আমাদের দেশে মায়েদের মত অনেক অনেক ভালো মা,অন্য উন্নত দেশেও কম আছে (আমার নিজের চোখে দেখা)
,,নারী দিবস,,
একজন নারীই।
একজন মা।
একজন বোন।
একজন লালন পালন কারি।
একজন শিক্ষক।
একজন সেবিকা।
একজন সুশাসক।
একজন ভালো সন্তান গড়ার কারিগর।
একজন ভালোবেসে পাশে থেকে উৎসাহ দান কারি।
তোমরা আমাকে একটি ভালো মা দাও, তোমাদেরকে ভালো একটি জাতী দেবো
উনার উক্তি কি বুঝাতে চাইছেন, পুরো জাতি মায়ের হাতে গডা।
আমাদের দেশে মায়েদের মত অনেক অনেক ভালো মা,অন্য উন্নত দেশেও কম আছে (আমার নিজের চোখে দেখা)
মায়ের গুনাগুন ব্যাখ্যা করে কখনো শেষ করা যাবে না।
মা হলো আমাদের মাথার মুকুট হৃদয়ের স্পন্দন।
প্রেয়সী হলো জীবন চলার শক্তি।
বোন হলো আদরের ভান্ডার।
আসুন এ মায়ের জাতিকে শ্রদ্ধা সন্মান করে আমরা নিজেই সন্মানিত হয়ে যাই।
মাকে সেবা যন্ত করে মায়ের দোয়ায় আমরা অসাধ্য সাধন করে সফল হই।
মায়ের দোয়া অমুল্যরত্ন।
আমি ভাই বোন সবাইর ছোট আমার বাবা মায়ের আদরের সন্তান, মায়ের পাশেপাশে থাকতাম।
আমার আম্মু যখন মারা গেছেন, আমার পাসপোর্ট ছিল এম্বাসিতে রি-নিউ করার জন্য,ভিসার ছিল এক সাপ্তার মেয়াদ। এমন রিক্স নিয়ে গেলাম,বিদেশ না হলেও চলবে,মাকেতো আর দেখবোনা।আম্মুর কথা শুনে দিনে দিনেই পাসপোর্ট নিয়ে ৬ দিনের জন্য গিয়ে নিজ হাতে দাপন করে আসছিলাম,আলহামদুলিল্লাহ।
অথচ অনেক কোটিপতিও করতে পারেনা কারন মায়ের প্রতি তেমন শ্রদ্ধা সন্মান আদর কোথায় যেন হারিয়ে যাচ্ছে।
মায়ের দোয়া আছে বলে আমি যে কোন অসাধ্য নিমিসেই সমাধান করতে পারি ইনশাআল্লাহ।
মায়ের দোয়া চাড়া কেহ সুখী হতে পারে না,অনেক টাকা পসয়সা থাকলেও।
দিবসে সীমাবদ্ধ নয় আমরা প্রতিদিন প্রতিক্ষণ মা,বাবাকে যত্নকরে দোয়া নামক অমুল্য সম্পদ অর্জন করবো ইনশাআল্লাহ।
আমাদের প্রান প্রিয় স্যার আমাদেরকে প্রতিনিয়ত শিক্ষা দিচ্ছেন মা,বাবার সেবা করতে।
আমি আশা করি গ্রুপের আমরা যাহা সদস্য ভাই,বোন আছি আমাদের কোন মা,বাবার মনে কস্ট দিবো না।
আমার এলাকায় গরীব বৃদ্ধ মা,বাবাদেরকে ঘরে ঘরে বিনে পয়সায় পার্সেল এর ব্যবস্থা করবো কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ।
প্রিয় স্যারকে অন্তর থেকে সালাম জানিয়ে (আচ্ছালামুয়ালাইকুম)
আজ স্যারের মাধ্যমে স্যারের আম্মুকেও অনেক অনেক সালাম জানাই অন্তর থেকে।
এবং স্যারের সপরিবারকে সালাম জানাই।
গ্রুপের সদস্য ভাই,বোনদেরকে সালাম শুভেচ্ছায়
Sod no: 158
Date: 08.03.2020
আমি
MN.KARIM.
স্যারের একনিষ্ঠ ছাত্র।
কমিউনিটি ভলেন্টিয়ার।
৫ম ব্যাচ রেজিষ্ট্রেশন নং ৮০৪.
চট্টগ্রাম।
মায়ের দোয়ায়, আল্লাহর রহমতে, আপনাদের অনুপ্রেরণায় লিখাটি স্ট্যাটাস ওফ দা ডে হলো।।
Shahidulkarim29@gmail.