গ্রামে যে সকল ভাই বন্ধু আছেন, তাদের কে আমি একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি, আমরা
#নতুন মাইলফলক অতিক্রম ১০০০০০ সদস্যের পরিবার, নিজের বলার মত একটা গল্প গ্রুপ।
#আজকের এই দিনে নিজের কাছে খুব ভালো লাগছে, কারণ এই এক লাখ সদস্যের পরিবারের আমিও এজজন গর্বিত সদস্য।
#আসুন আমরা সকলে খুশির এই দিনটি অন্য রকম ভাবে উদযাপন করি।
#সারা পৃথিবী আজ করোনা থাবায় আক্রানত। বাংলাদেশ তথা সারা পৃথিবীর মানুষ আজ দিশেহারা ও আতঙ্কিত।
আর এই আতঙ্কের নাম কোভিড ১৯, করোনা ভাইরাস, medical science যার কোন সুচিকিৎসা এখনো আবিষ্কার হয়নি।
এই মরণ ঘাতক করোনা থেকে বাচার একমাত্র উপায় হলো সচেতন থাকা এবং বিশেষজ্ঞ দের দেওয়া সাস্থ্য বিধি মেনে চলা।
তাই আমরা সকলে একে অপরকে ভালো ও সুস্থ থাকার জন্য সচেতন করি।
সমগ্র বাংলাদেশ আজ লগডাউন! আপনার আমার ইচ্ছে থাকা সত্বেও আমরা কিন্তু কোথাও যেতে পারছি না,বাইরের কোন কাজ করতে পারছি না। যেটা আপনি আমি অবগত আছি।
কিন্তু আপনি আমি ইচ্ছে করলে কিন্তু নিজ নিজ এলাকায় সচেতন মূলক কাজ করতে পারি। আমরা এই গ্রুপে আজ এক লাখ সদস্য, সকলে যদি নিজ এলাকায় বা গ্রামে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করি বা গ্রামের ছোট এবং বয়স্ক ব্যক্তিদের মৌখিক ভাবে এক দুই জন করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সচেতন করার চেষ্টা করি, তাহলে কিন্তু বর্তমান অবস্থা মোকাবিলা করা অনেক সহজ হবে।
আর এই কাজটি যদি নিজের বলার মতো একটি গল্প গ্রুপের এক লাখ সদস্য সকলে করার চেষ্টা করি, তাহলে ভেবে দেখুন কতটা সহজে কত মানুষের সচেতন করতে পারছি।
এখন হয়তো আমরা অনেকে বলবো এগুলো সচেতন করার আমার কি দরকার! এ গুলো তো টেলিভিশন ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে দেখছে। জি আপনি আমি ঠিক চিন্তা করছি, কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের কতজন মানুষ এই মরণ ঘাতক করোনা থেকে বাচার জন্য সচেতন হচ্ছে, বিশেষ করে আপনার আমার গ্রামের মানুষ। আবার আমরা অনেকে ভাবছি আমি তো সচেতন, তাহলে আমার কিছু হবে না! কিন্তু ভাই আমি বলবো বাস্তবতা ভিন্ন। গ্রাম এলাকায় এমন অনেক লোক আছে বর্তমান করোনা পরিস্থিতি সম্পর্কে তেমন অবগত নয়, অনেকে বাজার ঘাটে গা ছাড়া ভাবে ঘুরছে, আড্ডা দিচ্ছে, পাশাপাশি অনেক মানুষ অবস্থান করছেন এবং করোনা প্রতিরোধ নিয়ম মোটেও মেনে চলছে না আবার অনেকে শুধু মাস্ক ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ, বাকি বিধি নিষেধ গুলো ভঙ্গ করছেন। এই সমস্ত নিজ এলাকার মানুষ গুলো, আপনি আমি নিজ দায়িত্বে সচেতন না করি, তাহলে আমরা, আমাদের পরিবার সকলে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে।
তাই আমি সকলের নিকট অনুরোধ করবো আপনার গ্রাম, পাড়া, মহল্লায় বর্তমান পরিস্থিতি নিয়ে সচেতন মূলক কাজ করুন। ছবি তুলুন ফেজবুকে পোস্ট করুন, ফেসবুকে আপনার সচেতন মূলক পোস্ট দেখে আপনার বন্ধু শুরু করবে এভাবেই সচেতন হবে বাংলাদেশের সব গ্রাম।
গ্রামে যে সকল ভাই বন্ধু আছেন, তাদের কে আমি একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি, আমরা বিভিন্ন মিডিয়ায় দেখছি বিভিন্ন সরকারি সংস্থা রাস্তায় বিভিন্ন প্রতিশেধক ছিটিয়ে দিচ্ছে। সেটা কিন্তু আপাতত উপজেলা বা পৌরসভা পর্যনত সীমাবদ্ধ । তাহলে আপনার বাড়ির চারপাশ এবং গ্রাম কিন্তু আপনার নিজের দায়িত্বে।আর করোনা আতঙ্ক কিন্তু প্রত্যেক ঘরে ঘরে। তাই আজই শুরু করুন।
নিজে ভালো থাকি, অন্য কে ভালো রাখার চেষ্টা করি।
আজ আমি আমার এলাকায় কয়েক জন মিলে কিছু সচেতন মূলক কাজ করার চেষ্টা করেছি। আমাদের এই কাজ দেখে এলাকার কয়েকজন উৎসাহিত হয়ে নিজ মহল্লায় আগামীকাল করবে।
করোনা প্রতিরোধে আপনি আপনার এলাকায় কি করতে পারেনঃ
১। নিজের বলার মত গল্প গ্রুপের করোনা সচেতনা মূলক লিপলেট বিতরণ বা মাইকের মাধ্যমে মানুষের মাঝে পড়ে শুনাতে পারেন।
২। ডিটারজেন্ট এবং বিলিচিং পাউডার পানিতে গুলে জনগণের ব্যবহৃত জায়গায় ছিটানো যেতে পারে।
৩। আপনার এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান গুলো জীবাণুনাশক ছিটিয়ে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান করতে পারেন।
৪। গ্রামের মসজিদের ওজুখানায় সাবান রাখার ব্যবস্থা করতে পারেন।
৫। গ্রামের ভিতর বা বাজারের টিউবওয়েলের পাশে সাবান ঝুলিয়ে রাখতে পারেন।
স্ট্যাটাস অফ দ্যা ডে -১৭৯
৩০-০৩-২০২
RM Rony
District Ambassador Jessore
Reg. No. 1024
Batch no 2nd
#সচেতন হউন,
#সচেতন করুন।
#আমরা যার যার ধর্ম মতে প্রার্থনা করি। পৃথিবীর মানুষের এই করোনা নামক মহাবিপদ থেকে রক্ষার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দুআ ও ক্ষমা প্রার্থনা করি।