বিদশে আসার কিছু দিন পর থেকেই বিদেশ আর ভালো লাগে না
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি। সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি মহান রাব্বুল আলামীনের উপরে যিনি আমাকে সৃষ্টি করেছেন❤ তারপর কৃতজ্ঞতা জানাচ্ছি সবার প্রিয় জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি যিনি এতো সুন্দর একটা প্লাটফর্ম তৈরি করে দিয়েছেন।
বিদশে আসার কিছু দিন পর থেকেই বিদেশ আর ভালো লাগে না। অনেক চঞ্চল একটা ছেলে যেনো হটাৎ করে স্তব্ধ হয়ে গেছি। কারো সাথে বেশি কথা বলতাম না, সারাক্ষণ চুপচাপ বসে থাকতাম আর ভাবতাম কোথায় এলাম।তার উপর যখন খুব ভোরে ঘুম থেকে উঠে অফিসে যেতে হতো বুক ফেটে কান্না আসতো।এভাবে চলতে থাকে প্রাবাস জীবন, যখন বস কোনো কাজের জন্য ফোর্স করতো মনে হত এখনি চাকরি ছেরে দেই। জীবনের ১৯ বছর বাবা, মায়ের একমাত্র সন্তান হওয়ার ফলে কখনো কোনো কাজেই করি নাই।তাই প্রথম প্রথম অফিসের কাজ শেষে বাসায় এসে আবার রান্না করা এবং নিজের কাপর নিজে ধোয়া এটা আমার কাছে একটা যুদ্ধের মত মনে হত।
মাঝে মাঝে ভাবতাম দেশে চলে যাবো কিছু একটা করে জীবন কাটিয়ে দিব, অন্তত আপন জনদের সাথে থাকবো। আবার ভাবতাম দেশে হাজারো উচ্চ শিক্ষিতদের কাজ নেই সেখানে আমি মাঝ পথে লেখা পড়া ছেরে আসা আমাকে দিয়ে কি হবে।
কিছুদিন কষ্ট করে কিছু টাকা জমা করে তার পর দেশে যাবো এবং বিজনেস করবো। এই চিন্তা ভাবনা থেকে প্রতিনিয়ত মটিভিশনাল ভিডিও দেখতাম। আর ভাবতাম এগোলো গল্পেই মানায় বাস্তবে সম্ভব নয়।
তখনি সামনে চলে আসে আলাদিন এর চেরাক,হ্যা আমি আমাদের পরস পাথর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার এর কথাই বলছি।
স্যার এর সন্ধান পাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার আর অন্য কোন মটিভিশনাল ভিডিও দেখার দরকার হয়নি। স্যার আমাদের উপহার দিয়েছেন এমন এক জাদুর ঝুরি যেখানে আপনি যা চান তাই পাবেন।
কি নেই এই জাদুর ঝুরি, নিজের বলার মত একটা গল্প গ্রুপ এ?
আপনি কোন বিজনেস করতে গিয়ে কোনো সমস্যায় পড়েছেন শুধু একটা স্ট্যাটাস দেওয়ার পর আপনি হাজার টা ভালো মানুষকে আপনার পাশে পাবেন। শুধু বিজনেসই নয় যেকোনো প্রয়োজনে বাংলাদেশের ৬৪ জেলা এবং বিশ্বের ৫০ টিরও বেশি দেশের সব ভালো মানুষদের আপনার পাশে পাবেন।একবার ভাবুনতো যে যুগে আমরা বিশ্বাস করি ভালো মানুষ পাওয়া যায় না, সেই যুগে আপনার পাশে হাজারো ভালো মানুষ। এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের সকলের প্রিয় মানুষ জনাব ইকবাল বাহার জাহিদ স্যার কারনে।
ছোট বেলা থেকেই আমার স্বপ্ন যে আমার একটা নিজস্ব কোম্পানি হবে, যেটাকে আমি এক সময় শ্রম দিয়ে গ্রুপ অপ কম্পানি করবো।
কিন্ত ভয় হতো এসবতো কেবল যারা আগে ধেকে প্রতিষ্ঠিত তারা করতে পারে, যাদের অনেক টাকা আছে শুধু তারাই হতে পারে কোম্পানির মালিক।
এখানে আমাদের পরশ পাথর যেন স্বপ্নের মত আমার জীবনে এসে আমার সব ভুল ভেঙ্গে দিলেন।
স্যার শিখিয়েছেন কিভাবে ফান্ড জমাতে হয়,কিভাবে ছোট থেকে শুরু করে একদিন আকাশ ছোয়ার গল্প বানানো যায়। প্রতিনিয়ত শিখছি কিভাবে অফিস চালাতে হয়। কিভাবে নিজের কম্পানির মালিক হয়ে, অন্যের জীবিকা নির্বাহ এর ব্যাবস্থ করা যায়। স্যার শিখিয়েছেন কিভাবে একজন পার্টনার নির্ধারণ করতে হয়। শিখিয়েছেন বিজনেস করতে দেশে যেতে হয় না, বিদেশে থেকেও দেশে বিজনেস পরিচালনা করা যায়।
স্যার এর শিক্ষায় অনুপ্রাণিত হয়ে বিদেশে থেকেই শুরু করে দিয়েছি আমার স্বপ্নের প্রতিষ্ঠান "#রংধনু"
এক সময় কি বিজনেস করবো এটা ঠিক করতে করতেই পিছিয়ে পরতাম কিন্ত এখন আমাদের পরশ পাথরের ছোয়ায় এমন হয়েছে যে আমি আর আমার পার্টনার Jahangir Alam ভাই একসাথে যখন কথা বলি, মূহুর্তের মধ্যেই যেন হাজারটা বিজনেস আইডিয়া চলে আসে। আমাদের পরস পাথের জাদুর ঝুরি যার আছে, মানে জিনি নিজের বলার মত গল্প গ্রুপ এর সদস্য, তার পিছনে ফিরে তাকাতে হবে না, তার জীবনে পরিবর্তন সে নিজেই লক্ষ করবে।
যে আমি একসময় একেবারে দেশে চলে যেতে মরিয়া হয়ে গিয়েছিলাম সেই আমি স্বপ্ন দেখি সৌদি আরব বসে বিশ্বের ৫০ টি দেশের সাথে বিজনেস করার, আর এটা সম্ভব হয়েছে, একমাত্র নিজের বলার মত একটা গল্প গ্রুপ এর জন্য।
ইনশাআল্লাহ পরস পাথর এর ছোয়া পেয়েছি, এখন শুধু নিজেকে পরিবর্তন করে
নিজের বলার মত একটা গল্প তৈরি করার অপেক্ষায় আছি।
খুব তারাতাড়ি নিজের একটা গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ।
পরিশেষে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের হাজারো তরুণ তরুণীর স্বপ্ন পুরন এর আলাদিন এর চেরাক, জনাব ইকবাল বাহার জাহিদ স্যার কে।
সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সকলেই আমার "#রংধনু" এর জন্য দোয়া করবেন।
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৬৬
১-০৭-২০২০
সাগর আহম্মেদ জীবন
৬ষ্ঠ ব্যাচ
রেজি ঃ ৪৫১৩
জেলা ঃ মানিকগঞ্জ
বর্তমান ঃ সৌদি আরব, মদিনা
রক্তের গ্রুপ ঃ ও পজিটিভ (o+)
ইমেইল ঃ sisagor856@gmail.com
https://www.facebook.com/rangdhono143/