মঙ্গলবার মানেই প্রাণের গ্রুপে এক বিশাল হাটবার যেখানে সারাদিন ঘুরে বেড়াই
আসসালামু আলাইকুম
#হাটবার #হাটবার #হাটবার
মঙ্গলবার মানেই প্রাণের গ্রুপে এক বিশাল হাটবার
যেখানে সারাদিন ঘুরে বেড়াই😍😍
সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি মহান রাব্বুল আলামীনের উপরে যিনি আমাকে সৃষ্টি করেছেন❤ তারপর কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রিয় বাবা, মার প্রতি যারা আমাকে জন্ম দিয়ে পৃথিবীতে এনেছেন, কৃতজ্ঞতা আমার শিক্ষকদের প্রতি যাদের কারনে আজকে শিক্ষিত হতে পেরেছি ,কৃতজ্ঞতা সবার প্রিয় জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি যিনি এতো সুন্দর একটা প্লাটফর্ম তৈরি করেছেন 😍 যার মাধ্যমে যুক্ত হতে পেরেছি এতো সুন্দর একটা প্লাটফর্মে 👍👍👍
#আজ সবাইকে একটা মজার গল্প বলি দয়াকরে সবাই পুরোটা পরবেন আসা সবার ভালো লাগবে👍
#বর্তমানে কম বেশি ছেলে মেয়েরা রিলেশন করে, আর এই রিলেশনে থাকে সম্মান, বিশ্বাস ও ভালোবাসা। আজ একটা রিলেশনের গল্প বলবো। ছেলেটির নাম মাহফুজ আর মেয়েটির নাম সালমা।এরা একে উপরকে অনেক ভালোবাসে। সোমবার (প্রতিদিন কথা বলে বাট আমি শুরু সোমবারের কথা বললাম) রাতে দুজনে ফোনে কথা বলতে ছিলো এমন সময়
-মাহফুজ সালমাকে বললো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে।
-সারপ্রাইজ এর কথা সুনে সালমা অনেক খুশি হয়েছে এবং মাহফুজকে জিঙ্গেস করছে কি সারপ্রাইজ??
-তখন মাহফুজ বললো পাগলি এখন যদি কি সারপ্রাইজ বলে দেই তাহলে সারপ্রাইজ এর মানে কি হলো???
-তখন সালমা বললো হুম ঠিক বলেছো তাও প্লিজ একটু বলো??
-মাহফুজ বললো না আগামীকাল দেখতে পাবা
-ওকে ঠিক আছে তাহলে এখন ঘুমাও আগামীকাল দেখা হবে,আল্লাহ হাফেজ
-ওকে আল্লাহ হাফেজ
পরেরদিন সকালে সালমা রেডি হয়ে দেখা করতে গেলো মাহফুজের সাথে, দুজনের সাথে দেখা হলো, এক জায়গায় দু'জনে বসে আড্ডা দিতে ছিলো বাট মাহফুজ তার মোবাইল নিয়ে বিজি ছিলো,সালমা দেখতে ছিলো মোবাইলে মাহফুজ ফেসবুকে কি যেনো দেখতে ছিলো,তখন মাহফুজ মোবাইলের কাজ শেষ করে দু'জনে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলো, তারপর ঘুরাঘুরি করে মাহফুজ যখন বললো চলো এবার বাসায় যাই।তখন সালমা মনে মনে ভাবতে ছিলো আমাকে তো কোন সারপ্রাইজ দিলো না, ও কি ভুলে গেছে নাকি মজা করছে সারপ্রাইজের কথা বলে।মেয়ে মানুষ মুখ ফুটে আর বললো না বাসায় চলে আসলো অভিমান করে😔😔।
কিছুক্ষণ পর সালমার বাসায় কলিং বেল বেজে উঠলো,
সালমা দরজা খুলে দেখে তার মানে একটা পার্সেল আসছে। অবাক হয়ে বললো কে পাঠিয়েছে???
লোকটি বললো আমরা হোম ডেলিভারি দিতে আসছি আর এই সালমা নামে অর্ডার করা হয়েছে, আপনি কি সেই সালমা??? তাহলে প্লিজ পার্সেলটা নিন.
তখন সালমা মাহফুজকে ফোন দেয় তুমি কি আমার নামে কিছু অর্ডার করছো??
-জি পাগলি ওটা তোমার সারপ্রাইজ, প্যাকেট খুলে দেখো তোমার পছন্দ হয় কিনা?? দেখে জানাও
-সালমা তখন পার্সেলটা নিয়ে সব কিছু দেখে মাহফুজকে ফোন দিয়ে বললো ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ ড্রেসটা আমার খুব পছন্দ হইছে এবং কাপড়টাও অনেক ভালো কালারটাও সুন্দর😍
-মাহফুজ তখন বললো যাক পাগলীটার তাহলে সারপ্রাইজ পছন্দ হলো,তুমি খুশি তো আমিও খুশি বুঝলে পাগলী??
-তখন সালমা হুম বুঝলাম বাট একটা জন্য জিনিস বুঝলাম না এই Lima Fashion House এটা কে???যে আমাকে পাঠালো??
- ওটা কেউ না পাগলী ওটা একটা অনলাইন পেইজের নাম যেখানে তুমি তোমার পছন্দের সব জিনিস পেয়ে যাবা আর বাসায় বসে অর্ডার করলে তারা তোমার বাসায় তোমার পণ্য দিয়ে যাবে যাকে বলে হোম ডেলিভারি,
-সালমা তখন অবাক হয়ে বললো কি বলো এই ড্রেস তুমি অনলাইনে অর্ডার করছো??
-হ্যা, নিজের বলার মতো একটা গল্প গ্রুপ আছে, এটা একটা বিশাল বড় প্লাটফর্ম যেখানে প্রতি মঙ্গলবার হারবাজার বসে যেখানে লবণ থেকে শুরু করে গাড়ি পর্যন্ত পাওয়া যায়, তুমি ঘরে বসেই সব কিছু অর্ডার করতে পারবা আর তুমি ১০০% সিওর থাকবা যে এখানে সব খাঁটি পণ্য কেনা-বেচা হয় যা তুমি চোখ বন্ধ করে নিতে পারো। আর যখন তুমি আজ সকালে আমার পাশে বসে ছিলে তখন আমি মোবাইলে হাটবাজার দেখতে ছিলাম, দেখতে দেখতে হঠাৎ Lima Fashion House পেইজটা চোখে পড়লো আর ড্রেসগুলো দেখেও খুব ভালো লাগলো তাই পছন্দ মতো অর্ডার করলাম আর তোমাকে দিলাম সারপ্রাইজ 🥰
-সালমা তখন বিশ্বাসই করতে পারে নি যে অনলাইনে এতো সুন্দর মান সম্মত পণ্য পাওয়া যায়, কারণ অনলাইনে নাকি ভালো কিছু পাওয়া যায় না আর সেই ভুলটা নিজের বলার মতো একটা গল্প গ্রুপ ভেঙে দিলো আর মাহফুজকে বললো তুমি একটু ওয়েট করো আমি গ্রুপ আর পেইজটা একটু দেখে আসি👍👍
কিছুক্ষণ পর সালমা নিজের বলার মতো একটা গল্প গ্রুপ আর Lima Fashion House টা ঘুরে ঘুরে দেখলো আর মিলিয়ে দেখলো ড্রেসের সব কিছু ঠিক আছে কিনা, আলহামদুলিল্লাহ সে সব কিছু ঠিক ঠাক পেয়েছে তাই সে সাথে সাথে Lima Fashion House এ লাইক দিয়ে পাশে থাকলো😍😍
https://www.facebook.com/Lima-Fashion-House-101345428244031/
-তারপর সালমা মাহফুজকে ফোন দিয়ে বললো তুমি সত্যি বলেছো নিজের বলার মতো একটা গল্প গ্রুপটা সত্যি অসাধারণ একটা গ্রুপ যেখানে মঙ্গলবার হাটবাজারে সব কিছু পাওয়া যায় এবং সব কিছু খাঁটি পণ্য কেনা-বেচা হয়, এবার থেকে আমার যা যা লাগবে আমি এই গ্রুপ থেকেই নিবো ইনশাআল্লাহ👍👍
-তখন মাহফুজ বললো ওকে পাগলী এরপর থেকে তোমার যা লাগলে তুমি চোখ বন্ধ করে অর্ডার করবা তারা তোমাকে সততার সাথে তোমার বাসায় পৌঁছে দিবে,,,তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো পাগলী❤❤❤
#স্যার আপনাকে স্যালুট জানাই বর্তমান ভেজাল অনলাইন বাজারে আপনি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য হাট বসিয়েছেন নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্মে। মানুষ যেখানে হাইপার মার্কেটে যেতো সব বাজার এক সাথে করার জন্য। এখন আর সময় অপচয় না করে বাসায় বসে নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্মের অনলাইন হাট বাজারে সকল পন্য এক নিমিষেই পেয়ে যাচ্ছে, তাও আবার ভেজালমুক্ত সব পন্য। যেখানে এই গ্রুপেই একমাত্র পন্যের অভিযোগ দিতে পারে সেখানে আপনি এই প্লাটফর্মের অনলাইন হাট বাজারে অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার টিম চালু রেখেছেন। এবং সেখানে হাট মনিটরিং করার জন্য স্পেশাল ভলান্টিয়ারিং টিম তৈরি করেছেন। সেসব স্পেশাল ভলান্টিয়ার ভাই বোনদের কষ্ট সার্থক হোক। কোন ভাইবোন যেন হাটে এসে কোন রকমের বিপদে না পড়ে।😍😍😍
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৬৫
৩০-০৬-২০২০
লিমা খাতুন
৯ম ব্যাচ
রেজিঃনং- ১২৫৯৮
জেলা খুলনা
কমিউনিটি ভলান্টিয়ার
সদস্য -মনিটরিং টিমের
পেশা-শিক্ষিকা +ব্যাবসায়ী
#Super_Soft_JOYPURI
Pure Cotton!