৮০০ তম দিন আজ।
বিষয় :- ৮০০ তম দিন আজ।
আজ প্রাণের গ্রুপ "নিজের বলার মত একটা গল্প" গ্রুপের একটানা অনলাইনে প্রশিক্ষণ কর্মশালার টানা ৮০০ তম দিন। নিঃসন্দেহে আজকের দিনটি সবার জন্য অন্যতম দিন যারা প্রথম দিন থেকে আজকের এই আটশত তম দিনে উপস্থিত আছেন সত্যি তাদের অনুভূতিটা কেমন আমি নিজেই বুঝতে পারছি না তারা আজকে নিঃসন্দেহে নিজেদেরকে নিয়ে গর্বিত তাদের অনুপ্রেরণায় তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা আটশততম দিনে উপস্থিত হতে পেরেছি, কৃতজ্ঞ ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি এমন একটি বিশাল প্লাটফর্ম গড়ে তোলার জন্য। এই প্রিয় প্লাটফর্মে আমি আছি ৬২০ দিন ধরে বেশি সক্রিয় আছি ৫০০+ দিন ধরে আজকের এই ৮০০ তম দিনে এসে মনে হচ্ছে কেন আমি প্রথম দিন থেকে ছিলাম না খুব আফসোস হয় নিজের কাছে এখান থেকে আমি যা শিক্ষা পেয়েছি পৃথিবীর আর কোথাও থেকে তা পায়নি সহজে ও বিনামূল্যে, বাংলাদেশ নয় শুধু পৃথিবীর যে কোন প্রেক্ষাপটে আপনি যদি ক থেকে ঁ পর্যন্ত শিখতে চান অবশ্যই আপনাকে সেটা মূল্য দিয়ে শিখতে হবে তারপরে কত যে নানান তালবাহানা আছে তা তো বলে শেষ করা যায় না অথচ এখান থেকে শেখা একেবারে ফ্রী চাইলেই আপনি কিছু শিখতে পারবেন আর যদি শিখতে গিয়ে না বুঝেন অসংখ্য শিক্ষকের মতো ভাই আছে বোন আছে শিখাবে আপনাকে তার উপরে আছে আমাদের সকলের অভিভাবক প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যার।
আরে প্রিয় "নিজের বলার মতো একটা গল্প" উদ্যোক্তা হবার যাবতীয় প্রশিক্ষন ও মূল্যবোধ সংক্রান্ত অনলাইনে প্রশিক্ষণ কর্মশালার প্লাটফর্ম যার প্রতিষ্ঠাতা ইকবাল বাহার।
ইকবাল বাহার জাহিদ স্যারই প্রথম বাংলাদেশের ৬৪ জেলা ও ৫০টি দেশের প্রবাসী বাংলাদেশী সহ মোট ২৫০,০০০ তরুণ-তরুণীদেরকে ৯টি ব্যাচের মাধ্যমে টানা ৯০ দিন করে বিনামূল্যে অর্থাৎ কোন ফি ছাড়া উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে এই প্লাটফর্ম থেকে।
প্রতি সপ্তাহে মিটআপের মধ্য দিয়ে চলছে আর অফলাইন কার্যক্রমও, গত ২ বছরে সারা দেশে ও বিদেশে প্রায় ১০০০ মিট আপ অনুষ্ঠিত হয়েছে।
“চাকরী করবো না চাকরী দেব” এই ব্রত সামনে রেখে গত ৮০০ দিন ধরে একদিনের জন্যও এই প্রশিক্ষন কর্মশালা" বন্ধ ছিল না। এটা সারা বিশ্বে একটি ইতিহাস – এত লম্বা এবং টানা ৯০ দিন এবং টানা ৮০০ দিন কোন প্রশিক্ষণ কর্মশালা পৃথিবীতে কেউ কোনদিন করেনি।
ইতিমধ্যে এই প্লাটফর্ম থেকে ২৪০০ জন উদ্যোক্তা হয়েছেন তারমধ্যে ২৫০ নারী উদ্যোক্তা এবং গত ৮০০ দিনে বদলে গেছে এই ২৫০,০০০ তরুণ-তরুণীদের জীবন, এখন যারা এক একজন দক্ষ,পজিটিভ ও ভালোমানুষ।
৯০ দিন ধরে শেখা, পার্টনার পাবার সুযোগ, ব্যবসা করা, কেনাবেচার সুযোগ, ভলান্টিয়ারিং, সামাজিক কাজ এবং ভালোমানুষি চর্চা সব একসাথে সুযোগ রয়েছে এই অনলাইন প্লাটফর্মে।
এই প্লাটফর্মের লক্ষ্য আগামী ১ বছরের মধ্যে ১০০,০০০ মানুষের কর্মসংস্থান তৈরি করা অন্তত ৭০০০ উদ্যোক্তা হওয়ার মধ্য দিয়ে।
এই প্লাটফর্মে এসে আমি যা পেয়েছি হয়তো আপনারা ও তার চাইতে অনেক বেশি পেয়েছেন বা কেউ কিছুটা কম অর্জন করতে পেরেছেন আসলে এই গ্রুপে না আসলে আমি জানতাম না কি করে একজন উদ্যোক্তা হতে হয়, আমার মনের ভেতর লুকিয়ে থাকা যে ব্যবসায়িক মনোভাব সেটা কখনো বেরিয়ে আসত না, সামাজিক দায়বদ্ধতার মধ্যে যে কাজগুলো কে এড়িয়ে চলতাম সেগুলো এখন নিজ দায়িত্বে সবার আগে গিয়ে করতে চেষ্টা করি এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্যতা আমার, আগে মানুষকে সাহায্য করতাম ভেবেচিন্তে বিবেক দিয়ে আর এখন মানুষকে সাহায্য করি মন থেকে অন্ধবিশ্বাসে এটাই হচ্ছে ভালবাসা মানুষ মানুষের প্রতি এবং আমি যে একজন ভালো মানুষ তার প্রমানও বটে, স্বপ্ন দেখছি ভবিষ্যতে একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে নিজেকে, স্বপ্ন দেখছি একদিন নিজেই চাকরি দিব কিছুসংখ্যক বেকারকে, মা-বাবাকে প্রতিদিন ভালোবাসি বলার সাহস পেয়েছে, অর্জন করতে পেরেছেন নিজের প্রতি নিজের দৃড় বিশ্বাসকে যে আমাকে দিয়ে কিছু একটা হবে, তা নিঃসন্দেহে হবে শুধু আমাকে একটু সময় দিতে হবে।
ব্যবসা করতে গিয়ে এই গ্রুপের সাথে পেয়েছে কিছু ভালো মানুষের সঙ্গ যা হয়তো আমি পৃথিবীতে অন্য কোন ভাবে আর পাওয়ার উপায় ছিল না, এমন ব্যবসায়ী পেয়েছে এখানে যে টাকা নয় পণ্য আগে দিয়ে দেয় তারপর পণ্য অসন্তুষ্টির পরে বলে যে এখন পেমেন্ট চাইলে করতে পারেন পেয়েছি এত পরিমান ভালোবাসা যা মুখে বলে বোঝানো সম্ভব না পেয়েছি এক রাশ স্বচ্ছ গোলাপের মতো বন্ধু যারা বিপদাপদে সবসময়ই পাশে এসে দাঁড়ায় পেয়েছি কিছু শুভাকাঙ্ক্ষী যারা দূর থেকে সব সময় দোয়া ও ভালোবাসা দেয়, সম্পর্ক হয়েছে এমন কিছু বড় মাপের লোকের সাথে যা কল্পনাতেও কল্পনা করতে পারিনি।
সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র ইকবাল বাহার জাহিদ স্যারের জন্য স্যার শুধু একটা গ্রুপে খুলেননি খুলে দিয়েছেন অবাধ ভালোবাসার এক সমুদ্রের বাঁধ।
স্যার ৩ লক্ষ ছাত্র-ছাত্রীর মনেই নয় জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিকমানের ম্যাগাজিনেও যা নিঃসন্দেহে একজন বাংলাদেশী হিসেবে গর্ব করার মতো কারণ উনার এই কর্মশালা পৃথিবীতে আর কোথায় হয়নি আমি বিশ্বাস করি খুব অল্প সময়ের মধ্যে " ইকবাল বাহার জাহিদ" এবং " নিজের বলার মত একটা গল্প" এই নামগুলো স্থান করে নেবে ওয়ার্ল্ড গিনেজ বুকে সেই দিন আর বেশি দূর নয় আমাদের হাতের নাগালেই।
দোয়া রইল সেই জন্মদাতা পিতার প্রতি এবং মায়ের প্রতি যাদের গর্ভে এসেছিল ইকবাল বাহার জাহিদ উনাদের সম্মানের পাশে আলোকিত করে তুললো লাখো যুবককে যাদের স্বপ্ন ভেঙে চির চির হয়ে গেছিলো যারা চিন্তা করেছিল আমাকে দিয়ে কিচ্ছু হবে না তারাই আজ সাফল্যের গল্প লিখছেন।
দোয়া রইল সকল ব্যবসায়ীক ও নব উদ্যোক্তাদের প্রতি আপনার ব্যবসাকে ব্যবসা নয় সামাজিক কাজ হিসেবে নিয়েছেন এভাবে যেন সারাটা বছর আমাদের সাথে থাকতে পারি সবাই মিলেমিশে।
SOD No: 160
Date: 10.03.2020
👦 সিএম হাসান
👉কমিউনিটি ভলেন্টিয়ার
✒️সদস্যঃ 'রিসার্চ এন্ড প্রোমোশন টিম', নিজের বলার মতো একটা গল্প
👨🎓 তৃতীয় ব্যাচ
🖋️রেজি.নং: ৩৫২৭
💼 প্রতিষ্ঠাতা উদ্যোগতা : QB Fashion World
💼 অনারেবল ডাইরেক্টর: নুজুম গ্রুপ
💉 ব্লাড গ্রুপ: A+
🇧🇩 লক্ষ্মীপুর জেলা
🇶🇦 রেমিটেন্স যোদ্ধা - কাতার প্রবাসী
📱+974 33492465
📧 cmhasan790@gmail.com