স্বপ্ন দেখে বসে থাকিনি নিদিষ্ট বিষয়ে জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করে অাসছি যাতে করে সাহস তৈরি হয়। অালহামদুলিল্লাহ অাপনাদের অকৃত্রিম ভালোবাসা
"প্রিয় নিজের বলার মত একটা গল্প গ্রুপের সদস্যবৃন্দ"
অাসসালামু-অালাইকুম,
সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। যিনি আমাদের সুস্থ রেখেছেন।
❤❤❤কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি যিনি অামাদের কে স্বপ্ন দেখান এবং স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এত সুন্দর একটি প্লাটফর্ম তৈরি করে দিয়েছেন। অামি তার দীর্ঘ নেক হায়াত ও সুস্বাস্থ্য কামনা করি।
💖💖💖দোয়া ও ভালোবাসা রইলো গ্রুপের সকল ভাই বোনদের প্রতি।
🌹🌹🌹প্রিয় ইকবাল বাহার স্যারের ছোঁয়ায় এবং অাপনাদের অকৃত্রিম ভালোবাসায় এই গ্রুপের মাধ্যমে কীভাবে অামার জীবনটা বদলে গেলো সেই বাস্তব গল্প-টাই অাজ অাপনাদের সাথে শেয়ার করবো।
অামি অাশা করছি একটু কষ্ট করে হলেও অাপনারা এই সত্যিকারের গল্পটি একবার পড়বেন। এবং এর থেকে বিন্দু পরিমাণও কেউ যদি উপকৃত হন, সেটাই হবে এই লেখার পিছনে অামার সার্থকতা।
🌷🌷🌷জীবনের একটা টার্নিং পয়েন্ট প্রিয় গ্রুপের সন্ধান পাওয়াঃ
ভালো মানুষদের এই প্লাটফর্মে অামি সেই চতুর্থ(৪র্থ) ব্যাচ থেকে যুক্ত রয়েছি। যদিও অামাকে কেউ এই গ্রুপে এড করেনি বা ইনবাইট পাঠায়নি। ইউটিউবে ইকবাল বাহার স্যারের কোন এক সেমিনারের বক্তৃতাটা অামার কাছে খুব ভালো লেগে যায়। উনি সেই সেমিনারে তখন " Thinking Out Side The Box" নামে একটা বক্তব্য দিয়েছিলেন এবং সেখানে তিনি তার উদ্যেক্তা তৈরির কর্মশালার দাওয়াত দিয়েছিলেন। সেই থেকে পথ চলা শুরু,,সেই থেকে ভালো লাগা শুরু।
অামি অামার মাঝে অাজ বদলে যাওয়ার বা নিজেকে পরিবর্তন করার যে পার্টগুলো শেয়ার করবো অাপনাদের সাথে শুধুমাত্র তাহা সম্ভব হয়েছে স্যারের এই প্রিয় গ্রুপের অসাধারণ কর্মশালায় যুক্ত হয়ে। অাজ এত পরিবর্তন শুধু স্যারের জন্য। অামি জানি,,স্যার কে ধন্যবাদ জানিয়ে বা অন্য কিছু করেও স্যারের ঋণ পরিশোধ করতে পারবো না। স্যার অাপনার কাছে অামি চির কৃতজ্ঞ থাকবো। স্যার বলেছিলেন যে, প্রতিটা মানুষের জীবনে একটা টার্নিং পয়েন্ট থাকে। অার অামার থেকে পরিষ্কারভাবে মনে হচ্ছে যে, এই গ্রুপের সন্ধান পাওয়াটাই অামার জীবনের একটা টার্নিং পয়েন্ট।
🌴🌴🌴সামাজিক কাজ ও ভলান্টিয়ারিংঃ
মানুষ সামাজিক জীব,,তাই অামাদের কে সমাজবদ্ধ বা দলবদ্ধ হয়েই বসবাস করতে হয়। কিন্তু অামাদের বেশির ভাগ মানুষই এই সমাজের জন্য কোন অবদান রাখতে পারিনা। স্যারের ৯০ দিনের সেশনে অামি প্র্যাকটিক্যালি শিখেছি কিভাবে সামাজিক দায়বদ্ধতা থেকে সামাজিক কাজ ও ভলান্টিয়ারিং করতে হয়।
অামি অামার এলাকায় তরুনদের নিয়ে "#এসো_অসহায়_মানুষের_পাশে_দাঁড়াই" নামে একটা গ্রুপ সৃষ্টি করেছি। এবং অালহামদুলিল্লাহ এই পর্যন্ত অামরা বেশ সংখ্যক গরীব ও অসহায় মানুষজন কে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এবং কয়েকজন মুমূর্ষু রোগি কে অার্থিকও মানসিক ভাবে যথেষ্ট হেল্প করার চেষ্টা করেছি।
অার অামি এই শিক্ষাটা পেয়েছি ইকবাল বাহার স্যারের কাছ থেকে। তাই সামনের দিনগুলোতেও অামি অামার সামাজিক কাজ ও ভলান্টিয়ারিং করে যাবো।
🌱🌱🌱নিজেকে সময় দেওয়াঃ
একটা সময় ছিলো যখন বন্ধুদের সাথে অযথা অাড্ডা দিয়ে অনেক সময় নষ্ট করতাম। অপ্রয়োজনীয়ভাবে ফেসবুকিং করে ঘণ্টার পর ঘন্টা সময় নষ্ট করতাম। কিন্তু কখনো নিজেকে সময় দেওয়ার সময় হয়নি।
তবে বর্তমানে অামি প্রতিদিন নিজেকে সময় দিই। নিজের অাত্ম-সমালোচনা গুলো প্রতিদিন করি। চিন্তা করি গতকালকের দিনটি থেকে অাজকের দিনটি কিভাবে অারো বেশি ইফেক্টিভ করা যায়। কেননা, স্যারের এই বাণীটির সাথে এখন অামি সম্পূর্ণ একমত যে,,
"সময় নষ্ট করা যাবে না, কারন সময় একদিন অার অামাকে সময় দিবে না"।
🍀🍀🍀পজিটিভিটির চর্চাঃ
একটা সময় অামি খুব হতাশ হয়ে যেতাম বারংবার। মনে ভিতরে প্রায়ই বাসা বাঁধতো হাজারো নেগেটিভিটির ছায়া।
" নেগেটিভ শুধু নেগেটিভের জন্ম দেয়! অামি যত নেগেটিভ ভাববো ততবেশি নেগেটিভ জিনিস অামার সামনে এসে দাঁড়াবে বারবার"!
—এই শিক্ষাটা যখন অামি স্যারের কাছ থেকে পেলাম তখন থেকেই অামার পজিটিভিটির চর্চা শুরু।
এই পজিটিভ থিকিং একদিনে তৈরি হয়নি অামার, দীর্ঘদিন চেষ্টা-সাধনা করার পরই তৈরি হয়েছে। কেননা পজিটিভ থিংকিং একটা চর্চার বিষয়।
অার এখন অামি স্যারের এই উক্তিটি মনে প্রাণে বিশ্বাস করি এবং লালন করি যে,," জীবনে বড়, সফল ও সুখী হবার জন্য পজিটিভিটির কোন বিকল্প নেই"।
🌺🌺🌺নেটওয়ার্কিংঃ
অাজকে অালহামদুলিল্লাহ অামার অনেকের সাথেই পরিচয় অাছে শুধুমাত্র এই গ্রুপের মাধ্যমে। এমন অনেক ভাইয়া/অাপুরা অাছে যাদের সাথে যোগাযোগ না করে একটা দিনও পার করা যায় না। এমন কিছু উদ্যেক্তা,ব্যবসায়ী, ভালো মানুষের সাথে পরিচয় হয়েছে যা অামাকে অামার অাগামী দিনের উদ্যেক্তা ও ব্যবসায়ী হওয়ার পথটাকে অারো সুগম করে দিয়েছে। এ জন্য সবার প্রতি অামি কৃতজ্ঞ!
নেটওয়ার্কিং হয়েছি,,বর্তমানেও করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ সামনেও করে যাবো। কেননা অাজ অামি বিশ্বাস করি, এই নেটওয়ার্কিং এর মাধ্যমে অামি অামার সর্বক্ষেত্রে এগিয়ে যাওয়ার সেই প্রত্যয় রাখি।
🌹🌹🌹মা-বাবার দোয়া অার ভালোবাসাঃ
অামার বাবা একজন প্রবাসী। গত ২৫ বছরেরও বেশি সময় ধরে তিনি প্রবাসে থেকে অাসছেন শুধুমাত্র অামাদের ভাই-বোনদের একটু সুখে রাখার জন্য, একটু ভালো রাখার জন্য। অামি জানি তিনি তা শতভাগ করেছেন।
কেননা অাজ পর্যন্ত তিনি অামাদের অখুশি রাখেনি। যখন যা চেয়েছি নিজে কষ্ট করে হলেও হাসিমুখে অামাদের অাবদার পূরণ করেছে। অামি অামার বাবা-মায়ের কাছে চির কৃতজ্ঞই থেকে গেলাম।
"অামার জীবনে যদি কোন ভাগ্য, চমক, মিরাকল ঘটে থাকে, তা ঘটেছে শুধুমাত্র মা-বাবার দোয়া অার ভালোবাসার কারণে"!
স্যারের এই শিক্ষাটিকে অামি অাজীবনের শিক্ষা হিসেবে নিয়েছি।
মা-বাবার মুখের হাসিই মানুষের জীবনে একমাত্র চমক হতে পারে। দোয়া করবেন অামার মা-বাবার জন্য।
কারণ স্যার বলেছেন " যাদের মা-বাবা এখনো জীবিত তারাই প্রকৃত ভাগ্যবান"!
☀☀☀অামার কাছে সফলতার মানেঃ
অাগে ভাবতাম সেই সফল মানুষ যার যত বেশি টাকা অাছে,,সম্পদ অাছে।
সেই সুখি যার অর্থ-কড়ি, টাকা-পয়সা অনেক বেশি কিন্তু এখন স্যারের শিক্ষা পেয়ে অামি বুঝতে পেরেছি প্রকৃত অর্থে এসব কোনটিই চূড়ান্ত সফলতা নয়।
কেননা অামি বাস্তবিক শিক্ষা পেয়ে বুঝতে শিখেছি যে, সমাজে অনেক টাকা-পয়সা ওয়ালারা রয়েছেন কিন্তু তারা অনেকেই অন্যের উপকারে কিছু করেননি বা করার সুযোগ হয়নি। তাই এটাকে সফলতা বলা যায় না।
জীবনে সবচেয়ে বড় সফলতা হলো খুশি থাকা। অার খুশি থাকাটা তৈরি হয় অন্যের উপকার সাধনের মাধ্যমে।
অামার কাছে সফলতার মানে অাত্মার প্রশান্তি,,সুশিক্ষা,,সুস্বাস্থ্য,, অার হালাল উপায়ে অর্জিত সম্পদ।
✨✨✨যেভাবে ব্যবসায়িক মূলধন বা ফান্ড জোগাড় করেছিঃ
স্যারের লেসন গুলোতে একটা লেসন ছিলো পার্ট টাইম হিসেবে কোন কাজ বা চাকুরি করা।
তার মধ্যে একটা ছিলো টিউশনি করানো।
যেহেতু অামি স্টুডেন্ট তাই গত ২টি বছর অামি পার্ট টাইম বাবাদ ৪-৫ ঘন্টা টিউশনি করিয়ে একটা ভালো ফান্ড জোগাড় করেছি। এর থেকে কিছু অর্থ অামি ফ্যামিলিকে সাপোর্ট দিয়েছি। বিশ্বাস করুন অামি অনেক অানন্দিত যে, অামি গত দু-বছর থেকে কিছু না কিছু সাপোর্ট অামার ফ্যামিলিকে দিতে পেরেছি বিধায়।
যাইহোক বাকি কিছু ফান্ড এখন অামার কাছে অাছে যা দিয়ে অামি অামার স্বপ্নের-ভালোলাগার এবং ভালোবাসার কাজ শুরু করতে পারবো। অার এর সবকিছুই প্রাপ্তি স্যারের শিখানো শিক্ষা থেকে।
🎇🎇🎇যেভাবে খুঁজে পেয়েছি অামার বিজনেস অাইডিয়াঃ
ছোট বেলা থেকেই উদ্যেক্তা হওয়ার মনোভাব অামার মাঝে কাজ করতো। যদিও এখনো অব্দি উদ্যেক্তা হয়ে উঠতে পারিনি। তবে অামি কিছু ভালো অাইডিয়া পেয়েছি।
যে অাইডিয়া গুলো নিয়ে খুব শিগ্রই অামি কাজ শুরু করবো অাপনাদের দোয়া অার ভালোবাসা সাথে নিয়ে।
অামি একজন প্রকৃতি প্রেমিক। তাই ভালোবাসাটাও সে দিকে। দ্যাট মিনস, অামি বুঝাতে চাচ্ছি অামি ইন ফিউচারে এগ্রো সেক্টরে কাজ করবো সাথে অন্যান্য বিষয় গুলো এড করবো ধীরে ধীরে।
ভালো লাগা, ভালোবাসার যায়গা থেকেই বিজনেস অাইডিয়া খুঁজে পাওয়া।
🌴🌴🌴স্বপ্ন দেখা, সাহস করা, শুরু করা, এবং লেগে থাকাঃ
স্যারের এই প্রিয় স্লোগান টিকে বুকে ধারণ করে অামি অামার স্বপ্ন দেখা শুরু করেছি। স্বপ্ন দেখে বসে থাকিনি নিদিষ্ট বিষয়ে জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করে অাসছি যাতে করে সাহস তৈরি হয়।
অালহামদুলিল্লাহ অাপনাদের অকৃত্রিম ভালোবাসা অার স্যারের অনুপ্রেরণায় অামি অামার মনে অনেক সাহস জুগিয়েছি। শুধু স্বল্প কিছু সময়ের অপেক্ষা শুরু করার। ভালোবাসার ডিপার্টমেন্ট এগ্রো। তাই খুব শিগ্রই এই সেক্টরে কাজ অামি শুরু করতে যাচ্ছি। অার শুরু করার পর লেগে থাকতে হবে কিভাবে তার শিক্ষাটাও অামি পেয়েছি স্যারের কাছ থেকে। কারণ, অামি বিশ্বাস করি প্রিয় স্যার অামাকে সে শিক্ষা দিতে সক্ষম হয়েছে।
🌸🌸🌸ভালো মানুষের গ্রুপটা সম্পর্কে নতুনদের কৌতুহলঃ
গত কিছু দিন অাগে অামার দুই বন্ধু কোরিয়া ও সৌদি অারব থেকে অামাকে কল দিয়ে এই গ্রুপ সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছিল। অামি তাদেরকে অামাদের স্যারের নির্দেশনা বা কার্যক্রম সম্পর্কে বলি।
তারা খুবই অানন্দিত হয়েছে এবং গ্রুপে জয়েন করেছে।
তারাও ভালো মানুষ হতে চায়। বদলাতে চায় নিজেকে,,বদলাতে চায় সমাজটাকে।
এছাড়াও অারো অনেক মানুষকে গ্রুপে এড করিয়ে পুরোপুরি ভালো মানুষ ও অন্যান্য সুযোগ-সুবিধা গুলো পাওয়ার ব্যবস্থা করে দিয়েছি।
স্যার অাপনার জন্যই অাজ এত পরিবর্তন, এত এত ভালো মানুষের সমাগম। অাপনার কাছে চির ঋণী স্যার।
💐💐💐জীবনের সবচেয়ে বড় অর্জন একজন ভালো মানুষ হওয়াঃ
অামি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে, ভালো মানুষের অনুপ্রেরণায়, নির্দেশনায়, ভালো মানুষদের সাথে থেকে অামি নিজেও একজন ভালো মানুষ হতে পেরেছি।
অামার অাশে-পাশের মানুষ গুলো জানে অামি কাউকে ঠকাতে পারিনা। অাপনারা বলুন এর চেয়ে বড় সফলতা অার কি হতে পারে???
অামি ব্যক্তিগতভাবে জীবনে অনেক ঠকলেও কাউকে কখনো ঠকায়নি। কারণ অামি জানি, ভালো মানুষ কখনো কাউকে ঠকাতে পারেনা।
স্যার বলেছিলেন👉👉👉👉 "যে জিতবে সে বার বার পরবে, অাবার উঠে দাঁড়াবে, কিন্তু হাল ছাড়বে না"!
🌷🌷🌷অাপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক সময় নিয়ে কষ্ট করে এই লেখাটি পড়ার জন্য। দীর্ঘ নেক হায়াত ও সুস্বাস্থ্য কামনা করি প্রিয় ইকবাল বাহার স্যার ও তার পরিবারের প্রতিটি সদস্যের প্রতি।
অনেক ভালো থাকবেন,
প্রিয়জন দের ভালো রাখবেন!
অাল্লাহ হাফেজ।
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৭১
০৬-০৭-২০২০
👦নামঃ মেহেদী হাছান রাফি
👮সদস্য
👬ব্যাচঃ ৪র্থ
📝রেজিষ্ট্রেশন নঃ ৬৬০৭
🇧🇩জেলাঃ নোয়াখালী
☎ ০১৮৭৯২২৫৫৬৫