নিজের সাথে নিজে কথা বলতে শিখছি।
নিজের বলার মতো একটা গল্প, এই গ্রুপে যুক্ত হই গত মাসে ।ইউটিউবে ঝংকার মাহবুব স্যারের একটা ভিডিওতে ইকবাল বাহার স্যার ও এই গ্রুপের সন্ধান পায়।ঐ দিনই সাথে সাথেই জয়েন করি।কারণ আমার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন সেই স্কুল জীবন থেকেই। তাই এই গ্রুপে উদ্যোক্তা তৈরী করে শুনেই আর দেরি করিনি।
কিন্তু গ্রুপে জয়েন করার পর যেন, মেঘ না চাইতে বৃষ্টি পেলাম।দেখি এখানে উদ্যোক্তার পাশাপাশি ভাল মানুষ তৈরী করা হয়,যদিও প্রথম দিকে আমি বুঝতে পারিনি কিভাবে ভাল মানুষ তৈরী করা হয়।
এখন আমি বুঝে গেছি কিভাবে ভালো মানুষ তৈরী হচ্ছে।
আস্তে আস্তে স্যারের সেশন পরা শুরু করি, সবার ভিডিও তৈরী করা দেখে আমিও শুরু করি ভিডিও করে আপলোড দেওয়া। এর মাঝে ভাল সময় দিতে থাকি গ্রুপে, সবার পোস্ট ও কমেন্ট পড়ি এবং নিজেও কমেন্ট করতে থাকি।
মজার ব্যাপার যা কোন পোস্টে আমি এখন পর্যন্ত কোন নেগেটিভ কমেন্টে পাইনি।
আমি এমন একটা পরিবেশ অনেক দিন আগে থেকেই খুঁজেছিলাম, তা পেয়ে আমি খুবই খুশি এবং গর্বিত।এর মাঝে অনেকের সাথে আমার পরিচয় হয়,উনাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করে।সবাই এত হেল্পফুল যে ভাষায় প্রকাশ করতে পারব না।
এ যেন একখন্ড ভালো মানুষের দেশ।যেখানে সবাই সবার জন্য, সবার পাশে সবাই,নেই কোন ভেদাভেদ, কে বড় কে ছোট তা নিয়ে নেই কোন মতামত। ধনী গরীবের কোন আলাদা স্থান নেই।সবাই যেন একই বন্ধনে একটা সুখী পরিবার।
এখন বলি এই এক মাসে আমি কি কি শিখলাম এই গ্রুপ থেকেঃ
১.নিজের ভিতরে ভাল মানুষ হইবার বীজ বপন করছি।এবং তা মনের ভিতরে ও ফেইসবুক intro তে লিখে রাখছি, এবং তা লালন করে যাচ্ছি প্রতিনিয়ত।
২.নিজের চিন্তা ধরায় এখন পরিবর্তন এসেছে।পজিটিভ চিন্তা করতে শিখছি।
৩.নিজের সাথে নিজে কথা বলতে শিখছি।
৪.কথা বলার জড়তা কাটাতে অনেকটায় সফল হয়েছি।
৫. পরিবারের প্রতি ভালবাসা আগের থেকে বেড়েছে।
৬.নিজেকে আগের থেকে এখন বেশি ভালবাসি।
৭.মন খারাপের সময় একটু হলেও কমাতে পারছি।
৮.নতুন নতুন স্বপ্ন দেখতে সাহস পাচ্ছি।
৯.আশে পাশের মানুষদের ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়ার প্রবনতা বেড়েছে।
১০.কমিউনিকেশন স্কিল বাড়তে শুরু করছে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাই।
স্ট্যাটাস অফ দ্যা ডে -১৭৯
৩০-০৩-২০২
হিমাংসু সরকার।
জেলাঃময়মনসিংহ।
বর্তমান অবস্থানঃচীন।
রক্তের গ্রুপঃO+
ব্যাচঃ৯ম।
রেজিঃ১১৫৭৬।