একই কথা করুনার সময় এখন ঘরে থাকতে হবে,কোন অবস্থাতেই বাইরে যাওয়া যাবে না।
😍অনলাইন হাট😍
X, কিরে,কি করিস?
Y, কিছু না রে,বারান্দায় বসে চা খাই।মন মেজাজ ভাল না।😪
X,কেন কি হইছে আবার তোর মন মেজাজের?
Y,আর বলিস না, তোর ভাইয়াকে বলেছিলাম মার্কেট এ নিয়ে যাওয়ার জন্য।কয়দিন ধরেই বলতেছি,বাট সে পাত্তাই দিতেছে না।
একই কথা করুনার সময় এখন ঘরে থাকতে হবে,কোন অবস্থাতেই বাইরে যাওয়া যাবে না।
বিষয়টি আমিও বুঝি বাট কি করব বল, যে গরম পরছে, বাসায় পরার জন্য একটা জামাও বানাতে পারিনি।
গত বছরের গুলোই পরতেছি।এদিকে ইদ গেলো মাকেও কিছু কিনে দিতে পারিনি।
সব মিলিয়ে কাপড় চোপড়ের বেহাল দশা।
এমন অবস্থায় কার মন ভাল থাকে বলতো?
X,হুম দোস্ত বুঝতে পেরেছি তোর সিচুয়েশনটা।কি আর বলব,আমার ও সেইম পরিস্থিতি এই ছিল।
আমি তো আলমারিতে তোলা জাম গুলোও পরে ফেলেছি।
Y,আমিও তো এখন তাই করতেছ।
X,শোন তোকে এই খবর টা দেওয়ার জন্যই আজ ফোন দিয়েছি।
দেশের এমন পরিস্থিতিতে তো আসলে সবারেই এক রকম অবস্থা।
Iqbal Bahar Zahid নামে একজন ভদ্রলোক আছে,তিনি দেশের এমন পরিস্থিতিতে মানুষকে সেবা দেওয়ার জন্য সাপ্তাহিক 😍অনলাইন হাট😍 এর ব্যবস্থা করেছেন।
তুই ঘরে বসেই তোর প্রয়োজনীয় সকল কিছু নির্দ্বিধায় আর নিরাপদে কেনাকাটা করতে পারবি।যেখানে ১০০% গ্যারান্টি দিয়ে সকল প্রয়োজনীয় জিনিস কেনাবেচা হয়।
Y,কি বলিস,তাই নাকি,আমি তো অনলাইন থেকে কিনি না, কারন অনেকের মুখে শুনি, ওরা নাকি ভাল জিনিস দেয় না।
X,হুম তুই ঠিকি শুনেছিস, তবে সবাই তো খারাপ মানুষ না,ভাল মানুষ গুলো আছে বলেই পৃথিবী আজও টিকে আছে রে।
Y,হুম তাও ঠিক বলেছিস।
X,চল এবার দুজনে মিলে অনলাইন হাটে ঢুকি।
Y,হুম চল চল
বাহ এ তো দেখি বিশাল হাট রে,সবই আছে এখানে,বাট বিশ্বাসযোগ্য তা তো ঠিক থাকবে নাকি বলিস।
X,হুম রে তুই চোখ বন্ধ করে তোর প্রয়োজনীয় জিনিস কেনাকাটা কর।
আমার ও কিছু জিনিস কেনা লাগবে,আমি ও দেখি।
Y,দোস্ত আরেক কথা, অনলাইনে তো ডেলিভারি চার্জ লাগে,এই জন্যই কেনাকাটা করতে ইচ্ছে হয় না।
X,শোন তোকে আজ এই অনলাইন হাটের এমন এক দোকানে নিয়ে যাব, যেখান থেকে আজ তুই যা কিছু কোনাকাটা করবি তোর কোন ডেলিভারি চার্জ লাগবে না।
Y,কি বলিস সত্যি তো!
X,হুম রে সত্যি😍
Y,আচ্ছা N S P House এত এত সুন্দর সুন্দর জামা এত কম দামে কিভাবে দেয়, তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি।কাপড়ে কি কিছু ঘাপলা আছে নাকি।
X,আরে না, আমি দীর্ঘদিন দিন ধরে N S P House থেকে কেনাকাটা করি।
১০০% কথা কাজের মিল আছে তাদের,তোর যা যা পছন্দ তুই কিনতে থাক।
আর কেন দাম কম নেয় সেটা দিয়ে তোর আমার চিন্তা করার দরকার কি।
হতে পারে এটা উনাদের বিজনেস প্ল্যান।
Y,হুম ঠিক বলেছিস,সবগুলো জিনিসের ডিটেইলস আর দাম দেওয়া এই বিষয়টি ও আমার অনেক ভাল লেগেছে।
যাক আল্লাহর নাম নিয়ে আজ প্রথম N S P House থেকে জামাকাপড় কিনলাম,দেখা যাক কি হয়।
X,কুল দোস্ত, আজ তো কিনলি,সামনের হাটেও এসে সবার আগে N S P House কেই খোঁজ বি,ভরসা রাখ আমার কথার উপর।
Y,ওকে ডিয়ার, তোর কেনা কাটা হলো,
X,হুম কিনেছি,
Y, তুই কি কিনলি?
X,আমি আমার ছোট বোনের জন্য কিছু কসমেটিকস কিনলাম।
ওর মুখে ব্রুন উঠে, আর ব্রুনের দাগ ও আছে।
N S P House সকল অরিজিনাল বিদেশী কসমেটিকস প্রোডাক্ট সেল করে যা শতভাগ কাজ করে।
তাই ওর জন্য কিছু কসমেটিকস কিনলাম।
Y, তাই নাকি,আমার আম্মার মুখে মেছতা ভরে গেছে,N S P House এ কি এমন প্রোডাক্ট আছে যা মেছতার দাগ দুর করে।
আর আমার মাথার চুল পরতেছে অনেক।
এগুলোর সমাধান কি পাবো।
X, হুম আছে এই সমস্ত প্রবলেম সলব হওয়ার প্রোডাক্ট আছে।
Y,যাক তোর কথায় আজ সব নিলাম,এতদিনে ভরসা করার মত একটা জায়গা খোঁজে পেলাম।
X,হুম আমি N S P House এর নিয়মিত ক্রেতা, আজ থেকে তুই হবি।
Y,ইনশাআল্লাহ ব্যবহার করে নেই জিনিসগুলো, তোর কথা মত সব কাজ হলে, আমি ও নিয়মিত ক্রেতাই হবো।
তুই যে খিমার টা পরেছিস এগুলো একটা আমার শ্বাশুড়ির জন্য কিনতে চাই,উনি কি এগুলো পরতে পারবে।
X, হুম আজকাল মেয়ে মহিলা সবাই খিমার পরে।
Y,ওকে শ্বাশুড়ি মায়ের জন্য একটা নিয়ে নেই।
X,চল এবার, কেনাকাটা তো হলো,এবার তোর মন কি ভালো হইছে।
Y,হুম, আজ আমি অনেক খুশী রে,কেনাকাটা করেছি তারজন্য খুশী বিষয়টি এমন না।
আমি আমার পরিবারের সকল কেনাকাটার জন্য N S P House এর মত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান অনলাইনে পেয়েছি তার জন্য সত্যি আমি অনেক হেপী।😍
সব ক্রেডিট তোর দোস্ত।
X,
ভালকে সবাই ভাল বলে,আমি যেমন বলছি,কাল তুই বলবি।
এবার যাই রে অনেক সময় হয়ে গেছে,বাসায় সবাই পরে আবার চিন্তা করবে।
Y,
আচ্ছা আমিও যাই ভাল থাকিস,জিনিসগুলো ব্যবহার করে তোকে জানাবো।
X,ওকে দোস্ত রিভিউ তুই ভালো দিবি, সেটা আমার বিশ্বাস। ভাল থাকিস বাই
Y,আল্লাহ হাফেজ।
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৬৫
৩০-০৬-২০২০
জুলেখা খাতুন সুমা
কোর ভলান্টিয়ার
গফরগাঁও ময়মনসিংহ
৬ষ্ঠ ব্যাচ
রেজি নং ৩৪৩