গল্পে গল্পে শিরোনামে সেল পোস্ট "।
"গল্পে গল্পে শিরোনামে সেল পোস্ট "।
"নিজের বলার মতো একটা গল্প"
প্লাটফর্ম। মানবতার কল্যানে আমাদের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার আমাদের অনুপ্রেরনার একটা নাম।
আমার নিজের কিছু কথা থেকে আমার বিজনেস রিলেটেড কথাগুলো তুলে ধরার চেষ্টা সামান্য।
লেখাটা বড়ো হওয়ার জন্য খমা করবেন সবাই।
আমি House wife. HSC পর্যন্ত পড়াশুনা। পরিবার থেকে HSC পরীক্ষার আগে বিয়ের Arrange. পড়াশোনা চালিয়ে যেতে চাইছি কিন্তু আমার হাজবেন্ড কোনো ভাবেই রাজি ছিল না। সে ছিল ব্যাংকার। সে সুত্রে আমি বিভিন্ন জেলায় থেকেছি। এবং অনেক অসহায় মানুষের নিজের সাধ্য মতো সাহায্য সহযোগিতা করেছি। তার টাকা দিয়েই। আমাকে হাত খরচের টাকা দিয়েছে ওণান থেকে । তার পর ও মাঝে মধ্যে চেয়ে নিয়েছি।
কারণ একজন অসহায় দরিদ্র পরিবার এর মেয়ের বিয়ে। আমাকে না করেনি, টাকা দিয়েছে। এভাবে অনেক বছর কেটে গেছে। তার পেনশন এর টাকা থেকে আমাকে ৫ লাখ টাকা দিয়েছে। বলছে এ টাকা টা শুধু আমার ইচ্ছে মতো আমি খরচ করতে পারবো। আমি ও টাকা টা নিয়েছি।
শুরু হলো আমার মনের মধ্যে অনেক প্রশ্ন *++ --- কি করা যায়। আমার ভাই বোনদের মধ্যে অনেকেই ব্যাংকার আমার চাচাতো বোনের সাথে কথা বলছি কি করবো এতোগুলা টাকা আমার। আমি তো হিসাবি। বেহিসাবি এক টাকা ও খরচ করিনা।
ও পরামর্শ দিল ব্যাংকে ১০-১৫ টা account খুলতে। ওকে ডান। শুরু হলো শেয়ার এর ব্যাবসা আমার। ৫ টাকা দামের শেয়ার ৮৬ হাজার টাকা লাভ। কোন কোম্পানির শেয়ার ৪-৬ টা পেয়েছি আবার কোনোটায় পাইনি।।
এখন তো তাহলে আমার মোটামুটি ভালো টাকা জমছে। কিন্তু আমি আগের মতো অনেকের সমস্যা হলেও তাদের সাহায্য করি।
এখন চিন্তা হলো আমার একটা জমি কিনতে হবে যেহেতু ঢাকা বাসাভাড়া করে থাকি। ৪ শতক জায়গা কিনলাম।
১৩-১৫ সাল তেমন ভালো না শেয়ার বিজনেস । ছেড়ে দিলাম শেয়ার বিজনেস। অনেকে লছ করছে কিন্তু আমি লছ করিনি।
এখন আশি অন্য কথায় ---আমার তো বসে থাকতে ভালো লাগে না। কি করবো, কি করা যায়। কি করতে পারবো ঘড়ে বসে। সংসার সন্তান দেখাশোনা এবং আমার কাজ করতে সহজ হবে।
২০১৬ সাল আমার যাত্রা শুরু কাপড় বিজনেস দিয়ে ----
শুরুটা ছিল ছোট একজন উদ্দোক্তা হয়ে,,,,,,,, আমার ডিজাইন করা মাত্র ৬টা থ্রীপিছ ও ১ টা বেডসিট করেছি। আড়ং এ ঘুরে ঘুরে ওদের ডিজাইন দেখেছি,ওদের মতো করিনি। আমি আমার মতো করে করেছি।
আচ্ছা এখন তো রেডি কি করবো এগুলো, সেল না হলে নিজেই বানিয়ে পরবো কারণ নিজে তো এর চেয়ে ও বেশি কিনি।
নিয়ে গেলাম বসুন্ধারায়। আমার কাপড় কি আর থাকে। নিয়ে নিলো সব। আরো কিছু বেডসিট এর অর্ডার ও পেয়ে গেলাম।
আমার নিজের প্রতি কনফিডেন্স ১০০% বেড়ে গেলো।
তার পর চিন্তা করলাম এখনতো অনলাইন বিজনেস অনেকেই করে আমি ও চেষ্টা করি।
১৮ সালের অক্টোবর থেকে শুরু আলহামদুলিল্লাহ আমার প্রথম অর্ডার ছিল ২৯ হাজার টাকার একজন কাস্টমার এর। অন্য একজন ২২ হাজার টাকার। আরো একজন ২৬৫০০টাকার । এভাবে আমি এক মাসে প্রায় ১ লখ টাকার কাপড় সেল করি।
আমার বিজনেস রুলস টা এমন কোয়ালিটি ভালো দিবো এবং সার্ভিস ভালো দিবো। কোয়ালিটি ভালো হলে ২ টাকা দাম বেশি হলে এটা আমি বড়ো কারণ মনে করিনা। কাস্টমার খুশি হলো মেইন।
Sanjida clothings মানে ভালো পণ্য দেয়ার প্রতিশ্রুতি।
ভুল কিছু লিখলে খমা করবেন,বলে দিবেন সুধরে নিবো ইনশাআল্লাহ।
সাথে থাকবেন, দোয়া করবেন।
স্ট্যাটাস অফ দ্যা ডে -১৮৭
০৭-০৪-২০২
নামঃসানজিদা পারভীন।
কমিউনিটি ভলেন্টিয়ার।
জেলা পটুয়াখালী।
অবস্থান মিরপুর ঢাকা।
সপ্তম ব্যাচ।
রেজিষ্ট্রেশন নাম্বার ৫৬০৭.
ফোন নাম্বার ০১৮২০৯৬৪৫৫৯.
owner of Sanjida clothings.