আমার এক স্যার ছিলেন কলেজ লাইফে, উনি কেন যেন অতিরিক্ত স্নেহ করতেন আমাকে, স্যার একদিন পড়ানোর সময় হঠাৎ বললেন, জানো, মেয়েরা হচ্ছে আমাদের জীবনে লবনের মতন, অতি মূল্যবান
#Happy_Women's Day
আমার এক স্যার ছিলেন কলেজ লাইফে, উনি কেন যেন অতিরিক্ত স্নেহ করতেন আমাকে, স্যার একদিন পড়ানোর সময় হঠাৎ বললেন, জানো, মেয়েরা হচ্ছে আমাদের জীবনে লবনের মতন, অতি মূল্যবান। এই কথা শুনে ছেলেরা হো হো করে হেসে উঠেছিল সেদিন। আর আমরা মেয়েরা খুব রাগ হয়েছিলাম স্যারের উপর। স্যার ছেলেদের ধমক দিয়ে থামিয়ে আমাদের বলেছিলেন "Think about it".
আমরা আসলে সেদিন ভেবে পাইনি লবন মতন হয়ে কি মূল্যবান হয় মেয়েরা।তখন লবনের কেজি ছিল ৫ টাকা।
খুব মনখারাপ করে হোস্টেলে ফিরে অনেক ভাবলাম কিন্তু কিছুতেই ভেবে বুঝে উঠিনি মেয়েরা লবনের মতন মূল্যবান কেমনে হয়? লবণ ও কি একটা জিনিষ তুলনা করার মতন?
পরেরদিন পড়তে গেলাম স্যার জিগ্যেস করলো, কি ভেবে পাইছিস তোরা?
আমরা কিছু বলার আগেই ছেলেরা বলে উঠলো পাচ টাকা কেজির লবনেরা আর কি কইবো স্যার।
স্যার বলছিলেন" আমি লবনের কেজি বা মন কত তা বুঝাইনি।আমি বলছি মেয়েরা আমাদের জীবনে লবনের মতন,
দেখো, আমাদের বেচে থাকার সবচে বড় উপাদান কি?
খাবার।সেই খাবারে লবন থাকাটা অতি আবশ্যকীয়।
একটা খাবার যত উপাদেয় হোক না কেন, তা যদি লবনবিহীন হয় তবে সে খাবার খাওয়ার অযোগ্য। মেয়েরাও আমাদের জীবনে লবনের মতন এইজন্য যে, তাদের উপস্থিতি আমারা ঠিক মূল্যায়ন করিনা কিন্তু অনুপস্থিতি ছেলেদের জীবন অচল করে দিবে, সে যে রুপেই হোন, মা, মেয়ে,বোন স্ত্রী অথবা প্রেমিকা?"
এতটুকু বলার পর সেদিন সব ছেলেগুলি একদম চুপ করে গিয়েছিলো।
আজ সারা বিশ্বে আন্তর্জাকিতভাবে পালিত হচ্ছে বিশ্ব নারী দিবস।শুধু দিবস করে কি আর নারীদের উন্নয়ন সম্ভব? সম্ভব না, যতক্ষণ না নারীরা নিজে নিজের উন্নতি না চান ততক্ষণ পর্যন্ত নারী উন্নয়ন বা নারীর ক্ষমতায়ন শুধু মুখের বুলি বা মঞ্চের বক্তৃতায়ই সীমাবদ্ধ থাকবে।বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বলেছিলেন, যতদিন পর্যন্ত নারীরা শিক্ষিত না হবে, অর্থনৈতিক মুক্তি না ঘটবে ততদিন পর্যন্ত সমাজে নারীরা পিছিয়ে থাকবে।
নারী সুশিক্ষিত হলে, আর্থিকভাবে স্বনির্ভর হলে তার প্রতি পরিবারের এবং সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। তবে এর জন্য প্রয়োজন প্রথমে বাবা-মা, পরে স্বামি ও শ্বশুড়বাড়ির লোকেদের সহযোগীতা।তা না হলে পরিবার, সমাজ এবং সর্বোপরি দেশের মঙ্গল কখনোই সম্ভব নয়।
নারী আর্থিকভাবে স্বর্নিভর হলে তার প্রতি পরিবারের সদস্যদের দৃষ্টিভঙ্গি পাল্টে যায় । পারিবারিক অবস্হার পরিবর্তন হলে এতে একটি পরিবার , তারপর সমাজ এবং সর্বোপরি রাষ্টের চেহারা পাল্টে যায় । আজকে সারাবিশ্বে নারীরা তাদের মেধা মননে অনেক বেশী এগিয়ে গেছে । নারী সমতা সকলের ই উন্নয়ন এই কথার মর্মোপলব্ধি কি? নারিরা তো নিজের ঘরেই সবচে বেশী অবহেলিত।
অনেককিছু লিখার ইচ্ছে ছিল, তবে এতোদিক তুলে ধরলে ছেলেরা হয়তো আমাকে পুরুষ বিদ্বেষী ব্যাখ্যা দিতেন তাই বেশি কিছু লিখলাম না।
আজ এই বিশেষ দিবসে সব হতাশা কে অতিক্রম করে সকল নারী এগিয়ে যাক তাদের সাফল্যের সিঁড়িতে।
সকল নারীর মঙ্গল কামনা করছি।
Sod no: 158
Date: 08.03.2020
রোকেয়া হায়দার নীলা
জিলা চাঁদপুর
৮ ম ব্যাচ
রেজিষ্ট্রেশন নাম্বার ১১০৩৭