#আমরা_উদ্যোক্তা_পুড়তেও_জানি_গড়তেও_জানি
#আমরা_উদ্যোক্তা_পুড়তেও_জানি_গড়তেও_জানি!
আসসালামুয়ালাইকুম
চলছে লকডাউন। এটা আমাদের সকলের নিরাপদ ও সুস্থ থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কোরোনার আঘাতে চলমান এই পরিস্থিতিতে আমরা সবাই কমবেশি দুশ্চিন্তায় কাটাচ্ছি। বিশেষ করে আমরা যারা ছোট ছোট উদ্যোক্তা বা ব্যবসায়ী না চাইলেও হতাশা এসে আমাদের ভর করে চলেছে।
কারণ আমরা জানিনা কবে এই পরিস্থিতি থেকে মুক্ত হবো। মাস শেষে অফিস ভাড়া, বেতনভাতা,নিজের পারিবারিক খরচ বসে বসে দেওয়ার কতটুকুই বা সামর্থ্য আছে আমাদের।
হ্যাঁ আজ যখন এমন ভাবনাগুলো আমার নিজের মস্তিষ্কের ভিতর ঘুরপাক খাচ্ছিল তখন সত্যিই প্রচন্ডরকম খারাপই লাগছিল!
কিন্তু যখন মনে পড়ল আমি একজন উদ্যোক্তা। আমার আছে প্রিয় প্লাটফর্ম "নিজের বলার মত একটা গল্প " এবং আছেন প্রিয় শিক্ষক Iqbal Bahar Zahid। যিনি প্রতিদিন আমাদের উৎসাহ উদ্দীপনা এবং দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। তখন সত্যিই অন্যরকম ভালোলাগা এবং সাহস জেগে ওঠলো।
একদম বাস্তবতা হলো আমাদের হতাশ হলে চলবেনা। কারণ আমরা উদ্যোক্তা। আমরা পুড়তেও জানি গড়তেও জানি। আসুন আমরা সময়টাকে কাজে লাগাই সোনালী সুযোগ হিসেবে।
চুলুন জানা আর শেখার মাঝে সময়টাকে কাটাই। ব্যবসা বা কোনো উদ্যোগকে সফলতার চূড়ায় নিয়ে যেতে নিশ্চয়ই অনেক কাজ করতে হয়। তার জন্য অনেক কিছু জানতে হয়, শিখতে হয় এবং কাজ করতে হয়।
তাই আসুন আগে একটি লিস্ট করে নিই কি কি জানতে হবে এবং কি কি শিখতে হবে। তার আলোকে সুন্দর করে একটি পরিকল্পনা করে ধারাবাহিকভাবে একটা একটা করে প্রত্যেকটা বিষয় জানি এবং শিখে নিই।
যাতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আমরা আমাদের কাজগুলোকে অত্যন্ত দক্ষতার সাথে করতে পারি। এবং কোরোনা ভাইরাস পরবর্তীতে আমরা আমাদের নিজেকে এবং আমাদের প্রতিষ্ঠানকে কোথায় দেখতে চাই এর ভিত্তিতে কার্যকরী একটি বাস্তবসম্মত প্লান রেডি করে ফেলি।
যাতে করে আমাদের নিজেকে কিংবা প্রতিষ্ঠানকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে পারি। কারণ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আমাদের অনেক কাজ করতে হবে। তখন যাতে সময় নষ্ট না হয় তারজন্য এখনই সবকিছু সুন্দর সুপরিকল্পনা করে রেখে দিতে হবে।
আর হ্যাঁ মহান আল্লাহকে ডাকতে ভুলবেন না। তাই পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো পড়ুন, কোরআন তেলাওয়াত করুন নিয়মিত। বেশি বশি মুনাজাত করুন। প্রতিদিন ভালো ভালো বই পড়ুন।
সবশেষে, বাসায় থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন । আর হ্যাঁ আপনার আমার আশেপাশে যেন কেউ অনাহারে না থেকে সেই দিকে সবাই খেয়াল রাখবো।সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা।
স্ট্যাটাস অফ দ্যা ডে -১৯০
১০-০৪-২০২
মোঃ মুভেজুল হক মুভেজ
২য় ব্যাচ
রেজিঃ২৬৮
কোর ভলান্টিয়ার এবং মডারেটর
#আরবান_চা
সিলেট।