স্যারের একটা সেশন ছিলো মাকে নিয়ে । সত্যি ই অসাধারন বলেছেন স্যার। মাকে প্রচন্ড
আসসালামু আলাইকুম
একজন মায়ের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প-
শুরুতেই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি জনাব,@Iqbal Bahar Zahid sir কে । হাজারো মেয়েকে/নারীকে “নিজের বলার মত একটি গল্প” এর মত একটি উম্মুক্ত প্ল্যাটফর্ম তৈরী করে দেয়ার জন্য ।
🍁 মা শব্দটিই এক পৃথিবী সমান। এই পৃথিবীর আলো বাতাস একজন সন্তান। আমার আগমনের মধ্য দিয়ে আমার মায়ের জন্ম। মায়ের একটু মন খারাপ ছিলো মেয়ের মা হয়েছেন বলে। ছেলে হলে নাকি রোজগার করে খাওয়াতে পারতো। এখন আমার মা ই আমাকে নিয়ে বেশ গর্ববোধ করেন। আমার প্রতিটা ভালো কাজ, শুভ কাজের অনুপ্রেরণা আমার মা। মায়ের দোয়া নিয়ে যে যে কাজে নেমেছি, আল্লাহর রহমতে আমি সফল ও হয়েছি। মাস শেষে স্যালারি হাতে পেয়ে যখন একটা অংশ মায়ের হাতে দিয়ে বলি এটা আপনার ইচ্ছে মত খরচ করবেন, তখন মায়ের হাসিটা দেখে মুগ্ধ হয়ে যাই। মনে হয় এটাই আমার বেহেস্ত। এর চেয়ে বড় সুখ বুঝি আর কোথাও নেই। এটা হলো মায়ের অনুপ্রেরণার গল্প।
🍁 এবার আসি উদ্দ্যোক্তা মায়ের গল্পে। আমার ঘর আলো করে আসলো আমার মেয়ে। আমার নতুন পৃথিবী। শুধু আমি নই, পরিবারের সবাই খুশী মেয়ে বেবী পেয়ে। চার দেয়ালের মাঝেই সীমাবদ্ধ আমার পৃথিবী।
🍁 বিয়ের পর শ্বশুরবাড়ী থেকে আর পড়াশুনার অনুমতি পাইনি। তাই সংসারেই মনোযোগী হলাম। আমার মেয়ের বয়স যখন ৯ বছর। মেয়েকে পড়াচ্ছিলাম, মেয়ে বললো ”আম্মু তোমার হাতের লেখা এতো সুন্দর। তুমি চাকরি করো না কেনো?” বললাম ”আমার পড়াশুনা তো কম, কেউ ত চাকরি দেবে না।“ মেয়ে বলল,”তাহলে বিজনেস করো, তুমি তো কত সুন্দর সুন্দর হাতের কাজ জানো।“ আমার ছোট্ট মেয়ের মাথায় তখন তার মাকে নিয়ে রাজ্যের স্বপ্ন ভর করতে লাগলো। প্রতিদিন কারো না কারো এক্সাম্পল নিয়ে আসে আমার কাছে।
🍁 একদিন মাকে ফোন করে বল্লাম,”মা, আমি বাউবি তে ভর্তি হতে চাই।“ মা কিছুক্ষন চুপ করে থেকে বললেন,”ঠিক আছে। তবে কেউ যেন জানতে না পারে। আমি দোয়া করি তুমি সফল হও।“ আমার বাসা থেকে কলেজ কাছেই তাই কোনো সমস্যা হলো না। ভর্তি হলাম। সপ্তাহে ১ দিন ক্লাস। আমার মেয়ে তার ছোট ভাই কে সামলে রাখে। এই ভাবেই বাইরের পৃথিবীর সাথে আমি যুক্ত হই।
🍁 পরিচিত একজনের মাধ্যমে যুব-উন্নয়নের সেলাই প্রশিক্ষক হিসেবে যোগদান করি। তারপর ছোট একটা অফিসের অফিস এডমিন হিসেবে কাজ শুরু করি। কাজের সাথে সাথে চলতে থাকে আমার পড়াশুনা। কম্পিউটার নিয়ে নাড়াচাড়া করতে করতে ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন দেখি। সেই পথে পা বাড়িয়ে সফল হতে পারিনি। আসলে প্রচুর সময় দিতে হয়। সবকিছু সামাল দিয়ে রাত জেগে কাজ করা খুব কষ্টকর।
🍁 এরই মাঝে আইসিটি মন্ত্রণালয়ের একটি প্রজেক্ট এর জন্য ইন্টারভিউ দিলাম নোয়াখালী ডিসি অফিসে। আরেকবার জয়ী হলাম। জয়েন করলাম Times ASL,Genex Infoyses এর পক্ষ থেকে নোয়াখালী জেলার একজন প্রজেক্ট কো-অর্ডিনেটর হিসেবে। আগের জব ছেড়ে নতুনভাবে যাত্রা শুরু করলাম ডিসি অফিসে। প্রজেক্ট যখন প্রায় শেষের দিকে তখন মা আর মেয়ে পরামর্শ দিলো হাতের কাজ শুরু করার। ছোট্ট পরিসরে বাসার একটা রুমেই শুরু করলাম নতুন পথের যাত্রা। শুরু করি অল্প কিছু থ্রি পিস নিয়ে। আস্তে আস্তে যোগ করলাম লেডিস সব ধরনের প্রডাক্ট। হ্যান্ডপেইন্ট ড্রেস এবং হাতে তৈরি গয়না নিয়েই আমার উদ্দ্যোক্তা হয়ে ওঠার গল্প।
🍁বেশ কিছুদিন আগে ফেইসবুকের নিউজফিড স্ক্রলিং করতে গিয়ে ই চোখে পড়লো “নিজের বলার মত একটি গল্প” আস্তে আস্তে নিয়মিত হই গ্রুপে । তখন ৮ম ব্যাচ চলছিলো। স্যারের সেশনগুলা , কাজের জন্য ইন্সপারেশন সর্বোপরি স্যারের টোট্যাল পার্সৈনালিটি আমাকে মুগ্ধ করে। কাজের প্রতি ডেডিকেশন গ্রুপের সবার একটিভিটি প্রত্যেকের নিজের একেকটা গল্প হয়ে উঠার গল্প দেখে ও পড়ে ধীরে ধীরে আমার ও ইচ্ছে জাগে নিজের বলার মত একটা গল্প হয়ে উঠার। স্যারের প্রতিটা পোস্টের নিরব পাঠক হয়ে অবশেষে ১০ম ব্যাচে এসে রেজিসট্রেশন করেই ফেললাম। আমি ও হয়ে উঠলাম নিজের বলারমত গল্প পরিবারের একজন।
🍁 স্যারের একটা সেশন ছিলো মাকে নিয়ে । সত্যি ই অসাধারন বলেছেন স্যার। মাকে প্রচন্ড ভালোবাসি কিন্তু কখনো মাকে ভালবাসি কথাটা বলা হয়না । একদিন সব জড়তা কাটিয়ে মাকে জড়িয়ে ধরে বলেই ফেললাম ,মা অনেক ভালোবাসি । অদ্ভুত ব্যাপার মা কেঁদেই ফেললেন।
🍁আমি খুব সাধারন একজন মানুষ। বিশেষ কোনো গুনাবলি নেই আমার। তবে যখন কোনো কাজ ধরি তার পেছনে লেগে থাকি। অনেক বাধা-বিপত্তির পরও লেগে থাকার ধৈর্য্য আমার ব্যাবসার মূলমন্ত্র। যেটা নিয়ে স্যার সেশনও করেছেন। যেকোনো কাজ খুব মনোযোগ দিয়ে করি। হোক সেটা খুব সামান্য কাজ।
🍁 মানুষ হিসেবে যতরকম দোষগুণ থাকা দরকার তার সবটুকুই আমার আছে। আমি বৃত্তের বাইরে গিয়ে ভাবতে পছন্দ করি। কারো দোষ ধরা পছন্দ করিনা। সবাইকে খুব পজেটিভলি দেখতে ভালোবাসি। পজেটিভ মানষিকতা অন্যের কাছে গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। Iqbal Zahid Bahar স্যারের সেশনগুলো পড়েই আমার এই উপলব্ধি।
🍁 সমালোচনার ভিড়ে নিজেকে হারিয়ে ফেলা নয়। আমার প্রতিদিনের আত্মপ্রত্যয় আমি পারবো, আমাকে পারতেই হবে।
🍁 পুরো যাত্রায় আমার অনুপ্রেরণা ও সহযাত্রি আমার মা এবং আমার মেয়ে। আমার সবচেয়ে ভালোবাসার দুজন মানুষ।
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৭৬
১১-০৭-২০২০
🍁 সাহানা আক্তার
🍁 রেজি নং ; ১৬৭৬৬
🍁 ব্যাচ নং ; ১০
🍁 বেগমগঞ্জ, নোয়াখালী
🍁 নিজের বলার মত একটি গল্প