সম্মানী কে সম্মান করা, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা,
>>>অনুভূতি প্রকাশ<<<
♦ বনভোজন ও কিছু কথা♦
শ্রদ্ধা ভালোবাসায়
♥ইকবাল বাহার জাহিদ♥
আলহামদুলিল্লাহ্
মহান আল্লাহদ দরবারে শুকরান
এই জন্য যে আজ কাল মানুষ মিত্যু পরবর্তী খাবার খেয়েও নেগেটিভ মন্তব্য করে
বিভিন্ন অভিযোগ তুলে
সেখানে গত দুইদিন অতিবাহিত হয়েছে সব খান থেকে শুধু প্রশংসা পাচ্ছি
সবাই সন্তুষ্ট সবকিছুতে,
তখনি নিজেকে নিজে বলি এটাই তো আমাদের শিক্ষা ছিলো,
এমনটা তো সম্ভব হয়েছে
কারন আমরা যে মানুষটার শিষ্য সে আমাদের তো শুধু ব্যবসায়ী উদ্যোক্তা হতে বলেনি,
সে আমাদের সবার আগে ভালো মানুষ হওয়ার পরামর্শ দেন কারন শুধু মাএ ভালো মানুষের পক্ষেই সম্ভব মানুষকে মানুষের মত গুরুত্ব দেওয়ার,
সম্মানী কে সম্মান করা,
মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা,
শুধু দুহাত ভরে অর্থ উপার্যন করলে নিজেকে সফল দাবি করা যাবেনা,
সফল তো তারা যারা নিজে ভালো থাকে অন্যকে ভালো রাখে,
আর বাংলাদেশে এই মন মানুষিকতা বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও প্রকাশ করার উপযুক্ত জায়গা ছিলোনা,
আমি ভালো মানুষ
আমরা ভালো মানুষ
এভাবে গর্ব করে বলার সাহস মুখে অন্তরে খুব কম মানুষেরই ছিলো,
আলহামদুলিল্লাহ্
মহান আল্লাহ'র অশেষ নেয়ামত
♥ইকবাল বাহার জাহিদ♥
নামে আজ আমরা যে মানুষটা কে পেয়েছি
তার শিক্ষাই আমাদের শিখিয়েছে কিভাবে হতাশা কাটিয়ে নিজেকে গড়া যায়,
ভালো ব্যবহার দিয়ে ব্যবসায়ীক জীবনে সফলতা অর্জন করা যায়,
মানুষের সাথে নম্রতা বদ্রতা বজায় চললে
কখনো নিজের মূল্য কমে না বরং বাড়ে
যার প্রভাব অথবা ক্ষুদ্র উদাহরণ আমাদের গাজীপুর জেলা বার্ষিক বনভোজন ও উদ্যোক্তা আসর
আয়োজনে লক্ষ্য করা গেছে,
আমি এই জন্যই বলছি যে
দশজন মানুষ যখন সামাজিক হবে
তখন সেখানে সমাজ ব্যবস্থার চিএ ফুটে উঠে,
আমাদের আয়োজন সফল ও সুন্দর হওয়ার কারন ছিলো আমরা উপস্থিত সবাই ইকবাল বাহার জাহিদ স্যারকে মনে প্রানে অনুসরণ করছি,
আর আমাদের আচরণ চলাফেরা দেখে
মানুষ খুজে নিবে
কে সে?
কোথায় সে?
যার শিক্ষায় নেই কোনো অহংকার
নেই কোনো ভেদাভেদ,
আছে শুধু আন্তরিকতা, শ্রদ্ধা, ভালোবাসা,
যাদের লক্ষ্য নিজের পাশাপাশি সমাজের উন্নয়ন
গন মানুষের উন্নয়ন
আর তখন এই ইউনিভারসিটিতে অধ্যায়ন করার ইচ্ছা হবে সব মানুষের
আর এটাই হবে প্রিয় স্যারের, আমার, আপনার,
সর্বোপরি নিজের বলার মত একটা গল্প প্লাটফর্মের সফলতা,
ধন্যবাদ সবাইকে
Sod no: 158
Date: 08.03.2020
মো: ইউসুফ হোসেন তন্ময়
কমিউনিটি ভলেন্টিয়ার
৭তম ব্যাচ
রেজি:নং২৯৫৫
গাজীপুর।