“সাফল্য মানে ৯ বার পড়ে গিয়ে ১০ম বার উঠে দাঁড়ানো” –
“সাফল্য মানে ৯ বার পড়ে গিয়ে ১০ম বার উঠে দাঁড়ানো”
– বন জোভি (বিশ্ব বিখ্যাত রক মিউজিশিয়ান)
একজন সফল উদ্যোক্তা হওয়া অনেক কঠিন ব্যাপার। কিন্তু, স্যারের "নিজের বলার মত গল্প" প্রিয় প্লাটফর্মের ৯০ দিনের কোর্স শেষ করার পর অনেক সহজ মনে হয় এবং সাহস বেড়ে যায়। স্যার, যেভাবে আমাদের দিকনির্দেশনা দিয়েছেন একজন অবিভাবক হয়ে। আমি মনে করি, আমি যতকিছু শিখেছি সবটুকু আমি আমার জীবনের গল্পে কাজে লাগাতে পারলেই যথেষ্ট। সে ক্ষেত্রে আমাকে আগে একজন সৎ এবং ভাল মানুষ হতে হবে।
আমার ধারণা, সফল উদ্যেক্তারা কখনো রাতরাতি যে অবস্থানে দেখতেছি, সে অবস্থানে আসেনি। আমরা হয়তো তাদের হাসতে দেখতেছি কিন্তু তাদের কান্না দেখিনি। উনারাও হয়তো একসময় আমাদের মত ভয়াবহ কষ্ট, অপমান ও কান্নার সময়টা কাটিয়েছেন। আর এটাই উনাদের অতীত।
সুতারাং, আমরাও উনাদের অতীত জীবনের অনুপ্রেরণামূলক গল্পটিকে কাজে লাগিয়ে এগিয়ে চলতে শুরু করেছি। হয়তো, উনাদের মত কষ্ট আমাদের করতে হচ্ছে না।
হয়তো, আমাদের মত উনাদের কোন প্লাটফর্ম ছিল না। আমরা পেয়েছি একজন শ্রেষ্ঠ অবিভাবক #ইকবাল_বাহার_জাহিদ স্যার। যিনি প্রতিনিয়ত আমাদের কিছু না কিছু শিক্ষা দিয়ে থাকেন যা আমাদের মনযোগ দিয়ে ধারণ করতে হবে।
এখন আমরা পেয়েছি ভাল মানুষের একটি পরিবার। আমাদের আছে একটা সুন্দর প্লাটফর্ম যেখানে আমাদের প্রতিনিয়ত শিখানো হয়,
কিভাবে একজন ভাল মানুষ হতে হয়?
কিভাবে একজন সফল উদ্যোক্তা হতে হয়?
কিভাবে অসহায় মানুষের পাশে দাড়াতে পারি!
কিভাবে রাজনীতি না করেও দেশের সেবা করতে পারি! কিভাবে রক্ত দিয়ে একজন রোগীর জীবন বাঁচাতে পারি!
এভাবে শেয়ারিং এন্ড কেয়ারিং করে এগিয়ে যাচ্ছে আমাদের প্রিয় স্যারের প্রিয় প্লাটফর্ম "নিজের বলার মত একটা গল্প" এবং সেই সাথে আমরাও এগিয়ে যাব, এগিয়ে যাচ্ছি, এবং সবসময় এগিয়ে যেতে চাই চাকরিজীবী নয়, একজন সফল উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে।
পরিশেষে, মহান আল্লাহর কাছে শুকরিয়া জানায় এবং সেই সাথে প্রিয় স্যারের জন্য আল্লাহর কাছে অনেক দোয়া কামনা করি।
Sod no: 158
Date: 08.03.2020
মুহাম্মদ শাহাদত হোছাইন
৩য় ব্যাচ,
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম।
রেজিঃ নং- ১৫৮