তুই যেহেতু আমার বন্ধু মানুষ এবং সেইসাথে গ্রুপে নতুন মেম্বার ও হাট থেকে কিনছিস, তাই তোকে 500 টাকা করে দিবো।
🌹🌹🌹বিসমিল্লাহির রহমানির রহিম🌹🌹🌹
💐 আসসালামু আলাইকুম,
প্রথমে শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের কাছে, যিনি আমাকে এই দুর্যোগের মাঝেও সুস্থ ও সবল রেখেছেন।
🍀🍀 কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আমাদের সবার প্রিয় শিক্ষক, মেন্টর জনাব #ইকবাল_বাহার_জাহিদ স্যারের প্রতি। যার অক্লান্ত পরিশ্রমে, আজ আমরা পেয়েছি আমাদের প্রিয় প্ল্যাটফর্ম। তিনি আমাদের শিখিয়েছেন, কিভাবে একজন ভালো মানুষ, ভালো উদ্যোক্তা হওয়া যায়।
🍁🍁আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, আমার কিছু সেলস টেকনিক........
🍀🍀 আমার বন্ধু, সে এখন দুইটি কোম্পানির মালিক। তার চেম্বারে বসে, দুই বন্ধু মিলে গল্প করছিলাম।
গল্পের এক পর্যায়ে তাকে বললাম, কিরে নতুন বছর তো শুরু হয়ে গেল তোর পরিবেশকদের এবছর কি গিফট করবি?
বন্ধু বলল, আমিও ওটাই চিন্তা করছি রে, কি দেওয়া যায়। ক্যালেন্ডার দিব, ঘড়ি দিব নাকি ডায়েরি দিবো,তবে দিবো একটা কিছু।
আমি তাকে বললাম আমার কাছে একটা চমৎকার আইডিয়া আছে তোর ভাল লাগলে নিতে পারিস।
সে বলল, ঠিক আছে বলতো দেখি তোর আইডিয়া টা কি?
আমি বললাম, দেখ তুই কি চাস না তোর নামটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক, সবার মুখে মুখে তোর নামটি আসুক, সবাই প্রতিদিন অন্তত একবার হলেও তোর নামটি, তোর কোম্পানির নামটি পড়ুক, ব্র্যান্ড ইমেজ বারুক। বন্ধু বলল একদম ঠিক। তাহলে কি করা যাবে?
🌿আমি বললাম এমন একটা কিছু দে, সেই জিনিসটা তাদের চোখের সামনে সবসময় পরবে, তাহলে তারা তোকে প্রতিদিন স্মরণ করবে। বন্ধু বলল কি দেওয়া যায়?
🌿আমি বললাম, তুই চাইলে পুথি দিয়ে টিস্যু বক্স বানিয়ে, তাতে তোর কোম্পানির লোগো এবং কোম্পানির নাম দিতে পারি। তখন সে বলল, এটি কিভাবে আমার কোম্পানিকে ব্রান্ডিং করবে? এবার সেটা বল।
আমি বললাম, বর্তমানে টিস্যু মোটামুটি সবাই ইউজ করে, সব সময় কাজে লাগে। এটি যখন তোর টেবিলের উপর রাখবি, প্রতিদিন যত কাস্টমার তোর কাছে আসবে, প্রত্যেকেই ওই টিস্যু বক্স থেকে টিস্যু নিবে এবং অবশ্যই লক্ষ্য করবে, টিস্যু বক্স টিতে তোর কোম্পানির নাম ও লোগো।
🍁🍁আকর্ষণীয় হওয়ায় সকলের কাছে ভালো লাগবে। তুই তোর সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিলারকে একটি করে টিস্যু বক্স গিফট করবি এবং বলে দিবি যে আপনারা আপনাদের টেবিলের উপরে টিস্যু বক্স টি রেখে দিবেন। তাতে যেটা হবে, তারা প্রতিদিন যখন সকালে দোকান খুলবে, সবার আগে চোখ যাবে টেবিলে রাখা, তোর দেয়া টিস্যু বক্সটির উপর । আর যখন ডিলারদের দোকানে অনেক কাস্টমার আসবে, তখন চোখ যাবে তোর কোম্পানির নাম ও লোগোর উপর।
🍀🍀 একবার হলেও তোর কোম্পানির নামটি তাদের চোখের সামনে ভাসবে। যার কারণে পরিবেশকরা কখনো তোর কাছ থেকে দূরে যেতে পারবে না। তোর কাছে কৃতজ্ঞ থাকবে।
🌻🌻 বন্ধু তখন আমার পরামর্শটি খুব আনন্দের সঙ্গে গ্রহণ করল এবং সঙ্গে সঙ্গে আমাকে ১০০ টিস্যুবক্সের অর্ডার করলো।
🌾🌾এবার শুরু হলো দর কষাকষির পালা, বন্ধু বলল তুই কিন্তু লাভ খেতে পারবিনা।
আমি বললাম ঠিক আছে, তাহলে আমার একটা
কন্ডিশন আছে।
বন্ধু বলল, বল তোর কন্ডিশনটা কি? আমি বললাম, #নিজের_বলার_মত_একটা_গল্প গ্রুপের আমি একজন উদ্যোক্তা। প্রতি মঙ্গলবারে সেখানে অনলাইন একটি হাট বসে, যদি তুই সেখান থেকে আমার প্রোডাক্টটি কিনিস তাহলে আমি তোকে ডিসকাউন্ট দিবো।
টিস্যু বক্স সাধারনত আমি 550 টাকা করে বিক্রি করি। তুই যেহেতু আমার বন্ধু মানুষ এবং সেইসাথে গ্রুপে নতুন মেম্বার ও হাট থেকে কিনছিস, তাই তোকে 500 টাকা করে দিবো। এখানে আমি তোর কাছে লাভ করছি না শুধুমাত্র প্রডাক্ট কস্টিং টাই নিচ্ছি। স্যার আমাদের গ্রুপের সদস্যদের শিখিয়েছেন, কিভাবে পণ্য নয় বিশ্বাস বিক্রি করা যায়।
🌿🌿এভাবে আমি আমার বন্ধুর কাছে আমার প্রোডাক্টটি বিক্রয় করলাম।
🍂 আর অন্যদিকে আমার আরেক বন্ধু আমাকে জিজ্ঞেস করল বন্ধু কি করছিস? এই করোনা কালীন সময়ে দিন দিন আয় রোজগার কমে যাচ্ছে, কি করা যায় বলতো?
আমি বললাম আমিতো এখন "#নিজের_বলার_মত_একটা গল্প গ্রুপে যুক্ত হয়ে, অনলাইন মার্কেটে হ্যান্ডিক্রাফট নিয়ে কাজ করছি। তবে চিন্তা ভাবনা আছে যদি আরো কিছু ফান্ড অরগানাইজ করতে পারি, তাহলে বুটিক নিয়ে কাজ করব।
🌿বন্ধু একটু ভেবে বললো, আমার কাছে উদ্বৃত্ত কিছু টাকা আছে, তুই চাইলে ব্যবহার করতে পারিস। আমি তোকে বুটিকের জন্য এটা দিচ্ছি। এটাও হল আমার একটি সেলস। এখানে সেল হলো আমার প্রতি বন্ধুর বিশ্বাস।
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৬৫
৩০-০৬-২০২০
🌾রুখসানা ফেরদৌসী
ব্যাচঃ৭ম
রেজিঃনংঃ১৭২৬৩
জেলাঃগাইবান্ধা
উদ্যোক্তাঃhttps://www.facebook.com/Ononna-1072314676126728/
রেফারেন্সঃ ইবনে সাইম রানা,Md. Movazul Hoque Movaz