দুই_হাটবারে #প্রায়_৭০লক্ষ_টাকার_সেল_হলো
#দুই_হাটবারে #প্রায়_৭০লক্ষ_টাকার_সেল_হলো !!!💐💐😍🥰🥰🥰
#সবার প্রতিক্ষার উৎসবমুখোর দিনটি দেখতে দেখতে আমাদের মাঝে চলে এসেছে প্রায়,,, ঘন্টার অপেক্ষা মাত্র।।।
#চলুন_সবাই_শৈশবে_ফিরে_যাই😍😍😍😍
🍭ছোটবেলায় প্রায় সবাই হাটে যাই বা গিয়েছি,,,
বাবা,চাচা,মামা,নানা,দাদারা যখন বাজারে যেতে বের হতেন সেকি কান্না শুর করে দিতাম যাব বলে,,,।।মনে কি যে আনন্দ হতো হাটে নিয়ে যাওয়ার জন্য রাজি হলে,,কত রকমের জিনিস উঠত হাটে দেখে তো আনন্দে আত্নহারা হয়ে যেতাম,,, সব কিছু কিনে দেখ বা না দেখ,,দেখেই তৃপ্তি পেতাম আমরা সবাই,,,
কিন্তু সময়ের ব্যবধানে হারিয়ে যাচ্ছে সেই আনন্দে সময়,,,,
#একটু গল্প :আমি যখন ক্লাস টুতে পড়ি আমি আমার বড় ভাইয়ার সাথে হাটে গিয়েছি,,হাটে গিয়ে বাজার শেষ করে আমাকে চানাচুর এক প্যাকেট কিনে দিলেন আমি কি খুশি,,,আমাদের বাড়ি থেকে ৫ মিনিটের দূরত্ব একটা পুল আছে,,,আমি কান্না করে ৫ কেজি চালের ব্যাগটা মাথায় নিয়েছি,,নিয়ে খুশি মনে বাড়ির দিকে যাচ্ছি,,ভাইয়া সামনে আছেন আমার,,চালের ব্যাগের মুখ খুলে চাল পরছে তো পড়ছে,,, বুঝি নি,,ব্যাগ যখন খালি হয়ে চোখ ঢেকে গেছে সেকি কান্না,,তখন ভয় পেয়েছি,,কিন্তু এখন সেই স্মৃতিগুলো মনে পড়লে একা একা বা পরিবারের সবাইকে মনে করিয়ে দেই আর হাসি।।🥰🥰🥰
#কিন্তু এখন আবার সেই শৈশবে ফিরে যাওয়ার সু্যোগ করে দিয়েছেন প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার।।🥰🥰🥰
সারাদিন আমরা আমাদের হাটে বিভিন্ন ভাই-বোনদের সেল পোস্ট দেখি তাদের পণ্যের পরিচিত জানি,দাম জানি,,, খুব খুশি লাগে ঘরে বসে এই আনন্দ দেবার মজাই আলাদা,,পছন্দও পণ্য কিনি,সবাইকে শুভকামনা জানাই।।😍🥰🥰ঈদ ঈদ আমেজ
#হাটে গিয়ে কেনাকাটা করার আনন্দ আপনি বা আমি ঘরে বসে নিতে পারছি,,
#অনলাইন হাটে কেনা কাটার ফলে সবচেয়ে ভালো মানের পণ্যে ঘরে বসে পেয়ে যাচ্ছেন।।কোন প্রকার কষ্ট বা ঝামেলা ছাড়া,, চাল,ডাল থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় সকল প্রকার পণ্য পাচ্ছেন আমাদের এই হাটে,,দীর্ঘমেয়াদি পণ্যও কিনতে পারেন আমাদের নিজের বলার মত একটা গল্প প্লাটফর্মের অনলাইন হাট থেকে।।
#কেন_আমাদের_হাট_থেকে_পণ্য_কিনবেন??
👉সকাল ৯টা-রাত৯টা মাত্র ১২ঘন্টায় এত সেল আর কোথাও হনি,,,এত সেল হওয়ার কারণ আমাদের প্লাটফর্মের সবাই ভালো মানুষ,, প্রতারিত হবেন না তাই কিনবেন।
👉ভালো মানের পণ্য নিশ্চিত ভাবে ক্রয় করতে পারেব আমাদের প্লাটফর্ম থেকে।
👉পণ্যের সকল বিবরণ আপনাদের সবার সামনে তুলে ধরা হয়,,,উৎকৃষ্ট মানের পণ্য পাচ্ছেন কম দামে।
👉আমাদের প্লাটফর্মের লক্ষ্য ক্রেতা সন্তুষ্টি করে সেল বৃদ্ধি।
👉আমাদের অনলাইন হাটের জন্য আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার স্যার হাট মনিটরিং টিম গঠন করেছেন।
👉আমাদের হাটের সবচেয়ে বড় সেল উদাহরণ হচ্ছে ১৮৪০০০০ টাকার একটি গাড়ি সেল।।।কত বিশ্বাস যোগ্য আমাদের এই অনলাইন হাট আপনি নিজেই ভেবে দেখুন।
#এই করোনা পরিস্থিতেও আমরা আমাদের পছন্দও পণ্যটি পাচ্ছি সহজে।।
#বিক্রেতারা_এই_প্লাটফর্মকে_কেন_আপনার_পণ্য_সেলের_আদর্শ_স্থান_মনে_করবেন-!!!!??
👉একজন আদর্শ ব্যক্তিত্বের তিল তিল করে গড়ে তোলা এই প্লাটফর্ম,, সুনামে ভরপুর।
👉১২৫০০০ হাজার রেডিমেট ক্রেরা পাচ্ছেন।
👉কোন প্রকার ব্যয় ছাড়া আপনি আপনার স্টল আমাদের প্লাটফর্মে দিতে পারেন।
👉নিজেকে ও নিজের প্রোডাক্টসের ব্র্যান্ডিং করা সহজ হবে।।
👉চিরকাল ক্রেতা ধরে রাখার জন্য ভালো মানের পণ্য সেল করে ক্রেতা সন্তুষ্টি বিধানের সুযোগ পাচ্ছেন।
👉নেটওয়ার্কিং বৃদ্ধি করতে পারবেন।
👉এই প্লাটফর্ম আপনাকে আমাকে একজন সফল উদ্যোক্তা বা ব্যবসায়ী করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে।
👉সকল প্রকার বিক্রেতার স্থান আমাদের অনলাইন হাটে।
🌾🌾সবার প্রয়োজনে ও সেল বৃদ্ধির লক্ষ্যে আমাদের প্রিয় স্যার ১৭ ও ১৮ তারিখ হাট বসাবেন,,, চলবে ঈদের জমজমাট বেচাকেনা🥰🥰🥰
##চলুন সবাই মিলে আমাদের হাটা বারের আনন্দ উপভোগ করি,,নিজের পছন্দ পণ্যটি ক্রয় করি।।
#প্লাটফর্মের সেলকে ১ কোটিতে নিয়ে যাই,,স্যারের টার্গেট পুরণে আপ্রান চেষ্টা করব।
ভালো থাকুন সুস্থ থাকুন সবাই।
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৭১
০৬-০৭-২০২০
নাম:মোছাঃলিমা আক্তার
জেলা:কুমিল্লা
বর্তমান অবস্থান:ঢাকা
ব্যাচ:৯ম
রেজিষ্ট্রেশন নং :১০৮২২