আমার ছেলের আর আমার বাবা কৃষিপ্রেমী তাই এদের জন্য ও আনতে
♥গল্পে গল্পে সেল পোস্ট ♥
আসসালামু আলাইকুম 👬ভাইয়া এবং আপুরা👯 কেমন আছেন সবাই?
#আজ হাটবার ঃ নিজের বলার মতো গল্পের প্লাটফর্ম এর অনলাইন হাটবার আজ। #ইকবাল বাহার স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাদের জন্য এত ভালো একটা প্লাটফর্ম উপহার দেয়ার জন্য। 🏟🏟
#মহান আল্লাহ তালার কাছে লাখকোটি শুকরিয়া যে আজও সুস্থ আছি। ভালো আছি এবং হাটে আসার সুযোগ করে দিয়েছেন।
#দেরি ঃআমার দেরি হল কেন জানেন? আসার সময় ঘরের সদস্যরা সব গাল ফুলিয়ে 🤷♀🤦♀ বসে ছিল। সবাই আমার সাথে আসবে। কি আর করা, তরিঘড়ি করে সবাইকে নিয়ে আসতে গিয়ে দেরি।
#তালা ঃআমার দোকান খুলব দেখি বৃষ্টিতে তালাতে পানি সমস্যা হয়েছে। খুলতেই পারছিনা, অনেক কষ্ট করে #কেশ💃 বাহারিকে (নারিকেল তেল) পাঠিয়ে দিয়ে লোক এনে ঠিক করলাম। আচ্ছা আমার কি খুব বেশি দেরি হল? আচ্ছা কারও কাছে তালা চাবি থাকলে বলতে পারেন।
🏘#সব দোকান ঃ🏠আজ ঘুম থেকে উঠে তারাহুরো করে সব কাজ শেষ করলাম। যাতে আমার দোকান সহ সব দোকানে সময় দিতে পারি। এবং প্রয়োজনীয় জিনিস কিনতে পারি।
#Protul Pathak দাদা ঃহাটে এসেই দেখি কুঠির হাটের প্রতুল দাদার শেরপুরের তুলসি মালা চাল যা আমার ঘরে লাগবে। আমি দাঁড়িয়ে ছিলাম তা দাদা চা☕ খাওয়ালো। যা কাস্টমার খাতির খুব ভালো লাগলো।
#প্রস্তুতি ঃআমার সাথে যারা এলেন তারা দোকানে গিয়ে বসল, আমি তাদের একটু ভালো ভাবে বসিয়ে তারপর দোকান মুছে নিলাম।
এবার চা☕☕ বসিয়ে দিলাম। যারা আসবেন কিনলেও খাওয়াবো না কিনলেও খাওয়াবো।
🤦♀#মন খারাপ! এবার দেখি আমার ছানাপোনা রা খুব মন খারাপ করছে যে,আঙ্কেল বা আন্টিরা একটু কথা ও বললনা। আমি তাদের বুঝিয়ে বললাম তোমরা তো এর আগে আসোনি তাই। আমি একা একা এসেছি তাই তোমাদের কেউ চিনেনা।
#পরিচয়পর্ব কাদের আনলামঃ
#মধুরানী ঃ তিনি প্রকৃতি কণ্যা সুন্দরবনের রানী । যা মৌয়ালদের সাহায্যে আমার কাছে। একদম ১০০%খাঁটি রিফাইন মধু। তার তুলনা তিনি নিজেই। কোন হাত বদল না করে আমাদের নিজস্ব মৌয়ালদের কাছ থেকে আনা। যা বিশুদ্ধতায় সেরা।
#তেল বাহারি ঃ 🏝 সরিষার তেল🍶, তিনি এসেছে একদম মাঠ থেকে। তাকে অতি যত্ন করে ধুয়ে, রোদে শুকিয়ে, ঘানিতে ভাঙানো। তার প্রতি ভালবাসা টা অনেক কারন তিনি প্রতিদিন আমার ঘরের সদস্যদের স্বাস্থ্যের খেয়াল রাখেন। এজন্য তার প্রতি কৃতজ্ঞ।
#কেশ বাহারি ঃ নারিকেল তেল🌴🌴 তাকে বললাম তুমি ছোট তাই তুমি আজ চুপ করে থাকবে। তোমাকে আমি সপ্তাহ পরে তোমার কথা বলব। সে কিন্তু অনেক লক্ষী আমার চুলের অনেক যত্ন নেন।
#হলুদে বিবিঃ আপনারা কি জানেন তিনি কোথাকার? জি বলছি আমার হলুদে বিবি খাগড়াছড়ির তাই তিনি সবার থেকে আলাদা। তার আবার রুপের বাহার আছে। একটুতেই হলুদ হয়। ঘ্রাণটাও ভালো। শরীরের জন্য উপকারি।
আরও আছে তার কথা কি বলব
#চারা গাছ ঃ🌵🌴🌲🌲আমার ছেলের আর আমার বাবা কৃষিপ্রেমী তাই এদের জন্য ও আনতে হয় চারা গাছ। বেঁচে থাকতে গেলে আমাদের অক্সিজেন প্রয়োজন। আর সৌন্দর্য তো আছেই। সবজি ও আছে। আর গুন গুলো পরে বলি। 🌲🌲
#দুপুর গড়িয়ে এল একটু ভাত🍛🍛🍛 খেয়ে আসি।
#ছানাপোনা ঃযারা যারা আসলেন হাটে, একবার আমার অতি যত্নের সব ছানাপোনা গুলো দেখে যান।
ধন্যবাদ ভাইয়া এবংআপুদের।আমার জন্য দোয়া করবেন। হাট থেকে যেন কিছু সেবা দিয়ে যেতে পারি।
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৭২
০৭-০৭-২০২০
নামঃমুক্তা ইসলাম
ব্যাচ ঃ ৭ম
রেজিষ্ট্রেশন ঃ২০৯২৮
ব্লাড-গ্রুপ ঃ বি পজেটিভ
খুলনা।
উদ্যোক্তার সাথে সাথে ভালো মানের পণ্য দিয়ে সেবা করতে চাই।