আমি মা বাবার দেখা শুনা করছি তাদের খেদমত করছি তবে ১০০% ভালো মানুষ ছিলাম না।
আস-সালামু আলাইকুম অ-রহমাতুল্লাহ।
আশাকরি সবাই ভালো আছেন আমিও ভালো আছি।
#সর্ব প্রথম সালাম ভালোবাসা রইলো লক্ষ যুবকের আইডল এবং তারুনদের পথ দেখানো ভালো মানুষের প্রতিক #জনাব #ইকবার #বাহার #জাহিদ #স্যারকে । আমি মনে করি তার হাত ধরে পরের প্রজন্ম হবে ভালো মানুষের প্রজন্ম।
#প্লাটফর্ম নিয়ে কিছু কথা বা যা শিখিয়েছে এই প্লাটফর্ম এবং এখনো যা শিখতেছি।
#আমার ছোটবেলা কেটেছে নিজ জেলা পিরোজপুর এবং খুলনাতে অনেক দুষ্ট ছিলাম এবং চুরি করে চাচার গাছের নারকেল খেয়েছি বলে আমাকে খুলনায় পাঠিয়ে দেয় বাবার কাছে এর পরে আবার দেশে আসি এবং এস এস সি, এইস এস সি, ডিগ্রী এবং এখন মাসর্টাস করতেছি। তবে দুস্ট হলেও এইস এস সি পাস করার পর থেকেই পরিবারের দায়িত্ব আসে আমার কাঁধে, ততো টাইমে বাবা অবসরে আসেন। পুরো পরিবার পনিচালনার দায়িত্ব নিজের কাঁধে নিয়েই চাকরির খোঁজ করতে থাকি তবে কে দিবে চাকুরি এইস এস সি পাসে আর কি চাকরি পাওয়া যায়। তবে কিছু দিনের মধ্যে একটা চাকরি না পেলে পরিবারের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। অনেক যোগাযোগ করার পর আমার রড় ভাই গার্মেন্টস এর কোয়ালিটির একটা জব দেয়। আমিতো মহা খুশি এইবার পরিবারের জন্য কিছু করতে পারবো। আমার বেতন ধরা হয় ৪৩০০ এতেই আমি খুশি। এর মধ্যে বাবা ব্যবসার জন্য লোন নেয় এবং ব্যবসা না বোঝার কারনে পুরোপুরি লস হয় আর তা পরিশোধের দায়িত্ব আসে আমার কাঁধে। আমার বেতন ৪৩০০ টাকা লোনের কিস্তি দিতে হয় ৬০০০ টাকা আমার ঐ সময়ে সকল শখ, আশা,আর ভালো লাগাকে মাটি দিয়ে পুরো লোন শোধ করি। আমার এমনও হয়েছে যে বছরে একবার মা বাবার সাথে দেখা করতাম সেটা আবার ঈদে। এরপরে ভালোই যাচ্ছিলো হঠাৎ করেই বাবা স্টোক করেন। এবং আমার বাবাকে ঢাকায় এনে ডক্টর দেখিয়ে সুস্থ করি তবে এতে সহায়তা করে আমার ছোট দুলাভাই। আর আমার বড় ভাই বলে আমি টাকা দিবো না টাকা দিলে নাম হবে না নাম হবে তোর। বাবাকে টাকা দিতে গিয়েও নাম খোঁজে।
#এর মধ্যে আমার ডিগ্রী সম্পন্ন হয় এবং এক মামার রেফারেন্সে একটা মোটামুটি চাকরি পাই। বেশ ভালোই যাচ্ছে দিনকাল।#তবে দুঃখ জনক ভাবে বাবা আবার ষ্টোক করেন এবার আর কারো প্রয়োজন হয় না সাথে সাথে তাকে ঢাকায় নিয়া আসি এবং ভালো টিটমেন্ট করি এবং সে সুস্থ হয়। তখন মা আবার অসুস্থ হন তাকেও আবার টিটমেন্ট করে দুজনকে এক সাথে দেশে পাঠাই। তবে কস্টের মাজে সুখের খবর হলো আমি চকরি পরিবর্তন করি এবং একটা ভালো ফিগারের বেতন পাওয়া সুরু করি।
#লিখতে গিয়ে স্যারের সেশনের কথা মনে পরে গেলো। স্যার বলেন যখন মায়ের সাথে কথা বলো বা মা যখন ফোন দেয় তার ফোনটা রিসিব করতে গিয়ে যে সময়টা লেইট করো এই লেইটের কারোনে উপরেরর একটা ইট তোমার সামনে বা পিছনে পরে তুমি বেচে জাও অল্প সময়ের জন্য তোমার গায় পরে না এবং আরো বলেন মায়ের চোখের পানির প্রতিটি ফোঁটায় রয়েছে হাজারো দোয়া ভালোবাসা।
#একটা সত্যি কথা হলো স্যারের বাবা মা নিয়ে কথা গুলো আমার সাথে মিলে যায়।
[ ](https://www.facebook.com/fakaruddin.emel)
।#আমি প্রথম প্রথম যখন এক বছর পরপর ঢাকা থেকে বাড়িতে যেতাম এবং বাড়ি থেকে যখন ঢাকায় আসতাম তখন মা একটা কথা বলতো তুই অনেক বরো হবি আর কাদতো আচল দিয়ে সুধু চোখ মুছতো আর বাবার কাছে দোয়া চাইলে সুধু কাদতো । #একটা ব্যাপারে আমি পরিস্কার তাদের কান্না মাখা দোয়া আমার জীবনে সকল সফলতা। আমি আল্লাহ কাছে দোয়া করি এই ভাবে জেন তাদের খেদমত ও ভালোবাসতে পাড়ি।#মা সেতো আমার মা প্রিয় মা তার মতো কেউ হয় না, মা আমার মা প্রিয় মা।যখনি মাকে কল করবো একটা কথা বলবেই খাইছো বাবা বাহিরে কম যাবা বাবা। মাঝে মাঝে রাগ করি ১১টা বাজে এখন কি খাওয়ার সময়।তবুও খুব ভালোবাসি তাদের এবং স্যারের আদেশ পালন করি ফোন দিলেই বলি মা তোমাকে অনেক ভালোবাসি।মা কেঁদে ফেলে বলে তোর প্রতি অনেক দোয়া রইলো তখন খুশিতে মনটা ভরে যায়।
#এই প্ল্যাটফর্ম থেকে শেখা।##আমি মা বাবার দেখা শুনা করছি তাদের খেদমত করছি তবে ১০০% ভালো মানুষ ছিলাম না। কেন ছিলাম না যেমন একটু বেশি কিপ্টে ছিলাম,সাবাইকে উপকার করতামনা,ঢাকায় পথ শিশু বা ফুটপাতের মানুষের উপকার করতাম না বা ভালো লাগতোনা,একজোন কে রক্ত দিতে গিয়েও ফিরে আসছি দেইনি,নিজেকে নিয়ে ভাবতামনা,নিজেকে পরিবর্তন করতে চাইতামনা ভাবতাম যেমন আছি ঠিক আছি,কখনো ভালো মানুষ হবো অন্যের জন্য ভালো কাজ করবো আর নিজের বলার মতো একটা গল্প তৈরি করবো তা কখনোই ভাবিনি।##আমার জীবনকে নতুন করে ভাবতে ও পুনরায় গঠন করতে পথ দেখিয়েছে নিজের বলার মতো এতটা গল্প এবং অনুপ্ররনা দিয়েছে স্যারের আদর্শ।আমার উপরের সকল খারাপ ও বাজে অভ্যাসকে ত্যাগ করে নিজেকে নতুন করে তৈরি করছি।এই গুরুপে প্রতিটি সেশন আমার জীবনের একটা একটা পরিবতর্ন। আমার পরিবর্তন এমন হয়েছে যেমন পথশিশু বা ফুটপাতের মানুষ দের দেখলে মন চায় তাদের জন্য কিছু করি সাধ্যমতো,যে জব করে বা বেকার তাদেরকে উদক্তা হবার অনুপ্ররনা দেই,করো ক্ষতি করি না ক্ষতি করার কথা ভাবলে স্যারের কথা মনে পরে ,কলিকদের সাথে খারাপ আচারন করি না করলেই স্যার সামনে চলে আসে, আমার মাথা একটু গরম তাই কধা বলার আগে একটু সময় নেয়ার চেস্টা করি । সর্ব পরি ভালো মানুষ হবার পথে আছি অল্প অল্প করে নতুন নতুন আইডিয়া পেয়ে নিজেকে সুদরিয়ে নিচ্ছি। এবং নিজের বলার কতো একটা গল্প তৈরি করার পথে সবার ভালোবাসায় এগিয়ে জাচ্ছি।
##সম্প্রতি গুলশান জোনের পরিচিত ও কর্মশালা মিটআপের মাধ্যমে নিজেকে নতুন কিছু শেখার অভিযানে যুক্ত হয়েছি এবং এই গুরুপে সক্রিয় থেকে প্রিয় স্যারের অনুপ্ররনাও শিক্ষা নিয়ে প্রতিনিয়ত নিজেকে তৈরি করছি । এই মিটআপের মাধ্যমে আমি পরিচিত হয়েছি সকলের সাথে, এই ভাবেই গুটি গুটি পায়ে আগাচ্ছি আমার এই গুরুপের পথচলা। মিটআপের পর আমার ভিতরে কেন যেন একটা শক্তি তৈরি হলো গুলশান জোনের আপুরা যদি ভালো কিছু করতে পারে তাহলে আমি কেন নয়। অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইলো সকল সদস্যদের উপর। বিশেষ করে যারা এই আয়োজনের দায়িত্বশীলছিলেন তাদের কে অনেক অনেক ধন্যবাদ ওভালোবাসা এতো সুন্দর একটা আয়োজর উপহার দেয়ার জন্য এবং আমাকে সবার সাথে পরিচিত করিয়ে দেয়ার জন্য। দক্ষতা বাড়ানোর যে কর্মশালা আমাদের গুলশান জোনের হয়ে গেল তার ফলশ্রুতিতে আজকে আমার এই লেখা, এই পরিবর্তন সত্যিই আমি অভিভূত এবং অনেক বেশি আনন্দিত। আমি এখন থেকে সবসময়ই স্যারের আহবানে সাড়া দিয়ে প্রিয় প্লাটফর্মে সময় দেব এবং নিজের পরিচিতি সবার সামনে তুলে ধরবো।
#এই বিশাল প্ল্যাটফর্মটি তৈরি করে দেয়ার জন্য আমাদেরকে ভালো ও সফল মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য নিরলসভাবে কাজ করা প্রিয় প্ল্যাটফর্মের স্বপ্নদ্রষ্টা আমাদের সবার প্রিয় Iqbal Bahar Zahid স্যারকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ এবং স্যালুট জানাই।
##আমার জন্য দোয়া করবেন আমি যেনো আপনাদের সাথে থেকে ভালোকিছু শিখতে পারি,মানুষের ভলোকাজে আসতে পারি,মা বাবাকে ভালোবাসতে পাড়ি এবং সর্বপরি শেষে একজন ভালো মানুষ এবং নিজের বলার মতো একটা গল্প তৈরি করতে পারি।
মোঃসরোয়ার হোসাইন
ব্যাচ-১০ম
রেজি-১৭১৪৯
পিরোজপুর সদর পিরোজপুর
বর্তমান ঃঢাকা(বাড্ডা)
#নিজের #বলার #মতো #একটা #গল্প