আমিও গর্বিত ১ লক্ষ ভালো মানুষের পরিবারের সদস্য হতে পেরে |
"বিসমিল্লাহের রাহমানির রাহিম"
আসালামুওয়ালাইকুম
অসম্ভব বলতে কিছু আছে আমার মনে হয় না ,আল্লাহ পাক যা আমাদের কে করার ক্ষমতা দিয়েছেন সবই সম্ভব। দৃঢ় মনোবল আর সততা সাথে প্রবল ইচ্ছে শক্তি এই ,হতে পারে আমাদের সফলতা ।
# মানবতা আর মহানুভবতা যখন একজন মানুষে মধ্য বিরাজমান থাকে,তখনই হয়ে উঠে একজন মহা মানব , আর এরকম একজন মানুষের নাম #ইকবাল বাহার জাহিদ স্যার’ আপনাকে পেয়ে আমরা সত্যিকার্রে গর্বিত ।
#আমিও গর্বিত ১ লক্ষ ভালো মানুষের পরিবারের সদস্য হতে পেরে |
প্রয়োজনীয়তা মানুষের নিত্যনতুন কর্মপ্রেরণা ও উদ্ভাবনী প্রয়াসের উৎস বিন্দু। সমাজ ও সভ্যতার বিকাশের ধারায় মানুষের জীবনে নিত্যনতুন উপযোগ সৃষ্টি হয়, মানুষ নিত্যনতুন জিনিসের প্রয়োজনীয়তা অনুভব করে। সেসব প্রয়োজন মিটানোর জন্যে মানুষের নিরন্তর চেষ্টা থেকেই মানুষের প্রতিটি প্রয়োজনীয় সামগ্রী উদ্ভাবিত হয়েছে। নিত্যনতুন প্রয়োজনের অনুষঙ্গেই ঘটেছে নিত্যনতুন উদ্ভাবন।
প্রয়োজনের মাত্রা ও গুরুত্ব যত বেশি, উদ্ভাবনের দিকটাও গুরুত্ব পায় তত বেশি। কিন্তু মানুষের প্রয়োজনীয়তার কোনো সীমা নেই। তাই উদ্ভাবনের ধারাও স্থির না হয়ে
অগ্রসর হচ্ছে অব্যাহত ধারায়।
সকলের দোয় ও ভালোবাসব নিয়ে ,নিজের জন্য ও মানব কল্যাণে কিছু করার ইচ্ছে সব সময় ।
স্ট্যাটাস অফ দ্যা ডে -১৮১
০১-০৪-২০২
আমি মোঃ কামরুল হাছান
আমি 'নিজেরে' বলার মতো একটা গল্প গ্রুপের,
৮ ম ব্যাচ
রেজিস্টেশন নং ৭৩৮৯
জেলা -চাঁন্দপুর
বাসা - ধানমন্ডি
আমি একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী