ধৈর্য অনেক বড় একটি নিয়ামত কিন্তু আমাদের অনেকেরই এইটার খুব অভাব
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আস সালামু আলাইকুম
🌾 শুরু করছি পরম করুনাময় মহান আল্লাহর নামে যিনি আমাকে এখনো সুস্থ ও ভাল রেখেছেন এই করোনাকালীন মুহূর্তে ও। অার কৃতজ্ঞতা জানায় অামাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার কে,,যার জন্য অাজ অামি এই প্লাটফর্মে😍
অাশা করি প্লাটফর্মের সকল ভাই ও বোনেরা ভাল অাছেন সুস্থ অাছেন।
প্রত্যেক মানুষের জীবনে বাবা- মার অবদান নিঃসন্দেহে অনেক বেশি,, কিন্তু বাবা-মার পরে আমাদের যিনি শুভাকাঙ্ক্ষী বা পথপ্রদর্শক তিনি হলেন আমাদের মেন্টর/শিক্ষক। তিনি আমাদের যেভাবে শিক্ষা দেন আমরা সেভাবেই ভাবতে শিখি। পরিবারের পর স্কুল, কলেজ, ভার্সিটি এভাবেই আমাদের শিক্ষা কার্যক্রম চলতে থাকে। ভার্সিটি শেষ করে একটা স্টুডেন্ট মোটামুটি ম্যাচিয়ুর্ড হলেও বিপাকে পড়ে তখন,যখন তার লাইফে ডিসিশন নিতে হয় - সে কি করবে? কোন দিকে যাবে জব/ বিজনেস / অন্য কিছু!! কারন ম্যাচুরিটি হলেও অভিজ্ঞতা তখনও অর্জন হয় নি,,ঠিক সেই মুহূর্তে আমাদের এমন একজন মেন্টর/অভিভাবক প্রয়োজন যার দিক নির্দেশনাই আমাদের ভবিষ্যৎ চলার পথ ঠিক হয় আমরা কোন দিকে যাবো! আমাদের লাইফে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সঠিক মেন্টর/ অভিভাবক বাছাই করাটাও খুব জরুরি। নাহলে পুরো লাইফটাই এলোমেলো হয়ে যেতে পারে। জীবনের এমন ই এক মুহূর্তে আমার সেই মেন্টর / অভিভাবক এর সাথে দেখা হয় এই মহান প্লাটফর্মের কল্যানে যিনি শুধু আমার নন আমাদের সবার অভিভাবক প্রিয় মেন্টর
❤জনাব ইকবাল বাহার জাহিদ স্যার ❤
👇প্লাটফর্ম থেকে শিক্ষা 👇
স্যার এর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই,, যতই বলি শেষ হবে না,, একটা শিক্ষক হয়ত অনেক স্টুডেন্টকে পড়ায়/শিক্ষা দেয় কিন্তু এই শিক্ষার পেছনে ও তার পারিশ্রমিক থাকে,, নিঃস্বার্থ ভাবে বাবা - মা ছাড়া কেউ কিছু দেয় না,, কিন্তু আমাদের প্রিয় স্যার আমাদের জন্য নিঃস্বার্থ ভাবে শুধু দিকনির্দেশনাই দেয় না,,,সবসময় সাথে থেকে পরিচালনা করে যান,যেন আমরা কোনভাবে পথভ্রষ্ট না হয়ে যাই এবং কিভাবে ভাল মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারি। কি অসাধারণ মেন্টালিটি আর ধৈর্য থাকলে একটা মানুষ এত গুলো মানুষের দায়িত্ব নিতে পারেন, তাদের ভবিষৎ জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিকনির্দেশনা দিতে পারেন স্যার কে না দেখলে বুঝতামই না। শুধু মাএ দিকনির্দেশনা নয়, স্যার সার্বিক ভাবে আমাদেরকে দক্ষ করে তুলতে সার্বক্ষনিক কাজ করে যাচ্ছেন। আমি সত্যি খুব ভাগ্যবান এমন মহৎ এবং দয়ালু মানুষের সান্নিধ্যে আসার সুযোগ পেয়ে।
🍁 আমি যখন মাষ্টার্স শেষ করে চিন্তা করছিলাম লাইফে কোন দিকে যাবো কিন্তু ডিসিশন নিতে পারছিলাম না কারন জব লাইফ আমার পছন্দ না আবার বিজনেস যে করব কি নিয়ে করব সেটাও সিলেক্ট করতে পারছিলাম না তখন কিছু মোটিভেশনাল স্পিক শুনা শুরু করলাম ইউটুবে ঠিক এমন সময় স্যার এর একটা ভিডিও চোখে পড়লো,,, স্যার এর লাইফ সম্পর্কে কিছু বাস্তব কথা শুনলাম তার মুখে, কিভাবে তার ঘুরে দাঁড়ান! কঠিন দৃঢ়চিত্ত আর সততা না থাকলে যেটা সম্ভবই না,, এবং তরুনদের প্রতি তার দিকনির্দেশনা,,কিভাবে সৎ থেকে লাইফে সফল হওয়া যায়,, আমাকে দারুন ভাবে অনুপ্রাণিত করলো। সেখান থেকে ফার্স্ট আমার এই গ্রুপ সম্পর্কে জানা এবং মেম্বার হওয়া। আমার বিজনেস করার ইচ্ছা শক্তি যেন দ্বিগুণ বেড়ে গেল।
তবে শুধু করব বল্লেই যে করা যায় না সেটা আরও ভাল করে বুঝলাম স্যার এর সেশন গুলো পড়ে,,,নিজেকে আগে স্কীলড করতে না পারলে যে কতটা পিছিয়ে পড়তে হয় লাইফে এবং বিজনেস এ সেটা ভালই বুঝতে পারলাম। ধীরে ধীরে স্যারের সেশন গুলো ফলো করতে থাকলাম। কিছু অতি গুরুত্বপূর্ণ বিষয় শিখতে থাকলাম। তারমধ্য প্রথমেই -
🍁# কথা বলার জড়তা কাটানো নিয়ে
চর্চা শুরু করলাম,,,নিজের সাথে কথা বলা শুরু করলাম ,, গ্রুপের কিছু আপু, ভাইয়াদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা / ডিসকার্স আরম্ভ করলাম,,আস্তে আস্তে অনেকটাই ভয়, সংশয় কেটে গেল আলহামদুলিল্লাহ,,, কিন্তু এখনো আমি চর্চা চালিয়ে যাচ্ছি,,, হয়ত এভাবে একটা সময় আর কোন ভয়/সংশয় আমাকে ছুতে পারবে না।
🍁# নেটওয়ার্কিং অনেক বৃদ্ধি পেয়েছে
যেটা না বললেই নয় এই গ্রুপ এর সব ভাইয়া & আপুরা এতটাই আন্তরিক যে আমার মনেই হয়নি আমি তাদের কাছে অপরিচিত কেও,,দায়িত্বরত ভাই - বোনেরা আন্তরিকতা এবং ভালবাসার সাথে আমাকে সহযোগিতা করল সকল ভাবে,,ফার্স্টে আমি জানতাম না কিভাবে আমার জেলার সাথে গ্রুপে এড হবো,, আমাদের খুলনা জেলার Protul Pathak দাদা আমাকে নিজ থেকে গ্রুপে এড করে দিল,,তারপর থেকে বিভিন্ন ভাবে দাদা আমাকে সহযোগিতা করে যাচ্ছেন,,কিছু জানার থাকলেই দাদাকে নক দিয়ে জ্বালাই,দাদা হাসিমুখে সব সমস্যার সমাধান করে দেন সুন্দর ভাবে,, খুলনা জেলার আরও অনেকের সাথেই আমার পরিচয় হয়েছে ইতিমধ্যে তারমধ্য আমার বড় আপু Rtr Rahima Shimu আপুর কথা তো বলতেই হবে,,যিনি অামার আইডল,,যাকে দেখলেই উৎসাহ দ্বিগুণ বেড়ে যায় কাজের,,, কতটা বিনয় অার ধৈর্যের সাথে সব দিক সামলানো যায় অাপুর কাছ থেকে শিখতেছি প্রতিনিয়ত,, খুলনার অনেকেই আমার কাজের অনুপ্রেরণা Mohammad Rasel Akhnd, Liton Dhaka,,ভাই Roji Rafin,, Lima apu সহ আরও অনেকে।
তাদের কাজের গতি দেখলে নিজেকে তাদের পাশে চলার ইচ্ছা শক্তি বেড়ে যায়
🍁# ধৈর্য শক্তি বৃদ্ধি :
ধৈর্য অনেক বড় একটি নিয়ামত কিন্তু আমাদের অনেকেরই এইটার খুব অভাব,,একটা কথা শুনেছিলাম কোন এক মোটিভেশনাল স্পিকে...."রেগে গেলেন তো হেরে গেলেন " আসলেই সত্য,,, যে রাগ কন্ট্রোল করতে পারে না তার লাইফে সফলতা ধরা দেয় না। ধৈর্য সহকারে বিনয়ের সাথে সবকিছু করতে পারলে সফলতা অাসবেই। স্যার এর ৯০ দিনের সেশন আমার ধৈর্য ধারন ক্ষমতা বৃদ্ধি করেছে,, ধৈর্য ধরে স্যারের কথা মন দিয়ে শুনেছি,,সে অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি,,বিজনেস এর ক্ষেএে যেটা অনেক বেশি জরুরী। ধৈর্য এবং বিনয়ের সাথে কাস্টমারকে হ্যান্ডেল না করতে পারলে কাস্টমার কে সন্তুষ্ট করা যাবে না, ধরে রাখা যাবে না।
🍁# স্কিলড ডেভেলপমেন্টঃ
এই ডিজিটাল যুগে সেল্ফ স্কিলড ডেভেলপমেন্ট এর কোন বিকল্প নেই,,,যে কোন ক্ষেত্রে টিকে থাকতে হলে মাস্ট প্রয়োজন এটার,,,,যেটা প্রতিনিয়ত অামাদের স্যার বিভিন্ন ভাবে শেখার সুযোগ করে দিচ্ছেন তাও বিনামূল্যে ঘরে বসে। কিভাবে নিজের বিজনেস এর সকল কাজ নিজেই করা যায় যেমন- ফেইজবুক পেইজ করা থেকে মার্কেটিং সকল বিষয় এ অামাদের জ্ঞান বৃদ্ধি পাচ্ছে,, অাইটি সেক্টর ও ডেভেলপ হচ্ছে। অনেক কিছু এখন আমি নিজেই করতে পারি কারো সাহায্য ছাড়া অালহামদুলিল্লাহ।
🍁# থিংকিং স্কিলঃ
যার থিংকিং স্কিল যত বেশি উন্নত তার সফলতা তত সন্নিকটে। কারো কোন একটি কাজ করতে ১০ ঘন্টা সময় লাগে,, অাবার সেই একই কাজ কেউ ১ ঘন্টায় ও করতে পারে,,কেউ ১০ মিনিটে। তাই থিংকিং স্কিল ডেভলপ করাটা খুব জরুরি, এতে সময় ও শ্রম ২ টোই বাচে। স্যার প্রতিনিয়ত আমাদের থিংকিং স্কিল ডেভলপমেন্ট এ কাজ করে যাচ্ছেন। আমিও শেখার চেষ্টা করছি।
🍁# কমিউনিকেশন স্কিলঃ
"নিজের বলার মত একটা গল্প " গ্রুপটা যে কত বড় প্লাটফর্ম সেটা অামি এই গ্রুপ এর সাথে যুক্ত না থাকলে কখনো জানতে পারতাম না,,,,কমিউনিকেশন এর জন্য এর মত ভাল আর কি হতে পারে! খুব সহজে দেশের ৬৪ জেলার লোকের সাথে চাইলেই যুক্ত হওয়া যাচ্ছে,, ফলে একে অন্নের ভেতর সখ্যতা,,,অান্তরিকতা গড়ে উঠেছে এবং সবারই প্রায় একই উদ্দেশ্যে এখানে জমায়েত হয়েছে। স্যার এর সেশন গুলো থেকে অামরা বিনয় হতে শিখি,, যেহেতু অামাদের মূল মন্ত্র নিজেকে ভাল মানুষ হিসেবে গড়ে তোলা,,, এতে করে অামাদের কমিউনিকেশন স্কিল ডেভলপ হয়,, যেটা কাস্টমারের বিশ্বাস যোগ্য হতে সাহায্য করে।
🍁# পজিটিভ মেন্টালিটিঃ
ভাল থাকার সবচেয়ে বড় উপায় পজিটিভ মাইন্ডসেট করা। পজিটিভ চিন্তা ভাবনা আমাদের অাত্বতৃপ্তি দেয়। যেটা ভাল মানুষের সবথেকে বড় গুন। স্যার এর সেশন গুলো বার বার অামাদের পজিটিভ থাকার কথা মনে করিয়ে দেয়, অনুপ্রেরণা দেয়। একজন পজিটিভ মেন্টালিটির মানুষ কখনও কারো সাথে খারাপ অাচরন করতে পারে না। যেটা বিজনেস এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমিও অনেকটাই পজিটিভ মাইন্ডসেট করতে পেরেছি,, অাশা করি এভাবে ভালো মানুষদের সাথে থাকতে থাকতে চিন্তা ধারা অারো পজিটিভ করতে পারবো।
🍁আত্তবিশ্বাসঃ
আত্তবিশ্বাস না থাকলে কাজ সামনের দিকে এগোতে দেয় না,, কোথায় যেন বার বার বাঁধা সৃষ্টি হয়। অাত্তবিশ্বাস থাকলে মানুষ যে কোন কঠিন কাজ ও সহজে করার সাহস পাই। নিজেকে ভাল মানুষ হিসেবে গড়তে পারলে অাত্তবিশ্বাস অনেক বেড়ে যায়। স্যার এর সেশন গুলো অামাকে অাত্তবিশ্বাসি করে তুলেছে। নিজের কনফিডেন্স লেভেল অনেকটাই বৃদ্ধি পেয়েছে অালহামদুলিল্লাহ।
এছাড়াও অারো অনেক কিছু প্রতিনিয়ত শিখছি,,শিখে যাব ইনশাআল্লাহ,,মহান সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা জীবনের শেষ দিন পর্যন্ত যেন ভাল মানুষ হিসেবে সবার কাছে থাকতে পারি। দোয়া করবেন অামার জন্য,, সবার জন্য অনেক শুভকামনা ❤
🍀🍁পরিশেষে অাবারো অামাদের গুরু/ মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার কে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চায় অন্তরের অন্তস্থল থেকে,,স্যার যেন চিরদিন অামাদের মাঝে এভাবেই অভিভাবক হয়ে শিক্ষা দিয়ে যেতে পারেন,,অনেক ভাল থাকুন স্যার ❤ অাপনার এবং অাপনার পরিবারের সুস্থতা কামনা করছি।
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৮০
১৬-০৭-২০২০
অামি
ফারজানা কেয়া
৯ম ব্যাচ
রেজিঃ ৯৪৫৭
জেলাঃ খুলনা
ব্লাড গ্রুপঃ o+