শুধু স্বপ্নের পিছনে লেগে থাকতে হবে... এবং লেগে থাকতে হবে
"নিজের বলার মতো একটা গল্প" প্ল্যাটফর্মের ১০তম ব্যাচের সমাপনী দিন।।
আসসালামুয়ালাইকুম,
আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আরো একটি ব্যাচ শেষ হলো মানে দশম ব্যাচের আজ সমাপনী দিন, ইতিমধ্যেই আমাদের প্রিয় স্যার দশম ব্যাচের শেষ অর্থাৎ ৯০ তম সেশন আমাদের উদ্দেশ্যে দিয়েছেন।
করোনা ভাইরাস নামক অদৃশ্য প্রাকৃতিক দুর্যোগ এর ছোবলে বিপর্যস্ত সারাবিশ্ব, স্থবির জনজীবন, ভেঙে পড়েছে অর্থনৈতিক , সামাজিক কাঠামো সহ সকল অবকাঠামো।গৃহবন্দী,লকডাউন ও সীমিত আকারে জীবনযাত্রার মাধ্যমে দিন পার করছেন বিশ্বের কোটি কোটি মানুষ।বন্ধ আছে এখনো পর্যন্ত স্বাভাবিক জীবনে চলা সকল প্রকার কার্যক্রম। এত কিছুর মধ্যেও মহান সৃষ্টিকর্তা আল্লাহর অশেষ মেহেরবানীতে আমাদের সবার প্রিয় "নিজের বলার মতো একটা গল্প"প্ল্যাটফর্মের স্বপ্নদ্রষ্টা জনাব Iqbal Bahar Zahid স্যারের নিরলস ও নিঃস্বার্থ প্রচেষ্টায় ১ম ব্যাচে ৬৪ জেলার ১৬৪ জনকে নিয়ে শুরু হওয়া উদ্যোক্তা ও ভালো মানুষ তৈরি করার এই অনলাইন কর্মশালা একদিনের জন্যেও বন্ধ না থেকে আজ তিন লক্ষেরও অধিক সদস্যকে নিয়ে সফল ও সার্থক ভাবে দশম ব্যাচের ৯০ দিনব্যাপী কর্মশালা শেষ করেছেন এবং ইনশাআল্লাহ আগামী দিন থেকে আরো নতুন নতুন সদস্যদের সতস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে যাত্রা শুরু করবে ১১তম ব্যাচের।আজ এই প্ল্যাটফর্ম এর কার্যক্রম ৬৪ জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্বের প্রায় ৬৩টি দেশে বিস্তৃত। গত ৯০ দিন ধরে শিক্ষা নেয়া দশম ব্যাচের সদস্যরা আগামী দিন থেকে শুরু হবে তাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নতুন রূপে পথ চলা।
স্যারের প্রতিটি শিক্ষাকে আমরা যদি আমাদের নিজেদের জীবনে কাজে লাগাতে পারি তাহলে আমরা হতে পারব একজন ভালো উদ্যোক্তা ও ভালো মানুষ। তৈরি করতে পারব আমাদের নিজেদের বলার মতো একটা গল্প।
প্রথম ব্যাচ থেকে দশম ব্যাচ পর্যন্ত আমরা যারা স্যারের ৯০ দিনের অনলাইন কর্মশালায় অংশ নিয়েছি আমরা সবসময়ই এই কর্মশালায় স্যারের প্রতিটি সেশন, লাইভ এবং অন্যান্য সকল কার্যক্রম আগের মতই খেয়াল করব এবং আমাদের অর্জিত শিক্ষাকে ঝালিয়ে নিব। নতুন নতুন সেশন ও লাইভে স্যার প্রতিনিয়তই নতুন নতুন অনেক কিছুই যুক্ত করেন। সুতরাং আমরা এই বিষয়গুলো যাতে মিস না হয় সেদিকে খেয়াল রাখবো।
স্যার আমাদেরকে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের উদ্যোগগুলোকে সাফল্যমন্ডিত করার জন্য সব সময়ই বিভিন্ন ধরনের নতুন নতুন সংযোজন করে থাকেন, অনেক ধরনের সুযোগ আমাদের জন্য তৈরী করে দেন আমরা সেই বিষয়গুলো কাজে লাগিয়ে স্বপ্ন পূরণের লক্ষ্যে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ।
_______________________________________________
দশম ব্যাচের ৯০ তম দিনে প্রিয় স্যারের মূল্যবান কিছু কথা:-
দেখতে দেখতে ৯০ টা দিন অর্থাৎ ৩ মাস চলে গেল আমাদের কর্মশালার। প্রতিদিন আমরা কানেক্টটেড ছিলাম - এটা কিন্তু একটা বিশাল অর্জন। এবং শেষ হল টানা ১০ টি ব্যাচের ৯৩১ দিন। টানা এই ৯০ দিনের লম্বা জার্নি আপনাদের সাথে অসাধারণ ছিল। আমার জীবনে কোনদিন কারো সাথে এত লম্বা সময় ধরে টানা কোন যোগাযোগ রাখতে পারিনি বা করিনি।কেউ কেউ অনেক ভালো শিখেছেন এবং কেউ কেউ হয়ত একটু কম কিন্তু আমি দেখতে পাচ্ছি, আপনাদের সবার জীবন বদলে গেছে, পরিবর্তন এসেছে ব্যাপক, বদলে গেছে আপনাদের চিন্তা ভাবনা। আপনারা এখন সবাই ভালমানুষ ও পজিটিভ মানুষ।এই শিক্ষা আপনার যদি আপনাদের আগামী দিন গুলুতে কাজে লাগাতে পারেন এবং মেনে চলেন, তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি, আপনাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না। শুধু স্বপ্নের পিছনে লেগে থাকতে হবে... এবং লেগে থাকতে হবে।#নিজের_বলার_মত_একটা_গল্প আপনারদের প্লাটফর্ম, আপনাদের পরিবার ও আপনাদের সম্পদ। এই পরিবারকে ধরে রাখার ও এগিয়ে নিয়ে যাবার দায়িত্ব আপনাদের। একদিন এটা একটা বিশাল বিজনেস সংগঠনে রুপ নিবে ইনশাল্লাহ।আপনাদেরকে একটা নতুন দায়িত্ব দিলাম - আজ থেকে আপনার নিজের কাজের পাশাপাশি আরও ১০ জন তরুণকে ভালমানুষ হতে সাহায্য করবেন এবং আপনি যা যা শিখেছেন তার ফলাফল তাঁকে জানাবেন। আপনারা অনেক ভালো থাকবেন, জীবনে উদ্যোক্তা হিসাবে সফল হবেন, ভালো মানুষ হবেন, আপনাদের মত আরও ৩০০,০০০ তরুণদের জীবন বদলে যাবে - এটাই আমার পাওয়া।
#Entrepreneurship
#Nijer_Bolar_Moto_Ekta_Golpo
#নিজের_বলার_মতো_একটা_গল্প
_______________________________________________
স্যার এই প্ল্যাটফর্মের সকল মানুষকে ভালো মানুষদের ব্র্যান্ড ঘোষণা করেছেন, সুতরাং আমাদের সকল কার্যক্রম আমরা এমন ভাবে পরিচালনা করব যাতে আমাদের স্যারের সম্মান খর্ব না হয় এবং ভালো মানুষদের এই প্ল্যাটফর্মকে নিয়ে কেউ কোন প্রশ্ন তুলতে না পারে। আমরা নিজেরাও কারো দ্বারা ক্ষতির সম্মুখীন হব না এবং কাউকে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষতির সম্মুখীন করব না।এটাই আমাদের স্যারের শিক্ষা।।
পরিশেষে সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। পৃথিবীর এই ক্রান্তিলগ্নে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করব যার যার অবস্থানে আমরা সুস্থ ও নিরাপদ থাকবো। নিজেরা সচেতন হব অন্যদেরও সচেতন করবো, নিজেরা ভালো থাকবো অন্যদেরও ভালো রাখতে চেষ্টা করব। দেশ ও পরিবারের স্বার্থে আমরা সবাই ঘরে থাকবো।
আবারো প্রিয় স্যারের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন স্যারকে সুস্থ নিরাপদ রাখেন।আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি স্যারকে এত বিশাল প্লাটফর্মটি আমাদের গড়ে দেয়ার জন্য।এই প্লাটফর্ম গড়ে দেয়ার কারণেই আজ আমরা অংশ নিতে পারছি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে।
দশম ব্যাচের সমাপনী দিবস উপলক্ষে গত দুদিন ব্যাপী সারাদেশে দশ হাজারেরও বেশি বৃক্ষরোপণ করা হয়েছে" নিজের বলার মতো একটা গল্প" প্ল্যাটফর্ম থেকে Iqbal Bahar Zahid স্যারের আহবানে সাড়া দিয়ে প্রিয় প্ল্যাটফর্মের দশম ব্যাচ সহ অনেক ভাই-বোন।।
এছাড়াও দশম চলাকালীন সময়ে প্রিয় স্যারের যুগান্তকারী পদক্ষেপ প্রিয় প্ল্যাটফর্মের উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রতি সপ্তাহের মঙ্গলবার কে প্রিয় প্ল্যাটফর্মের সাপ্তাহিক অনলাইন হাটবার ঘোষণা।। যেখানে প্রিয় স্যারের অত্যন্ত যুগোপযোগী ও কার্যকরী একটি স্লোগান "আমরাই ক্রেতা আমরাই হবো বিক্রেতা" অত্যন্ত কার্যকরভাবে সফল ও সার্থক ভাবে প্রমাণিত হয়েছে।লেনদেন লক্ষ-লক্ষ থেকে কোটিতে পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের জন্য একটা বিশাল অর্জন। উদ্যোক্তাদের এবং শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য দশম ব্যাচের কার্যক্রম চলাকালীন সময় থেকে চালু হয়েছে আইটি ট্রেনিং, ইংলিশ প্রশিক্ষণ ও নারীদের জন্য বুটিক বাটিক এর ট্রেনিং কার্যক্রম।।স্যালুট প্রিয় স্যার আপনাকে।।
এভাবেই প্রিয় প্ল্যাটফর্ম "নিজের বলার মত একটা গল্প" পর্যায়ক্রমে ৯০ দিন ব্যাপী কার্যক্রম শেষ করে এগিয়ে যাবে বহুদূর। তৈরি করবে সারা বিশ্বের জন্য একটি রোল মডেল। যুগ যুগ ধরে বেঁচে থাকবে মানুষের ভালোবাসায়।
ধন্যবাদ সবাইকে।।
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৮৩
১৯-০৭-২০২০
ফখর উদ্দিন ইমেল
স্বেচ্ছাসেবক
গুলশান জোন
ও রিসার্চ এন্ড প্রমোশন টিম
ব্যাচ নং-৭ম
রেজিস্ট্রেশন-৯৮৩
জেলা ফেনী।।
০১৭৬৩৬৮৫১১১