আমি আমার আব্বুর সাথে হাসপাতালে অবস্থান কালে নিজের অনুভূতি ও কৃতজ্ঞতা প্রকাশ করা থেকে নিজেকে বিরত রাখতে পারছি না প্রিয় স্যার ও প্রিয় প্ল্যাটফর্মের প্রতি।।
আসসালামু আলাইকুম। ।
আমি আফসানা আসফিয়া হক,প্রিয় নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্মের একজন স্বেচ্ছাসেবক, বারিধারা ডিওএইচএস,ঢাকা, গুলশান জোনে আমার অবস্থান। প্লাটফর্ম ও স্যারের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করতে আজ আপনাদের সম্মূখে হাসপাতাল থেকে উপস্থিত হয়েছি -
গত ৫ই জুন ২০২০ গুলশান জোন এর ৬টি প্রতিষ্ঠান এর উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে আমার অনুভূতি ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।।
প্রিয় প্ল্যাটফর্ম আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে। আমার প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের হাতে আমার প্রতিষ্ঠান Migatona.food সহ গুলশান জোন এর ৬ টি উদ্যোক্তা প্রতিষ্ঠান এর শুভ উদ্বোধন হয়েছে ৫ ই জুলাই। এই দিন টি আমাদের জীবনের একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। আমি কখনও কল্পনাও করতে পারি নাই যে, প্রিয় স্যার আপনি নিজে আমার প্রতিষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করবেন। প্রিয় প্ল্যাটফর্ম আমার সেই না দেখা কল্পনা কে বাস্তবে পরিণত করেছে। ।
সেদিন যে ৬ টি প্রতিষ্ঠানের উদ্বোধনী হয় সেই প্রতিষ্ঠানগুলি -
Orfe Fashion - Abdul Karim Nizam
Dishas bekary - Disha Mahmood
Migatona.Food - Afsana Ashfia Hoque
Organic Bengal - Sharif Bin Ahmed
Haat Baar - Farid Masud
magamart-bd - Sonia Akter
আমি আমার আব্বুর সাথে হাসপাতালে অবস্থান কালে নিজের অনুভূতি ও কৃতজ্ঞতা প্রকাশ করা থেকে নিজেকে বিরত রাখতে পারছি না প্রিয় স্যার ও প্রিয় প্ল্যাটফর্মের প্রতি।।
সেই সাথে আমার প্রিয় প্লাটফর্ম এর প্রিয় দায়িত্বশীল ভাই ও বোনদের উপস্থিতি আমাকে আরও আবেগ আপ্লুত করেছে।যারা নিমন্ত্রণ পেয়েছেন কোন দ্বিধা ছাড়াই অংশ নিয়েছিলেন তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। ।
আমি স্যারের কথা মত নিয়ম করে প্রতিদিন মিনিমাম ৪-৫ ঘণ্টা সময় গ্রুপে দিই, দৈনিক পোস্ট করার চেষ্টা করি ৩-৪ টা, সবার পোস্টে কমেন্ট করার চেষ্টা করি,এবং কথা বলার জড়তা কাটানোর ভিডিও করি নিয়মিত প্রিয় স্যারের দিক নির্দেশনা মেনে। গত ৫ ই জুলাই থেকে হাসপাতালে আছি, তারপর ও নিজের বলার মত একটা গল্প প্ল্যাটফর্মে যুক্ত থাকার চেষ্টা করছি। যেখানে আমার পেজে একটা পোস্ট দিই সেখানে নিজের বলার মত একটা গল্প প্ল্যাটফর্মে পোস্ট দিই ৩-৪ টা।।
আমাদের প্রতিষ্ঠান গুলো উদ্বোধন এর একদিন পরেই ছিল আমাদের প্রিয় প্ল্যাটফর্মের তৃতীয় অনলাইন হাটবার, হাসপাতালে থাকা সত্ত্বেও আমি বেশ কিছু পোস্ট করে গেছি স্যারের এই যুগান্তকারী পদক্ষেপ কে সফল ও সার্থক করার জন্য স্যারের আহবানে সাড়া দিয়ে। যেহেতু আমি রেডিমেড পোশাক ও হোমমেড ফুড নিয়ে কাজ করি সেহেতু আমার আইটেম অনেক বেশি। তাই আমার পোষ্টের সংখ্যাও বেশি পরিমাণে রেডি থাকে, যদিও কিছু বাধা-বিপত্তির কারণে সবগুলো পোস্ট করা সম্ভব হয়না।এটাই আমি এবং আমার মত লক্ষ লক্ষ শিক্ষার্থীর এই প্ল্যাটফর্মের প্রতি এবং প্রিয় স্যারের প্রতি ভালোবাসা প্রকাশ করে। কোন কিছুই যে আমাদের দমাতে পারে না এই প্ল্যাটফর্ম টানা ৯০০ এর বেশিদিন চলমান থেকে যেভাবে স্যার আপনি বিশ্বের দরবারে প্রমাণ করে দিয়েছেন সেই অনুপ্রেরণায় আমাদেরও ইনশাআল্লাহ কোন কিছু দমাতে পারবে না।।
প্রিয় স্যার আপনি বট বৃক্ষের মত আমাদের ছায়া দিয়ে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। ৯০ দিনের টানা সেশনে আপনি আমাদের মানবিকতার ও নৈতিকতার শিক্ষা দিয়ে যাচ্ছেন। কথা বলার জড়টা কাটানোর ভিডিওর মাধ্যমে আপনি আমাদেরকে স্ববলীলভাবে কথা বলার শিক্ষা দিচ্ছেন। বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট এর জন্য প্রশিক্ষণের ব্যবস্হা করেছেন। নারীদের প্রমোশন ও উন্নয়নের জন্য অনেক পদক্ষপ গ্রহন করেছেন। আপনি নিরলস ভাবে ট্রেনিং কর্মসূচী চালিয়ে গেছেন,কেউ বা কোন কিছুই যেমন আপনাকে দমাতে পারেনি, তদ্রূপ, আমি এবং আমার মত আরও অনেককে প্রিয় প্ল্যাটফর্ম এ নিয়মিত অংশগ্রহণমূলক কাজেও কেউ বা কোনকিছু দমাতে পারবে না ইনশা আল্লাহ্। এখন আমি হাসপাতালে বাবার অপারেশন সত্বেও পোস্ট লেখা থেকে নিজেকে বিরত রাখতে পারিনি।।
'স্বপ্ন দেখুন, সাহস করুন, শুধু করুন, লেগে থাকুন। '
স্যারের এই বাণীতে অনুপ্রাণিত হয়ে আমি প্লাটফর্ম এ আসি। এই জীবন বদলে দেয়া উক্তি টি ই আমার কাজের বহিঃপ্রকাশ গত ৫ ই জুলাই প্রিয় স্যারের মাধ্যমে যার পথচলা শুরু হয়।।
'জীবনে বলার মত একটি গল্প থাকা দরকার '।
এই উক্তিটি আমাকে অনেক বেশি উৎসাহিত করে যদিও আমি একজন ট্রেইনার,Singer Bangladesh কতৃক অনুমোদিত সেলাই স্কুলে সেলাইয়ের ট্রেইনার হিসেবে আছি, সারা জীবন দেশ-বিদেশে ভ্রমণ করেছি এবং থেকেছি। সেনা বাহিনীর অফিসারের স্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত একটি জীবন ও অতিবাহিত করছি তথাপি Iqbal Bahar Zahid স্যারের কথার অনুপ্রেরণায় আজ আমি জীবনে বলার মতো একটা ভিন্ন গল্প তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছি । ।
গত '৫ই জুলাই' এর আয়োজিত অনুষ্ঠান এতটাই জমকালো ছিল যে, আমি বুঝতেই পারি নাই এটা অনলাইন ভিত্তিক একটি আয়োজন ছিল। যেখানে কমতি ছিল না কোন কিছুই যা সকলেরই ইতিমধ্যেই জানা।অনলাইনে যে এভাবে উদ্বোধন করা সম্ভব তা বুঝিয়ে দিয়েছে আমার প্রিয় প্ল্যাটফর্ম ও প্রিয় গুলশান জোন।।
প্রিয় স্যার বলেছেন-
প্রতিদিন আপনার মা-বাবাকে সালাম করবেন তারপর মা ও বাবাকে জড়িয়ে ধরে বলবেন "মা/বাবা আমি আপনাকে অনেক ভালোবাসি"।।
যাদের বাবা/মা বেঁচে নেই, তাঁদের জন্য ২ রাকাত নফল নামাজ পরে দোয়া করুণ।।
তাইত আপনি সম্মিলিতভাবে কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের ইমাম তাজউদ্দিন আহমেদ ভাইয়ের পরিচালনায় আমার বাবা সহ সকলের জন্য দোয়া ও মোনাজাত করেছেন।অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞ স্যার আপনার ও সকলের কাছে। একমাত্র এই প্ল্যাটফর্মটি তৈরির জন্যই এই কার্যক্রম গুলো সম্ভব হয়েছে
স্যার আপনি বলেন, 'মানুষের জন্য কাজ করলে জীবিকার অভাব হয় না।।
আপনার কথামতই কাজ করেছি , আমি করোনা মহামারীতে মানুষের জন্য হোম মেড ফুড সেল করার কাজ শুরু করি, এবং আলহামদুলিল্লাহ যে পরিমাণ পজিটিভ সাড়া মেলে তারই ফলশ্রুতিতে ৫ ই জুলাই আমার জীবনের ইতিহাস তৈরি হয় - প্রিয় স্যার, আপনার হাতে আমার প্রতিষ্ঠান migatona.food এর শুভ উদ্বোধন হয়। এবং আমাদের প্রিয় গুলশান জোন সহ দেশের ৬৪ টি জেলা ও বিশ্বের ৬৩ টি দেশের নিজের বলার মত একটি গল্প প্ল্যাটফর্ম এর সকল অংশগ্রহণ কারি প্রায় ১০০ জন ভাই ও বোনদের দোয়া ও ভালোবাসায় সিক্ত হই।।
প্রিয় স্যার আপনি বলেন, ' জীবনে বড় হওয়ার জন্য পজিটিভিটির কোন বিকল্প নাই।' এই বাণী যে মেনে চলবে সে কখনও হতাশায় পতিত হবে না।।
#স্যার আপনি আরও বলেন, ' নিজেকে যে ভালোবাসে সে অন্য কেও ভালোবাসে ও ভালো রাখতে পারে।
সেই ভালোবাসা প্রতি নিয়ত প্রিয় প্ল্যাটফর্ম থেকে পাই।
প্রিয় স্যার, আপনি বলেন," যখন কেউ সমালোচনা করবে তখন বুঝতে পারবেন আপনি ঠিক কাজটি করছেন অর্থাৎ আপনি সকলের নজরে চলে এসেছেন"। তার সমালোচনাকে কান না দিয়ে নিজ কাজ করে যেতে বলেছেন। কাজই সমালোচনার উত্তর দিবে।
দোয়া করবেন প্রিয় স্যার সেই রকম পরিস্থিতিতে যেন সেই সমালোচনাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজের মাধ্যমে নিরবে উত্তর দিতে সক্ষম হই।।
প্রিয় স্যার আপনাকে আবারও হৃদয়ের অন্ত্স্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই গত ৫ই জুলাই ২০২০, আমাদের গুলশান জোন এর ৬ জন তরুণ উদ্যোক্তা ও তাদের ৬ টি উদ্যোক্তা প্রতিষ্ঠান এর উদ্বোধন ঘোষণার মাধ্যমে আমাদের জীবনে যে নতুন অধ্যায় আপনি সূচনা করে দিয়েছেন। দোয়া করবেন আমাদের জন্য।।
আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই প্রিয় এম্বাসেডর Fakharuddin Emel ভাইকে যিনি প্রতিনিয়তই আমাদের সহযোগিতা করে আসছেন ও আমাদের আরো দুজন এম্বাসেডর Abdul Karim Nizam ও Nasir Uddin Titumir ভাইকে সহ গুলশান জোনের একদল স্বপ্নবাজ এক্টিভ টিমকে নিয়ে অসাধারণ কিছু কার্যক্রম পরিচালনা করে চলেছেন।যার বাস্তব রূপ ৫ জুলাই দিন ব্যাপী ৫০জন এতিমের মাঝে খাবার বিতরণ ও রাতে এই ব্যতিক্রমি উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল।।
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৭৫
১০-০৭-২০২০
👤 আফসানা আসফিয়া হক
🔊 কমিউনিটি ভল্যান্টিয়ার
🏷অষ্টম ব্যাচ
🏷রেজি.নং: ৮০৭৯
🔊প্রতিষ্ঠাতা উদ্দোক্তা : https://www.facebook.com/migatona.3000
🔊 https://www.facebook.com/migatona.food/
🔊 প্রপ্রাইটারঃ মিগাটোনা কালেকশন
Migatona.food
🌍 www.migatona.com
🇧🇩 জেলা: খুলনা
🏡 বর্তমান অবস্থানঃ ঢাকা (গুলশান জোন)
📧 mgckomol@gmail.com