এই প্লাটফর্ম এ এসে ধৈর্য্যের সাথে অনন্ত ৩/৪ মাস লেগে থাকুন,তখন আপনার নিজের পরিবর্তনটি নিজেই দেখতে
আস্সালামুয়া'লাইকুম,
সবাই কেমন আছেন??
#Nijer_Bolar_Moto_Ekta_Golpo
#প্রিয়_প্লাটফর্ম_এর_টানা_৯৩১দিন
#১০ব্যাচের_৯০_দিনের_সেশন_সমাপ্তি
💜💜নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্ম একটা ভালোবাসার, ভালোলাগার প্লাটফর্ম এ-ই প্লাটফর্ম নিয়ে আমার সামান্য লেখাতে কি অনুভূতি প্রকাশ করা যথেষ্ট হবে!!
জানি যথেষ্ট হবে না, তারপরও একটু ছোট্ট করে অনুভূতি প্রকাশ করার চেষ্টা করছি।
কৃতজ্ঞতা জানাই প্রানপ্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি।
আজ থেকে ২৭০ দিন আগে যখন পুরোপুরি ভাবে এই প্লাটফর্ম এ ৮ম ব্যাচ থেকে নিয়মিত সময় দেওয়া শুরু করেছি,সেশনের শুরুর সময়ের দিক কিছুটা আমার কাছে অগোছালো লেগেছে,কারণ তেমন কারো সাথে পরিচয় নাই,কাউকে তেমন ছিনতাম না,জানতাম না।যখন কয়েকটা সেশন অতিবাহিত হলো তখন আস্তে আস্তে বুঝতে শুরু করেছি,উপলব্ধি করতে শুরু করেছি।নিয়মিত স্যারের সেশনগুলো তে কমেন্ট করতাম বুঝার চেষ্টা করতাম, তখন থেকে কেমন জানি এই প্লাটফর্ম এর জন্য ভালোলাগা টা শুরু হয়ে গেলো,আস্তে আস্তে এই প্লাটফর্ম এর মানুষদের সাথে পরিচিত হতে শুরু করলাম, সম্পর্ক তৈরী হওয়া শুরু হলো।স্যারের প্রতিটি সেশনের সাথে কেমন জানি সবকিছু বাস্তবে মিল খুঁজে পেতে শুরু করলাম।প্রতিনিয়ত শেখার নেশায় এই প্লাটফর্ম এর প্রেমে পড়ে গেলাম, খুঁজে পেলাম হাজারও ভালো মানুষ, আমাকে একটা বিষয় সবসময় অবাক করতো সেটি হলো এখানে সবাই ভালো মানুষ,সবার সহযোগীতা মূলক মনোভাব, একে অন্যকে সব সময় সহযোগীতা করছে কোন রকম বিনিময় ছাড়া,কোন রকম নেগেটিভ আচরন,নেগেটিভ কমেন্ট নাই।মনে মনে ভাবলাম এই কাজটি কিভাবে সম্ভব হলো, মনে হয় কোন এক মহান কারিগরের হাত আছে এর পিছনে।হ্যাঁ আসলে এমন একটা মহান কারিগর এই ভালো মানুষগুলোর গুরু আর সে হলো আমাদের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার।এই মানুষটির প্রেমে এতো বেশি পড়ে গেছি আমি যাকে দেখলে, যার কথা শুনলে শরীরের প্রতিটি পশম দাঁড়িয়ে যায়,তখন ভাবতাম এই মানুষটি-এ মনে হয় সেই স্বপ্নবাজ মানুষটি যিনি এদেশের লাখো তরুণ-তরুণী,যুবক-যুবতী দেরকে স্বপ্ন দেখাচ্ছে ভালো মানুষ হওয়ার, পজেটিভ মানুষ হওয়ার,এবং একজন মানবিক উদ্যোক্তা হওয়ার।প্রতিনিয়ত পঙ্গপালের মত ছুটে বেড়াচ্ছে দেশ থেকে দেশান্তরে মানুষকে শেখানোর জন্য, এই কথা বুঝানোর জন্য যে, তুমি পারবে তোমাকে পারতেই হবে,তুমিই পারো এই দেশের বেকারত্বকে না বলতে।চাকরি করবো না, চাকরি দিবো এই মিশন নিয়ে স্যার তার লালিত স্বপ্নকে বাস্তবায়ন করার নেশায় লেগে আছে এই প্লাটফর্ম লাখো তরুন তরুণীর পিছনে। বিনামূল্যে শ্রম দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।এই প্লাটফর্ম থেকে এতোদিনের লেগে থাকায় অনেক কিছু শিখেছি যে শিক্ষাটা কোন শিক্ষা প্রতিষ্ঠানে পাইনি।আগে যেখানে ঠিকভাবে কারো সামনে দাড়িয়ে দু'টো কথা ভালোভাবে বলতে পারতাম না, সেখানে স্যারের সেশন থেকে শিক্ষা নিয়ে প্রেজেন্টেশন স্কিল কথা বলার জড়তা কাটানোর কর্মশালায় অংশগ্রহন করে ১১০ টা ভিডিও সম্পূর্ণ করেছি,তৈরী করতে সক্ষম হয়েছি নিজের একটি ভালো পরিচয়,যার কারণে আমি নিজেই এখন নিজের পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি,আগে অনেক হতাশায় ভুগতাম,মনোবল খুবই ক্ষিণ ছিলো এখন মনে ফুল এনার্জি নিয়ে চলতে পারি, কারণ স্যার শিখিয়েছেন কিভাবে দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জীবনের ঝুঁকিগুলো মোকাবেলা করতে হয়।এই প্লাটফর্ম এর সাথে লেগে থাকার কারণে অর্জন করতে পেরেছি অনেক কিছু,নিজেকে বদলাতে শিখেছি।একজন উদ্যোক্তা হতে হলে কি কি গুনাবলি অর্জন করতে হয়, কি কি ঝুঁকি রয়েছে,মূলধন কোথায় পাবো,পন্যের বাজারজাত কিভাবে করবো,কোথায় করবো,আরো অনেক কিছু। সব থেকে বেশি পেয়েছি এই প্লাটফর্ম থেকে যেটা সেটা হলো,সবার সাথে মজবুত একটি নেটওয়ার্ক তৈরী করা।যা কিনা আমাদের উদ্যোক্তা জীবনে এবং ব্যবসায়ের ক্ষেত্রে অনেক কাজে আসবে।আমাদের স্যার বলে থাকেন এই প্লাটফর্ম লেগে থাকার কারনে আপনি একজন ব্যবসায়ি বা উদ্যোক্তা না হতে পারেন অন্তত একজন ভালো মানুষ এবং পজেটিভ মানুষ হতে পারবেন।একটা বিষয় লক্ষনীয় এই প্লাটফর্ম এ প্রায় ১লক্ষ চল্লিশ হাজার শিক্ষার্থী তার মধ্যে ৩ হাজার উদ্যোক্তা।তাহলে বুঝতেই পারছেন সবাই কিন্তু আমরা উদ্যোক্তা হইনি, কিন্তু সবাই ভালোমানুষ হতে পেরেছি, ভালো মানুষের চর্চা অব্যাহত রাখতে পারছি এই প্লাটফর্ম এর মাধ্যমে।এই প্লাটফর্মে লেগে থাকার কারনে এই পর্যন্ত বিনামূল্যে নয়টি স্কিল শিখতে পেরেছি।আমার জানামতে এই সুযোগটি বিশ্বের আর কোথাও পাওয়া যাবে না।আমি এই প্লাটফর্ম এর সাথে প্রতিনিয়ত যুক্ত থাকতে পেরে নিজেকে একজন গর্বিত মানুষ মনে করছি।সেই সাথে আজীবন এই প্লাটফর্ম এর একজন ক্ষুদ্র শিক্ষার্থী ও সেচ্ছাসেবক হিসাবে লেগে থাকতে চাই।সবার দোয়া ও ভালোবাসা কাম্য।
💜💜#গ্রুপের_থেকে_আমার_প্রাপ্তিঃ💜💜
যে বিষয়টি আমাকে এই গ্রুপের সাথে লেগে থাকতে সবচেয়ে বেশি অনুপ্রানিত করেছে সেটি হলো, এই গ্রুপের রূপকার ইকবাল বাহার জাহিদ স্যার মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়াটা,যে প্লাটফর্ম এসে কখনো কারো কাছ স্বার্থের লেশমাত্র ও খুজে পাই নাই।কারণ আমি যখন দেখতে পেলাম আমাদের স্যারের প্রতিটি শিক্ষাএ কোন না কোন নতুন পথ দেখাচ্ছে আমাদেরকে,মানবিক গুণাবলি সম্পূর্ণ মানুষ তেরী করছে প্রতিনিয়ত, তখন আমি এই প্লাটফর্ম এর প্রেমে পড়ে যায়,এবং আমার জীবন মান উন্নয়নের জন্য স্যারের প্রতিটি নির্দেশনা বুকে লালন করে এগিয়ে যাওয়ার নেশায় মত্ত হয়ে গেলাম, সেই থেকে এই প্লাটফর্ম সাথে লেগে থাকা,এবং নিজেকে ব্র্যান্ডিং করার জন্য প্রতিনিয়ত গ্রুপে ৩/৪ ঘন্টা সময় দেয়, সে সুবাদে টানা এক মাসের পারফর্মেন্সে আমি তিনবার টপ টুয়েন্টিতে স্থান করে নেয়।আমি মনে প্রানে বিশ্বাস করি যে কোন কিছুর সাথে লেগে থাকলে সফলতা আসা সময়ের ব্যাপার মাত্র।তারই ফল আমি নিজে, টপ টুয়েন্টিতে আসার চ্যালেঞ্জ মোকাবেলা করে উপলব্ধি করতে পারছি।আমি মনেপ্রানে বিশ্বাস করি এই প্লাটফর্ম এর সাথে লেগে থাকার ধরুন নিজেকে কিছুটা হলেও ব্র্যান্ডিং করতে সমর্থ হয়েছি।
💜💜#নতুনদের_জন্য_কিছু_কথাঃ💜💜
নতুনদের জন্য বলবো, এই প্লাটফর্ম এ এসে ধৈর্য্যের সাথে অনন্ত ৩/৪ মাস লেগে থাকুন,তখন আপনার নিজের পরিবর্তনটি নিজেই দেখতে পাবেন,নিশ্চিতভাবে আপনার বদলে যাওয়া শুরু হয়ে যাবে।যেমনটা আমার হয়েছে। আপনি যদি জীবনে সত্যিকারের কিছু হতে চান,নিজেকে বদলাতে চান, পৃথীবির ইতিহাসে এইরকম দ্বিতীয় আরেকটি প্লাটফর্ম খুজে পাবেন না।তাই এই প্লাটফর্ম এর সাথে লেগে থাকার বিকল্প নাই।
আবারো প্রিয় মেন্টরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আজকের মত, ভবিষ্যেতে যেন আরো ভালো কিছু লিখতে পারি, সে জন্য দোয়া চাই আপনাদের থেকে।
আমার লেখায় যদি কোন ভূল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন🙏🙏
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৮৩
১৯-০৭-২০২০
আমি👇
👱হাবিব উল্যাহ
👨🎓 ৮ম ব্যাচ
🖋️রেজি.নং: ৩৩৮৫
👬কমিউনিটি ভলেন্টিয়ার
👨মেম্বার,রেজিষ্ট্রেশন টিম
🕴মেম্বার,সাপ্তাহিক হাট-বার মনিটরিং টিম
🏝শেয়ারহোল্ডার:নুজুম গ্রুপ কাতার
🤝পার্টনার:দ্যা গ্র্যাভিটি টাইম রেস্টুরেন্ট মিরপুর
🇧🇩 ফেনী জেলা
💉ব্লাড-গ্রুপ B+
🇶🇦 কাতার প্রবাসী
📧 hmmotasimhabib5685@gmaiGolpo