গল্পে গল্পে সেল
গল্পে গল্পে সেল
নিজের বলার মতো একটা গল্প গ্রুপে প্রতি মঙ্গলবার বসছে হাট, হাটে সবাই আসছে সেল পোষ্ট নিয়ে আমি আসছি গল্প নিয়ে ওনা না গল্পে গল্পে সেল করতে আসেস আমার গল্পটা শুনেন যদিও এটা বাস্তব কাহিনী আমার সেলার হয়ে উঠা বা গ্রুপে সেল করার গল্পটা বলছি।
সিএম হাসান এবং MD Showkat Ali ভাই ২ জনেই কাতার থাকেন এবং নিজের বলার মতো একটা গল্প গ্রুপের আজীবন সদস্য সেই সাথে এই প্ল্যাটফর্মটাকে এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছে কাতারের এই প্রান্ত থেকে ঐ প্রান্তে, নেটওয়ার্কিং বানাচ্ছে, সম্পর্ক তৈরি করছে সকল সদস্যদের সাথে করতে করতে চলে আসলো পৃথীবি জুড়ে কোভিড-১৯, এই মহামারীর সময়ে সব কিছু বন্ধ করে দিছে, কি করে সময় পার করবে সবাইকে নিয়ে একদিন জুমে আড্ডা হল কেউ বলছে ঘর থেকে বের হতে পারছি না, কেউ বলছে বাসা থেকে বের হতে পারছি না, কোথাও যেতে পারছিনা, কোথায় যাবো কি করবো সবাই গৃহবন্দি, নিষ্ঠুরতার সাথে দিন যাপন করছে তখন শওকত আলী এবং সিএস হাসান এর মধ্যে ফোনালাপ চললো।
শওকত আলী :- কি করে সদস্যদের মনোবল বাড়ানো যাই।
সি এম হাসান :- গ্রুপে বেশি বেশি সময় দিতে বলেন
শওকত আলী :- সেটাতো দিচ্ছে এবং নতুন নতুন সদস্যরা আসছে।
সি এম হাসান :- আচ্ছা হ্যাঁ কিছু নতুন সদস্য এড হয়েছে আমাদের জোনে কি করা যাই। কয়েকজন ১০ ম ব্যাচের শেষ প্রান্তে আসছি।
শওকত আলী : তাদের গ্রুমিং করেন এবং মিট-আপ করেন
সি এম হাসান:- করতেছি এবং কয়েকজন বললো আগের সেশন গুলো পাচ্ছে না কি করা যাই?
শওকত আলী :- গ্রুপের সেসশন টপিক দেখতে বলেন।
সি এম হাসান:- আচ্ছাে একটা কাজ করলে কেমন হয় সবাইকে ইকবাল বাহার জাহিদ স্যারের লেখা নিজের বলার গল্প বইটা দিলে কেমন হয়? তাহলে সেশন খুঁজতে হবে না।
শওকত আলী :- চমৎকার আইডিয়া! কিন্তু বই এখন কোথায় পাবো লক ডাউনে ক্যামনে কি করবো।
সি এম হাসান :- কেন ভাই ভুলে গেছেন নাকী QB Fashion world এই পাচ্ছেন সকল ধরনের বই বিশেষ করে ইকবাল বাহার জাহিদ স্যারের "নিজের বলার মতো একটা গল্প " এবং " বৃষ্টি সবার জন্যেই পড়ে তবে ভিজে কেউ কেউ" এই ২ টা সিঙ্গেল এবং ২ ইন ১ এ পাবেন।
শওকত আলী:- সরি ভাই! কোভিড-১৯ এর চাপে QB Fashion World চেপে গেছিলো তো আপনারা কত করে দিবেন বলেন?
সি এম হাসান :- সিঙ্গেল বই ১৫ কাতারি রিয়াল এবং ২ টা এক সাথে অর্ডার করলে ৩০ টাকা এবং দোহা সিটির মধ্যে হলে ফ্রি ডেলিভারী স্বল্প সময়ে।
শওকত আলী :- তাহলে গ্রুপে বলে দেই?
সি এম হাসান :- দিতে পারেন।
শওকত আলী :- বলে দিলাম, সবাই আপনাকে নক দিবে। সাথে QB Fashion World লিংক দিয়ে দিছি।
সি এম হাসান :- ধন্যবাদ ভাই
Shahid Hossain :- ভাই আমার ২ টা বই লাগবে দিবেন
সি এম হাসান :- ঠিক আছে ভাই অর্ডার পৌঁছে যাবে
পরের দিন বিকালে সহিদ হোসেন :- ধন্যবাদ ভাই বই পেয়ে গেছি।
Abdul Motaleb :- ভাই সানাইয়াতে কিছু বই লাগবে
সিএম হাসান:- পৌঁছে যাবে ভাই।
একের পর এক করে পুরো কাতার জুড়ে বই বিক্রী করে যাচ্ছি সততার সহিত। সেই সাথে মোবাইল ফোন & এক্সেসোরিজ, ল্যাপটপ, রেডিমেট গার্মেন্টেস, লেদার আইটেম। এই সব কিছু পাবেন একটা ক্লিকে।
নিজের বলার বলার মত একটা গল্প বই -- ১৫ রিয়াল।
বৃষ্টি সবার জন্যেই পড়ে ----- ১৫ রিয়াল
নিজের ভাষায় ব্রান্ডিং ------ ১৫ রিয়াল
থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ -------- ১৫ রিয়াল
জিরো টু ওয়ান -------- ১৫ রিয়াল
বেলা ফুরাবার আগে ------ ১৫ রিয়াল
সোলায়মান সুখন এর --
সমুদ্র থেকে সমতলে ---------- ১৫ রিয়াল
এছাড়া সবধরনের বই পাবেন এবং সাথে প্রি-অর্ডার দিতে পারেন।
বাংলাদেশ জুড়ে বই ডেলিভারী দিচ্ছি মূল্য জানতে কমেন্ট করুন বা পেইজে জানাতে পারেন।
সেই সাথে পুরো বাংলাদেশ জুড়ে সব কিছু পাবেন আপনারা আমাদের সবগুলো পণ্যে।
অর্ডার করুন
QB Fashion World
OR
phone :- +974 33721244 (What's app)
খুব শীগ্রহী আসছি কিছু অর্গানিক ফুড, মধু, বাচ্চাদের টয়েস & এক্সেসোরিজ ও ফিমেইল ড্রেস।
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৭৯
১৪-০৭-২০২০
সিএম হাসান
তৃতীয় ব্যাচ--৩৫২৭
লক্ষ্মীপুর জেলা -- কাতার।
স্বেচ্ছা সেবক -- রিসার্চ এ্যান্ড প্রমোটিং টিম
নিজের বলার মতো একটা গল্প
উদ্যোগতা :- QB Fashion World