং:৬৬৯৩
উদ্যোক্তা : SS OATH COLLECTION
বাসস্থান :উত্তর পতেঙ্গা, কাটগড়
জেলা:চট্রগ্রাম