পকেটের টাকা রাখার জন্য পার্টস, মাঝার বেল্ট, ব্রান্ডের ও পছন্দের লেদার জুতা সহকারে সকল
গল্পে গল্পে পন্য সেলের ইনডাইরেক্ট সেল :-
পোস্টটা লেখার আগে মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই গ্রুপের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি স্যার প্রতিনিয়ত আমাদের জন্য নতুন নতুন কিছু ভাবনা নিয়ে আসছেন আরে সে ভাবনা গুলোকে আমরা প্রয়োগ করে আমাদের বিক্রয় বৃদ্ধি করতেছি।
এই একজন মানুষই আছে আমাদেরকে নিয়ে আমাদের সাথের সবাইকে নিয়ে চিন্তা করে ভালোবাসা রইলো আপনার প্রতি স্যার।
QB Fashion world এর গল্প :-
একদিন কয়েকজন বন্ধু মিলে খেলতে যাচ্ছিলাম খেলার মাঠে খেলতে যাওয়ার পরে প্রতিপক্ষ দলের গায়ে সুন্দর জার্সি ছিল যা দেখে আমি মুগ্ধ হই তখনই চিন্তা করলাম আমাদেরও একটা জার্সি করা উচিত, কিছুদিন পরে জার্সির জন্য আলোচনা করি কাতারে কি করে ভালো জার্সি পাওয়া যায় কিন্তু তাতে কি লাভ যে পরিমাণ খরচ ব্যাপারটা এমন হয়ে দাঁড়ালো "আমের চেয়ে ছালার দাম বেশি" বা গ্রাম্য ভাষায় বলে "খাজনার চেয়ে বাজনা বেশি" অনেক খরচ তার ওপরে মন মত হচ্ছে না তখন মন খারাপ করে কিছুদিন অপেক্ষা করি তারপর দেশের এক ভাইয়ের মাধ্যমে নতুন করে জার্সি নিয়ে আসি আনার পরও কেমন যেন শতভাগ সন্তুষ্টি অর্জন করতে পারিনি ঠিক তখনই চিন্তা করি "কাস আমি যদি জার্সি বানাইতাম" তাহলে হয়তো নিজের সন্তুষ্টি নিজেই অর্জন করতাম।
যাক কিছুদিন পরে আবার আমাদের একটা সংঘঠনের পিকনিক অনুষ্ঠান করলাম তখন তারাও যে টি-শার্টগুলো দিলো পছন্দনীয় নয় তখন মনটা একেবারে ভেঙ্গে যায়, তারপরও কোন কিছু করিনাই মন তো হতেই পারে!
কিছুদিন পরেই মনের অজান্তে এক ভাইয়ের সাথে তর্ক করতে করতে গল্প করি তখন বলে ভাই আমিও না এরকমই টি-শার্ট বানাবো যেই চিন্তা সেই কাজ মনের জড়তাটা কাটাতে মনের ভেতর শুরু করে দিলাম পরিকল্পনা ধীরে সুস্থে অগ্রসর, বাংলাদেশের এক গার্মেন্টস ব্যবসায়ী ভাইয়ের সাথে আলোচনা করে শুরু করে দিলাম সন্তুষ্টি অর্জনের গল্প, যদিও প্রথমবার উনার প্রোডাক্টগুলো নিয়ে আমি নিজেও সন্তুষ্টি হচ্ছিলাম না তারপর ভাবলাম এ বুঝে হেরে যাওয়া?
আরেকবার চেষ্টা করে দেখি কিছু হয় কিনা পরবর্তী চেষ্টাটাই যেন বিফল না হয় সেজন্য একটু ভাইয়ের সাথে ভালোবাসা বিনিময় করা ভাই ও সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে গ্রহণ করে নিল ভালোবাসা।
তখন অ্যাসাইন্মেন্টার অর্ডার কাজ চলছিল, হঠাৎ করে একটা কোম্পানির এমডি প্রশ্ন করে উঠল আমাকে :-
প্রশ্ন:- আরে আপনি তো অনেক জনপ্রিয় মানুষ ---
উত্তর: আমি বললাম কি করলাম আবার ভাই
প্রশ্ন:- উনার উত্তর যাই করেছেন না কেন তবে আমার জন্য কিছু করুন এবার-----
উত্তর:- মুখে আবার মুচকি হাসি বললাম সব সময়ই তো আপনাদের খেদমতে নিজেকে নিয়োজিত রাখি
বলল তাহলে আমাকে কিছু ভালো মানের টি-শার্ট বানিয়ে দেন, সুন্দর আলোচনার ভিতরে সফলতা চলে আসছে হাসি মুখে বলছি ভাই যদি ব্যাপারটা বাস্তব হয় তাহলে আপনাকে উপহার দেব, এবং নিজের ভালোবাসাটুকু ফুটিয়ে তুলবো আপনার কাছে।
ভাই বললো তাহলে কাজ শুরু করে দেন দেরি নয় আর, আমিও কোনতেই বদ্ধ থাকার পাত্র নই, শুরু করে দিলাম গল্প লেখা নিজের। সবকিছু মিলিয়ে সুন্দরভাবে সবকিছু মিলিয়ে সুন্দরভাবে সততার সহিত ১০০% সফলভাবে অ্যাসাইন্মেন্টা কমপ্লিট করে দেই যদি অর্ডার টা একটু বেশি ছিল। এমনকি পুরো অর্ডারে উনার কাছ থেকে একটা টাকাও আমি নেই নাই কারণ আমি বলেছিলাম আমি যদি ভাল পণ্য না দিই তাহলে আমার ভালোবাসার ঘাটতি থাকবে কিন্তু আমি আমার সেরাটাই চেষ্টা করেছি উনি সহকারে যারা আমার টি-শার্টগুলো ব্যবহার করছেন সকলের মুখে ভালোবাসার পদ্মফুল।
কিছুদিন পর বলে ভাই আরো কিছু অর্ডার চাই আমার সাথে সাথে আরেকটা বড় মাপের অর্ডার নিয়ে নিলাম। তার পাশাপাশি আরো দুটো অর্ডার ব্যাপারটা আসলেই রোমাঞ্চকর।
এর মাঝখানে আরেকজন এসে বলে ভাই আমি কিছু ভিন্ন পণ্য করতে চাচ্ছি করে কে দিবেন আমি বললাম ভাই ওই পণ্যের তো অভিজ্ঞতা নাই তবে চেষ্টা করতে বাধা কিসের?
শুরু হয়ে গেল গার্মেন্টস পণ্যের পাশাপাশি আরেকটা পণ্য নিয়ে সেটা হল লেদার আইটেম। খুব সম্ভাবনাময় একটি পণ্য এটি। চলছে মোটামুটি ভালই উপর আলার স্বইচ্ছায়।
কাতার অবস্থানরত যারা আছেন সকলের জন্য বলছি কাতারে যেকোনো বাংলাদেশি রেডিমেড গার্মেন্টস এর পাশাপাশি লেদার আইটেম পণ্য চান তাহলে এখনি চলে আসুন আমাদের QB Fashion world এর স্টোরে অথবা আমাদের পেইজে অর্ডার করুন https://www.facebook.com/QBFASHIONWORLD/
আসলে যারা ইকবাল বাহার জাহিদ স্যারের ছাত্র তারা কখনই থেমে থাকার পাত্র নই, কেন যেন নিজের কাছেই অগোছালো মনে হচ্ছে ব্যবসায়িক পরিবারটি যদিও এটা আমার প্রফেশনাল না পার্টটাইম হিসেবে নিয়েছি তারপরও কোথাও যেন মিসিং মিসিং মনে হচ্ছে প্রতিমাসে মিটআপ করা সকলের সাথে মত বিনিময় করা তার ভিতরে একটি মিসিং ছিল সেটা হল ইকবাল বাহার জাহিদ স্যারের ছোঁয়া, স্যারের ছোয়া কে না ভালোবাসে?
এই টেকনিকটা কে কাজে লাগিয়ে শুরু করে দিলাম প্রিয় গল্প গ্রুপের প্রিয় স্যারের নিজের হাতের লেখা বই
" নিজের বলার মতো একটা গল্প" পৌঁছে দেওয়ার দায়িত্ব সব সদস্যদের মাঝে, সবার মাঝে পৌঁছিয়ে দেই সবাই মোটামুটি খুশি স্বাচ্ছন্দে অনুভব করেছে প্রিয় স্যারের হাতের লেখা বইয়ের ছোঁয়া পেয়ে। এভাবেই শুরু করে দেই QB Fashion World এর বই বিক্রয়ের সুযোগটা সেইসাথে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভাই বোনদের মাঝে দেশীয় বই পড়ার এক দারুন অভ্যাস তৈরি করি। বিশ্বাস করুন এখানেওনা দারুণভাবে সফলতা মিলছে আমার, আর এই কৃতিত্বটা পুরোটাই হচ্ছে smartwaybd.com কারণ আমার সবগুলো বই আমি ওনার কাছ থেকে সরবরাহ করছি।
তারপরেও থেমে নাই QB Fashion world আমাদের সকলের মোবাইলটা অনেক প্রিয় কিন্তু এই প্রিয় বস্তু টা কিনতে হলে যে সময়টুকু বের করতে হবে অনেকের কাছে সেটা হয়ে উঠে না, তাই আমরা গ্রাহকের কাছে মোবাইল ফোন এবং এক্সোসরিজ পৌঁছে দেওয়ার চিন্তা করি এবং সেটাও করছি সততা এবং ভালোবাসার সহিত।
👉তাই প্রিয় বন্ধুগণ আপনারা কাতারে আপনার কোম্পানির লোগো সমৃদ্ধ, নিজের পছন্দের সুন্দর নাম্বার ডিজাইন, নিজের কোন পছন্দের ডিজাইন সহকারে যেকোনো ধরনের টি-শার্ট, পলো শার্ট, জার্সি, ক্যাপ সহকারে যেকোন গার্মেন্টস আইটেম পেতে আমাদের সাথে বিশ্বাস এর সহিত যোগাযোগ করতে পারেন। (বাংলাদেশেও দিচ্ছি আমরা আমাদের পণ্য)
👉এছাড়াও আরো পাবেন আপনার পছন্দের ও প্রিয় লেখক এর বই, গল্প-উপন্যাস, সহকারে আপনার পছন্দের বইগুলো।
👉 হাতের প্রিয় ফোনটা নষ্ট হয়ে গেছে তাতেও সমস্যা নাই মোবাইল এবং মোবাইল এক্সেসরিজ নিয়ে আমরা আছি আপনার পাশে।
👉পকেটের টাকা রাখার জন্য পার্টস, মাঝার বেল্ট, ব্রান্ডের ও পছন্দের লেদার জুতা সহকারে সকল লেদার আইটেম পাবেন আমাদের QB Fashion World এর স্টোরে।
🎤 সামনে আমরা নিয়ে আসছি আপনার আরো নতুন নতুন ভাবনা গুলো কেউ, খুব শীঘ্রই আমরা একটি প্রাতিষ্ঠানিক ব্যবসায়িক গ্রুপ নেব।
যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন, আমাদের ফেসবুক পেইজে 👇 https://www.facebook.com/QBFASHIONWORLD/
মনে রাখবেন আপনার বিশ্বাস, আমাদের সেবা --- সব মিলিয়ে গড়ে তুলবো সময় একটি স্বাচ্ছন্দ্যময় সম্পর্ক।
📣 আপনার অর্ডারকৃত যেকোনো মাল আমরা ফ্রি ডেলিভারি করে থাকি পুরো কাতার জুড়ে, তাহলে কাতারে অবস্থানরত সকল প্রবাসীরা যারা বসে আছেন আজই ভিজিট করুন আমাদের ফেসবুক পেইজে।
বর্তমানে করনো ভাইরাসের কারণে আমাদের বেশ কিছু মালের অর্ডার স্থিতিশীল অবস্থায় আছে এমনকি কয়েকটা কোম্পানির সাথে পণ্যের অর্ডার স্থির রাখতে হয়েছে।
তবে মাথায় এখন পরিকল্পনা চলছে বর্তমান প্রেক্ষিতে কি করা যায় যেহেতু আমরা অনলাইন প্রতিষ্ঠান চাইলে সব কিছুই পারি।
বি.দ্র.:- আপনার পাশের অনেককে দেখবেন আপনাকে দেখে তারাও আপনার ব্যবসা নকল করছে, কিন্তু তাতে বিন্দু পরিমাণ মনকে ছোট করবেন না ব্যবসায় যদি প্রতিযোগী না থাকে বা হিংসা না থাকে তাহলে বড় হওয়া যায় না তাই যে হিংসে করার তাকে হিংসে করতে দেন আপনি আপনার মত করে বেড়ে উঠুন।
এই ছিল ছোট্ট করে আমার ব্যাবসায়িক সেল পোস্টের ইন ডাইরেক্ট সেল।
আপনারাই আমাকে প্রমোট করবেন আপনাদের সহযোগী ও বন্ধু হিসেবে।
স্ট্যাটাস অফ দ্যা ডে -১৮৯
০৯-০৪-২০২
👦 সিএম হাসান
👉কমিউনিটি ভলেন্টিয়ার
✒️সদস্যঃ 'রিসার্চ এন্ড প্রোমোশন টিম
👨🎓 তৃতীয় ব্যাচ
🖋️রেজি.নং: ৩৫২৭
🖋️ মোট পোষ্টের সংখ্যা: ১৩৩ টি
💼 প্রতিষ্ঠাতা উদ্যোগতা : QB Fashion World
https://www.facebook.com/QBFASHIONWORLD/
💼 অনারেবল ডাইরেক্টর: নুজুম গ্রুপ
💉 ব্লাড গ্রুপ: A+
🇧🇩 লক্ষ্মীপুর জেলা
🇶🇦 রেমিটেন্স যোদ্ধা - কাতার প্রবাসী
📱+974 33492465
📧 cmhasan790@gmail.com