উপকার করতে পারাটাকে আমি মনে করি আল্লাহর সব চেয়ে বড় নেয়ামত। কারণ
আসসালামু আলাইকুম
#সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি মহান রাব্বুল আলামীনের উপরে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং এই মহামারির মধ্যেও আলহামদুলিল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। তারপর কৃতজ্ঞতা জানাচ্ছি সবার প্রিয় জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে যার মাধ্যমে এই মহামারির মধ্যে আয় করতে পারতিছি তার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ।
স্যারের আজকের সেশন থেকে নিজের মতামত -👇👇👇
#ভালোমানুষ - স্যার এই প্লাটফর্মে প্রত্যেককে ভালো মানুষ হিসেবে তৈরি করেছেন তার জন্য আলহামদুলিল্লাহ। কখনও ভাবি নি এভাবে কাউকে বলতে পারবো যে আমি একজন ভালো মানুষ কারণ আগে কাউকে বললে মানুষ হাসতো যে কিসের জন্য নিজেকে ভালো মানুষ বলে?? আজ আমার কাজের জন্য, ব্যবহারের জন্য, চলাফেরার জন্য,আমার সততার জ্য আমি বলতে পারি আমি একজন ভালো মানুষ। যা কথায় নয় কাজে দেখিয়ে দিচ্ছি।😍😍
#পজিটিভ - সব সময় চেষ্টা করি পজিটিভ থাকতে এবং সবাইকে পজিটিভ চিন্তা ভাবনা দেওয়ার জন্য কারন পজিটিভির কোন বিকল্প নেই। একজন পজিটিভ মানুষ কখনোই নেগেটিভ চিন্তা করে না যার জন্য তার কাছে সব কিছু সহজ হয়ে যায়।তাই সব সময় নিজের চিন্তা ভাবনা পজিটিভ রাখি।
#সততার সাথে কাজ করলে আল্লাহ তাতে বরকত দান করেন।সততা আপনাকে সব সময় সঠিক পথ দেখাবে।আমরা কেউ কেউ মনে করি কাউকে ঠকাতে পারলেই সে চালাক, আসলেই কি চালাক?? নাকি বোকা??? কাউকে ঠকাতে পারাটা চালাকি নয় বরং বোকামি কারণ সততার ফল মিষ্টি হয়।আজ আপনি কাউকে ঠকাবেন ঠিক বিপরীতে আপনাকে কেউ না কেউ ঠকাবে এটা নিশ্চিত। তাই সব সময় চেষ্টা করবেন সততার সাথে সব সময় থাকতে।
#সম্মান করলে আপনি সব সময় অন্যের কাছ থেকে সম্মান পাবেন।সব সময় চেষ্টা করবেন ছোট বড় সবার সাথে সম্মানের সহিত কথা বলবেন তাহলে সেও আপনার সাথে সম্মানের সহিত কথা বলবে। মেয়েরা মায়ের জাতি তাই সব সময় নারীদেরকে সম্মান দিয়ে কথা বলবেন কারন ব্যবহার বংশের পরিচয় বহন করেন।আপনার ব্যবহার আপনার পরিবারের সবাইকে সম্মান বাড়িয়ে দিবে।
#উপকার করতে পারাটাকে আমি মনে করি আল্লাহর সব চেয়ে বড় নেয়ামত। কারণ সবাই সবার উপকার করতে পারে না।আজ আপনি আপনার সাধ্য মতো উপকার করবেন ঠিক তেমনি কেউ না কেউ আপনার উপকার করবে আর যদি কেউ আপনার উপকার না করেন তাহলে আল্লাহ আপনাকে করবেই ইনশাআল্লাহ আর তখন আপনার মনে হবে মিরাক্কেল। কাউকে উপকার করলে দেখবেন নিজের মনের মধ্যে একটা শান্তি পাওয়া যায় সে শান্তির কথা কাউকে বলে বুঝাতে পারববো না।স্যার বলেছেন জীবনে একজনের হলেও উপকার করতে নিজের সাধ্য অনুযায়ী।ইনশাআল্লাহ সেই অনুযায়ী নিজেকে তৈরি করতিছি।
#সাহায্য - অনেকের সাধ্য আছে স্বাদ নেই আবার অনেকের স্বাদ আছে সাধ্য নেই। আসলে কিছু মানুষের অনেক টাকা হলেও তাদের সাহায্য করার মন-মানসিকতা থাকেনা। আবার অনেক মানুষ দেখা যায় তারা খুব অসচ্ছল কিন্তু তারপরও অন্যের বিপদে তার অনেক সাহায্য করে। অনেকে বলে আমার আমার যখন অনেক টাকা হবে তখন আমি সাহায্য করবো কিন্তু মূলত অন্যকে সাহায্য করার জন্য এত টাকার প্রয়োজন হয় না। শুধু একটু মন মানসিকতার প্রয়োজন।আমি সব চেষ্টা করি অন্যের সাহায্য করতে, নিজের জন্য করতে পারাকে সার্থকতা বলে না, অন্যের জন্য করতে পারাটাই জীবনের সার্থকতা।তাই সব সময় সবাই চেষ্টা করবেন নিজের সাধ্য অনুযায়ী অন্যকে সাহায্য করবেন।
#দায়িত্ব নিতে শিখুন কারন এই দায়িত্বের মাধ্যমে আপনি পারবেন আপনাকে সবার সামনে ব্রান্ডিং করতে।আর তখন অনেক মানুষের সাথে পরিচয় হবে আপনার সাথে আর তখন বুঝতে পারবেন কার কার দায়িত্ব আপনার নিতে হবে। কারন নিজের জন্য সব কিছু নয়, মা-বাবা অনেক কষ্ট করে আপনাকে বড় করেন।পড়াশোনা করান।সেটা শুধু নিজের জন্য নয়।পরিবার, আত্নীয়-স্বজন, প্রতিবেশি,সমাজের জন্য সবার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার পর আপনার সব কিছুর উপরে তাদের হক আছে।তাই নিজেকে তাদের মাঝে বিলিয়ে দেন দেখবেন আল্লাহ আপনাকে বারিয়ে দিবেন।
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৭৬
১১-০৭-২০২০
লিমা খাতুন
৯ম ব্যাচ
রেজিঃনং- ১২৫৯৮
জেলা খুলনা
কমিউনিটি ভলান্টিয়ার
সদস্য সাপ্তাহিক হাট মনিটরিং টিমের
পেশা-শিক্ষিকা +ব্যাবসায়ী
পেইজ লিংক-