মফস্যল শহরে বেড়ে উঠা মধ্যবিও মুসলিম সভ্রান্ত পরিবারের সন্তান হিসেবে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম।
শিক্ষার শেষ নেই তাই চল্লিশোর্ধ বয়সে এসেও শুধু জানতে আর শিখতে ইচ্ছে করে আর নতুন নতুন আইডিয়ার খোজে নিজের বলার মত একটা গল্পে গ্রুপের সদস্য হয়ে আছি।
স্বপ্ন অনেকেই দেখে কিন্ত , স্বপ্ন বাস্তবায়ন হয় কজনার ।
মফস্যল শহরে বেড়ে উঠা মধ্যবিও মুসলিম সভ্রান্ত পরিবারের সন্তান হিসেবে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম। মা যখন ধুয়োয় আচ্ছন্ন মাটির চুলোতে রান্না করত ভাইবোনেরা একসাথে বসে খোশগল্পে মেতে উঠতাম খুব বেশী ভাল ছাত্র না হবার কারনে আর তখন থেকেই অনেক বড় হবার স্বপ্নে ইউরোপ আমেরিকা যাবার কথা ভাবতাম ।
নব্বই দশকের আগে তখনকার সময়ে সামাজিক পারিবারিক ধ্যান ধারনা ছিল ডাক্তার ইন্জিনিয়ার হওয়া নয়তো বিদেশ গিয়ে অনেক টাকা পয়সা রোজগার করে অর্থ সম্পত্তির মালিক হওয়া।
এখন ডাক্তার ইন্জিনিয়ার হতে হবে অথবা বিদেশ গিয়ে অর্থ উপার্জন করে বড় হবার ধ্যান ধারনা পাল্টে গিয়েছে।
যুগের পরিবর্তনে ইন্টারনেটের কল্যানে মানুষের ধারনা পাল্টে গিয়েছে। তথ্য প্রযুক্তির এই যুগে মানুষ এখন নানামুখী চিন্তা করার সুযোগ পেয়েছে।
আর তারই ধারাবাহিকতায় জনাব ইকবাল বাহার স্যারের এই উদ্দ্যেক্তা তৈরীর এই কর্মশালা থেকে ভাল মানুষ হওয়ার পাশাপাশি ভাল কিছু করার পরিবর্তন।
আমি ইতালিয়ান অভিবাসি হিসেবে জিবনে যতটুকু চাওয়া পাওয়ার তার সবটুকুই আল্লাহ আমাকে দিয়েছে । আমার আর চাওয়া পাওয়ার কিছুই নেই। তাহলে অনেকের প্রশ্ন থাকতে পারে, আপনি কেন এই গ্রুপে ।এটিতো শিক্ষিত তরুন বেকার যুবকদের উদ্দ্যোগতা তৈরির কর্মশালা ।
আমার চোখে এখানে শুধু উদ্দ্যোক্তা তৈরী করে না একজন মানুষকে পুঁথিগত বিদ্যার বাহিরেও পুর্নাঙ্গ মানুষ হতে সাহায্য করে থাকে। যা হয়ে থাকে ওনলাইনের মাধ্যমে সম্পুর্ণ বিনা ফিতে। আমার জানামতে এই ধরনের উদ্দ্যেগ এই প্রথম বলে মনে হয়।হয়তোবা অন্য আরো অনেক কর্মশালা আছে সেখানে উদ্দ্যোক্তা তৈরীর পাশাপাশি ভাল মানুষ তৈরীতে কতটুকু প্রতিশ্রুতি বদ্ধ সে প্রশ্ন থেকেই যায়। যাই হোক আমার প্রবাস জীবনের ১৭ বছর চলছে।
১বছর যাবত এই গ্রুপে লেগে আছি। অনেক কিছু শিখেছি এই গ্রুপ থেকে আরো শিখছি। আমার প্রবাস জীবনের ১৬ বছরকে পেছনে ফেলে এই একটি বছর আমাকে আমি নতুন ভাবে তৈরী করেছি। আমার ব্যবসায়ীক বিভিন্ন কলা কৌশল সহ পারিবারিক সামাজিক ধ্যান ধারনার অনেক পরিবর্তন এসেছে। যা আগে কখনো এগুলো আমার মধ্যে ছিলনা।আর এখানেই আমার সফলতা ।সামাজিক দায়বদ্ধতার কারনে এই গ্রুপের পাশে থেকে আমি একজন খুদে দায়ীত্বশীল হয়ে ইকবাল বাহার সারের পাশে থেকে নতুন তরুন উদ্দ্যেক্তাদের কে সাহায্য করে যেতে পারি সেই প্রচেষ্টাই থাকবে। সকলের প্রতি শুভ কামনা থাকবে।
Sod no: 159
Date: 09.03.2020
Sayedur rohman
3rd batch
Core volunteer
NRB ca Italy 🇮🇹
Madaripur