আসলে মনোবল এবং আত্মবিশ্বাস এর ফলে অনেক মানুষের জীবনে সফলতা এসেছে। আর
#আসলে 90 দিনের একটানা প্রশিক্ষণের যা যা শিখেছি সবকিছু ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবে এতদিনে বুঝেছি সবকিছু পরিপূর্ণ ছিল না।90 দিনের একটানা প্রশিক্ষণে পরিপূর্ণতা পেয়েছে।
#বদলে যাবার জন্যে এবং উদ্যোক্তা হবার জন্য যে যে শিক্ষা এবং নিজেকে তৈরি করতে যত কলাকৌশল স্যার আমাদের শিখিয়েছেন টানা 90 দিন। সকল শিক্ষা জীবনে ধারণ করে আগামীর পথ চলা শুরু হলো নতুন করে।
#জীবনটা থেমে গিয়েছিল সামনে এগুলোর কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না আর এই মুহূর্তে নিজের বলার মত একটা গল্প গ্রুপ এর স্যার এর সকল শিক্ষা আমার জীবনের নতুন করে বাঁচার অনুপ্রেরণা যুগিয়েছে। ধন্যবাদ আমাদের প্রিয় স্যার কে। টানা 90 দিনের প্রশিক্ষণ নিয়ে আমি আজ নিজে ঘুরিয়ে দাঁড়িয়েছি ।বিজনেস করার মানসিকতা থাকলেও সেটা আর হয়ে উঠছিল না মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলাম। সকল প্রকার মানসিক শক্তি আত্মবিশ্বাস ফিরে পেয়েছি নতুন করে।
#আমার জীবনের শিক্ষা:
১. প্রথমত ভালো মানুষের চর্চার মাধ্যমে নিজেকে ভালো মানুষ হিসাবে তৈরি করতে পেরেছি।যতটুকু ভুল ত্রুটি ছিল শুধরে নিয়ে গর্ব করে বলতে পারি এখন আমি একজন ভালো মানুষ।
২. পজিটিভ থাকা এবং নেগেটিভ চিন্তা বাদ দিয়ে কিভাবে পজিটিভ থাকতে হবে।
৩. উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা, মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার এবং সিদ্ধান্ত নেওয়া শিখেছি। কিভাবে নিজের সিদ্ধান্তে অটল থেকে কার্য পরিচালনা করতে হয় এটা ভালোভাবে রপ্ত করতে পেরেছি।
৪. কিভাবে বিজনেস করতে হয় বিজনেস আইডিয়া। এক সময় সবকিছু ছিল হ য র ল ব এর মত। টানা 90 দিনের প্রশিক্ষণ বিজনেস করার পরিপূর্ণ শিক্ষা পেয়েছি। যেমন মূলধন কিভাবে জোগাড় করতে হয়, অল্প পুজিতে বিজনেস কিভাবে করতে হয় এবং মূলধন ছাড়া বিজনেস কিভাবে করতে হয়। বিজনেস কিভাবে শুরু করতে হয়। গতানুগতিক কিছু না করে ব্যতিক্রম কোন কাজ নির্বাচন করে সেই কাজ করা।
৫. পণ্য বিক্রয়ের কলাকৌশল। রিপিট কাস্টমার পাওয়ার কৌশল। নেটওয়ার্কিং, মার্কেটিং। লেডারশিপ,
ভলেন্টিয়ারিং , কথা বলার জড়তা কাটানো এবং সবার সামনে কথা বলতে পারা।
৬. ৯ টা – ৫ টা ভুলে কাজ করার মানসিকতা তৈরি হয়েছে। অন্তত বিজনেস শুরুর প্রথম দিকে নয়টা ভুলে কাজ করতে হবে। এখন কোন কাজ আমি ফেলে রাখি না।সময়ের দিকে তাকায় না যতক্ষণ কাজ শেষ না হয় করতেই থাকি।
কাজকে ভালবাসতে হবে কাজের প্রেমে পড়তে হবে। যতক্ষণ কাজ শেষ না হবে ততক্ষণ লেগে থাকতে হবে। এক কথায় কাউকে ভালবাসলে যখন দূরে সরে থাকা যায়না তেমনি কাজ কে ভালোবেসে সব সময় কাজের মধ্যে থাকতে হবে।এবং যে কাজ আপনার করতে ভালো লাগে সেই কাজ খুঁজে বের করা আর সেই কাজগুলো করলে সফল হওয়া সম্ভব।
৭. কয়টা বছর অন্তত কাজের প্রতি নিজেকে উজার করে দিতে হবে আপনার কাজের প্রতি।কাজকে মনে, প্রাণে, স্বপ্নে, সঙ্গী করে রাখতে হবে। আমি এখন কাজ ছাড়া কিছুই বুঝিনা কাজ ছাড়া একটু সময় ব্যয় ও করি না। পরিশ্রম করে যাচ্ছি। আর পরিশ্রমই সফলতা চাবিকাঠি।
৮. আগে যেমন ভাবতাম আমার দ্বারা কিছু হবে না। আমি কোন কাজে সফল হতে পারব না। কিন্তু স্যারের একটি বাণী আমার জন্য যথেষ্ট ছিল যে "স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন'"। এই স্লোগান এ অনুপ্রাণিত হয়েছি। এবং নিজের আত্মবিশ্বাস পুরোপুরি ফিরে পেয়েছি। আত্মবিশ্বাসী হয়ে উঠেছি। যে আত্মবিশ্বাস আগে ছিল না। আত্মবিশ্বাসী না হলে জীবনে কোন কাজে সফল হওয়া সম্ভব না। কিভাবে আত্মবিশ্বাসী হওয়া যায় তার পুরো কলাকৌশল শিখেছি।
৯.কোন সমস্যায় উপনীত হলে এড়িয়ে না যেয়ে সমস্যার সমাধান খুঁজে সমস্যার সমাধান করার চেষ্টায় অবিরত থেকে সমস্যার মোকাবেলা করা। যেমন কোন একটা কাজ করতে গেলে সমস্যায় পড়বেন এটা আগে থেকেই ভেবে রেখে বিকল্প কথা চিন্তা করে রাখা।এবং সমস্যায় পড়লে সে বিকল্প পথে তার সমাধান খুঁজে বের করা।
১০. প্রতিদিন অন্তত কিছু সময় শারীরিক ব্যায়াম করা এবং সর্বক্ষেত্রে নিজের মনকে বার বার বলি যে আমি পারবো আমাকে পারতেই হবে।নিজেকে চালানোর নিয়ন্ত্রন নিজের হাতে নিয়েছি এবং নিজের দ্বারা নিজের মন এবং নিজের সবকিছু নিয়ন্ত্রণ করা শিখেছি। প্রতিদিন কারো না কারো অন্তত একটা না একটা উপকার করার মানসিকতা তৈরি হয়েছে। এবং সেভাবে কাজ করছি। কাউকে ক্ষতি করার মানসিকতা এখন আর আসেই না।
১১.সর্বশেষ সময়কে মূল্য দিতে শিখেছি। সময় নষ্ট না করে প্রতিটা সময় কাজে লাগিয়ে কোন না কোন কাজ কিভাবে করতে হয় সেটা পুরোপুরি রপ্ত করেছি।সময় নষ্ট করা যাবে না কারণ সময় একদিন আমাদের আর সময় দিবে না। তাই সময় থাকতে সকল কাজ সম্পাদন করতে হবে।কথায় আছে সময়ের এক ফোটা আর অসময়ের দশ ফোঁটা ।
#আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম সবকিছুই থেমেছিল। এবং বিজনেস করার মানসিকতায বাদ দিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম বিজনেস আর করব না। এবং অনেক দিন বন্ধ করে রেখেছিলাম।এই প্লাটফর্মে যুক্ত হয়ে স্যারের সকল শিক্ষা পেয়ে আবার মানসিক মনোবল এবং আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। এখন আমার আত্মবিশ্বাস 100%। আর বিজনেস করা আবার শুরু করে দিয়েছি। এখন আমার বিজনেস রানিং সামনে আরো প্রসার ঘটবে ইনশাল্লাহ।
#আসলে মনোবল এবং আত্মবিশ্বাস এর ফলে অনেক মানুষের জীবনে সফলতা এসেছে। আর আমিও এটা এখন পুরোপুরি নিজের জীবন উপলব্ধি করতে পারছি। সবকিছুই যখন শেষ হয়ে যাচ্ছিল তখনই এই প্লাটফর্মে যুক্ত হয়ে নিজেকে বদলাতে পেরেছি এবং আবার সবকিছু ফিরে পেয়েছি। এখন আমার আর কোন চিন্তা নাই।
#আমি এখন বিজনেস করছি মেয়েদের বিভিন্ন ফ্যাশন ড্রেস এবং কসমেটিক আইটেম নিয়ে। নিম্নে আমার পেজ লিংক দেয়া হল ভালো লাগলে লাইক করে আসবেন।
https://www.facebook.com/roseboutiquehouse1/
https://www.facebook.com/Heavenly-Touch-Beauty-Worlds-116153653256164/
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৮০
১৬-০৭-২০২০
#রোজিনা আক্তার রোজী।
#ব্যাচ নাম্বার 10
#রেজিস্ট্রেশন নাম্বার 13 616
#কমিউনিটি ভলান্টিয়ার।
#হাট মনিটরিং টিমের সদস্য।
#জেলা খুলনা।