হাজার বছর ধরে বহমান থাকবে এ সময় বদলে যাওয়ার ধারা।
#সময়_বদলায়
ছোট বেলার কথা একটু ভাবুন তো, কেমন ছিল দিনগুলো,কেমন ছিল আপনার দিনগুলো।
ভোরে ঘুম থেকে উঠে মক্তবে যাওয়া, কার আগে কে যাবে তার জন্য প্রতিযোগিতা এসব কি এখন চাইলে সম্ভব?!
কখোনই সম্ভন না কারন সময় বদলায়।
সারাদিন এদিন সেদিক ঘুরাঘুরি মায়ের বকা শুনা আব্বুর দোড়ানি খাওয়া ছিল নিত্য দিনের অংশ, কোন কারণে যদি স্কুল বন্ধ থাকতো সেই মহাখুশি কেউ থামাতে পারতো না।
চাইলেই এখন সেই সময় ফিরে পাওয়া সম্ভব?! কখনো না, কারন সময় বদলায়।
হারিকেন দিয়ে পড়ার স্মৃতি,বিদ্যুৎ চলে গেলে সেই মহাখুশি এখন চাইলেও ফিরে পাওয়া যায় না,কারন!
সময় বদলায়
দিন দিন এভাবে সব স্মৃতি হয়ে গেল আমাদের জীবন থেকে,১০টা বাজার আগে পড়ার টেবিলে যে ঘুমের জন্য কত বার পড়ে গেছি তার হিসেব নেই।
আর এখন ঘন্টার পর ঘন্টা মোবাইলে কাটিয়ে দিচ্ছি চাইলেই সেই সময় গুলোতে যাওয়া সম্ভব? কখোনই না
কারন সময় বদলায়!
হয়তো আমাদের সময়টা আমাদের জন্য ভাল ছিল,দিন দিন পৃথিবী উন্নত হচ্ছে,সাথে আমরা ও, কিন্তু স্মৃতি কখনো মুছে যাওয়ার নয় কিংবা ভুলে যাওয়ার নয়।
আগামী প্রজন্ম হয়তো নব্বই দশক এর কথা জানবে কিন্তু এই নব্বই মানে কি সেটা হয়তো তারা সহজে অনুধাবন করতে পারবে না।
কারন সময় অনেক বদলে গেছে
সময়ের সাথে তারা হারিয়ে যাবে নতুন সময়,নতুন যুগে।
সময় জীবনে অনেক কিছু যোগ করবে,অনেক কিছু আবার নিয়ে যাবে,হারিয়ে দিবে কোন এক হারানো রাজ্যে।
আপনার ছোট বেলার সেই প্রিয় বন্ধুটির সাথে হয়তো তেমন যোগাযোগ নেই,মাঝেমাঝে মেসেঞ্জার নামক বস্তুটি ধারা একটু হাই/হেলো এতটুকুই সিমাবদ্ধ।
কিন্তু ছোট বেলার সময়টা মনে করে দেখেন তো তার সাথে কত জায়গায় ছুটাছুটি,সে বন্ধুটি ছাড়া আপনি যেন কোথাও অচল হয়ে পড়তেন।
কিন্তু সময় সব বদলে দিলো,হারিয়ে দিল প্রিয় বন্ধুটিকেও
কারন সময় বদলায়!
এরকম ছোট এ জীবনে কত মানুষ আসবে যাবে, সময়ের পরিক্রমায় সবাই হারিয়ে যাবে, নয়তো সবাইকে সময় হারিয়ে দিবে,
আপনার চ্যাট লিস্টের প্রথমে থাকা প্রিয় মানুষ/প্রিয় বন্ধু টি একদিনে সময়ের স্রোতে জোয়ারের সাথে মিলিয়ে যাবে,হয়তো এ ফলাফলটি আপনি এখনি, এ সময় পেয়ে যাবেন,
কারন সময় বদলায়!
রেস্টুরেন্টর আড্ডা,তার প্রতি কেয়ার ভালবাসা সময়ের সাথে হারিয়ে যাবে।
জীবন বোধহয় অনেক ছোট, কিন্তু এ ছোট জীবনে চাইলে অনেক কিছু যোগ করা যায়,হয়তো সব মানুষ সব কিছুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে না।
কিন্তু ভাল কাজ করলে তো মনের একটা প্রশান্তি পাওয়া যায়,হয়তো সে জন্য আমরা মানুষকে ভালবাসি মানুষের উপকার করি।
আস্তে আস্তে আমরা আমাদের গন্ত্যব্যের দিকে পা বাড়াবো,সময় বদলাবে মানুষ বদলাবে, আমরা আমাদের সঠিক স্থান থেকে চিরন্তন গন্তব্যে হারিয়ে যাবো,কোন এক অজানা দিনে
মুছে যাবে বহুকালের স্মৃতি, একবুক সপ্নের আশা।
কারন সময় বদলায় আর আমারাও
হাজার বছর ধরে বহমান থাকবে এ সময় বদলে যাওয়ার ধারা।
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৭০
০৫-০৭-২০২০
ধন্যবাদ সবাইকে
নাসির উদ্দিন তিতুমীর
ষষ্ঠ ব্যাচ
রেজি নং-৯৭
জেলা-ফেনী
গুলশান জোন এএম্বাসেডর