আমি আর এখন একা নই আমার সাথে আছে ৬৪ জেলার সহ ৫০ টিরও বেশি দেশের তিন লাখ ভালো মানুষের পরিবার।
আসসালামু আলাইকুম,।
সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন।
প্রথমেই কৃতজ্ঞতা জানাই প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যারকে আমাদের এতো সুন্দর করে একটা প্লাটফর্ম করে দেওয়ার জন্য।
#আমার_জীবনের_গল্প
আমি মোঃ রাজুল
ফ্যামেলীর সবার ছোট হওয়াতে তেমন কোনো কাজ বা চাপ ছিলো না নিজের উপরে।
কারণ আমরা ৩ ভাই এর মধ্যে ২ ভাই ছিলেন প্রবাসী আর আমি বাড়িতে যখন যা চাইতাম তাই পেতাম ফ্যামেলী থেকে।
সারাদিন ছিলো খেলাধূলা আর বন্ধুবন্ধুদের সাথে ঘোরাফেরা।
এরকম আর কয়দিন চলবো ভালো লাগছে না।ছোটবেলা থেকে উদ্যোক্তা হওয়া স্বপ্ন ছিলো।সারাক্ষণ মাথায় আইডিয়া ঘুরতো কি করা যায়।
#পড়াশোনা_অবস্থায়_নিজে_কিছুর_করার_প্রচেষ্টা।
তাই পড়ালেখায় থাকাকালীন সময়ে হটাৎ মাথায় আসে ব্যবসা করবো যেই ভাবা সেই কাজ কিছু না জেনে শুনে শুরু করে দিছিলাম টেলিকম এর ব্যবসা কিছুদিন ভালোই চলছিলো তারপর মাথায় আসলো ব্যবসা টা আরও বড় করবো আবার শুরু করে দিলাম নতুন ব্যবসা ব্যবসা টি ছিলো ডিলারশীপ (এজেন্ট) নিয়ে ছিলাম ফুড এন্ড ভেবারেজ কোম্পানির
আসলে আমার এই বিজনেস এর কোনো ধারণা বা কোনো আইডিয়া ও ছিলো না প্রথমত চলছে ভালই পরে যত দিন যায় আমার খারাপ সময় আসতে থাকে কথায় আছে না যখন বিপদ আসে চতুর্দিকে আসে
আমার বেলায় ও তাই হয়েছিলো
এক তো আমার নতুন ব্যাবসা
তারপর আবার ২ টা ব্যাবসা কিভাবে সামলাবো কোনো আইডিয়া খুজে পাচ্ছিলাম এর মধ্যে খবর আসলো
আমি যে ফুড কোম্পানি থেকে ডিলার নিয়ে ছিলাম তাদের কোম্পানি টা ও নতুন
হটাৎ একদিন নোটিশ আসলো তারা নাকি সিলেট আর পন্য পাঠাতে পারবেনা তাদের নাকি লাভের চেয়ে লস হয়ে যায় বেশি এটা শুনে তো মাথা পুরাই খারাপ এখন মাএ শুধু শুরু করলাম নতুন যাএা এই মুহুর্তে এই রকম নিউজ শুনে একদম হতাশ হয়ে গেলাম আমার পুরো শরীরটা নিস্তব্ধ হয়ে গেলো।
আমার কাছে সব কিছু অন্ধকার হতে লাগলো
আমার এতো হতাশ হওয়ার কারণ হলো মার্কেট য়ে কিছু বাকি টাকা ছিলো ও কিছু ড্যামেজ মাল ও ছিলো কোম্পানি বললো একদিনের ভিতরে যা ড্যামেজ মাল দিবো তারা তা রিটার্ন নিবে এখন আমি কিভাবে সব ড্যামেজ মাল নিয়ে যাবো আমার মার্কেটে তো এখন ও অনেক ড্যামেজ মাল রয়ে গেছে
সেদিন আমার কিছু করার ছিলো না
যা ড্যামেজ ছিলো দোকানে তাই নিয়েই আমাদের সিলেট এর ডিপোতে গেলাম সেখানে কোম্পানির জেনারেল ম্যানেজার আসছিলো সে বললো আমরা এখন আপনাদের ড্যামেজ মাল নিবো তারপর সব ডিলারদের টাকা ডিপোতে দিয়ে দিবো ১ মাসের মধ্যে সেই আশায় নিয়ে আসলাম বাড়িতে।
কিন্তু এদিকে ১ মাস চলে গেলো টাকা দেওয়ার নাম নাই ডিপোতে যোগাযোগ করলে তারাও বলে তাদের অনেক টাকা পাওনা অনেক কস্টের পর পড় আমার ৩ ভাগের ২ ভাগ টাকা হাতে পেলাম। এইদিকে আমার ব্যাবসা টা বন্ধ হওয়ায় নানান মানুষের নানান কথা বলতে শুরু করলো সবার কথা শুনেও আমি ছিলাম আমার মত করে।
১ টা ব্যবসা বন্ধ হওয়ায় টেলিকম এর ব্যবসাটা ধরে রাখলাম কারণ ওই বিজনেস টা ছিলো আমার শেষ সম্ভল কিছুদিন যাওয়ার পর টেলিকম এর দোকান ও বসতে ভালো লাগে না।
কি যেনো শুন্য শুন্য লাগতে লাগলো আমার কাছে
মনে হলো আমার মন আর মানছে না আর বার বার মনে হচ্ছে আমাকে দিয়ে হবে না আমি পারবো না
ব্যবসার হাল আমি ছেড়ে দিলাম। ঐ সময় ইকবাল বাহার জাহিদ স্যারকে পাইলে আমি প্রবাসে আসা লাগতো না।
#ব্যবসার_ক্ষতি_সম্মুখীন_হয়ে_প্রবাসে_আসা।
আর নতুন ডিসিশন নিলাম দেশে আর থাকবো না এদেশে আমাকে দিয়ে কিছু হবে না তাই নিজের হাতে নিজের স্বপ্ন কে কবর দিয়ে বিদেশ আসার প্লান নিলাম
যেই ভাবা সেই কাজ।কল দিলাম আমার মেজ ভাইকে
বললাম আমি আর দেশে থাকবো না তুমি যেভাবে পারো আমার জন্য ভিসার ব্যাবস্তা করো
উনি ভিসার এপ্লাই করলেন হয়ে গেলো কাতারের ভিসা।
২০১৮ সালে ১৭ এপ্রিল চলে আসি কাতার।
চলেও আসলাম নতুন দেশে জীবনের নতুন কাজ
বলে রাখি এর আগে আমি কোনো কাজ করিনি কিন্তু বিদেশে নিজের কাজ নিজে করতে হয় নিজের
রান্না করতে হয় কাপড় পরিস্কার করতে হয় আমি তো
কিছুই জানি না একটু একটু করে সব শিখা হলো।
এখন বাকি রইলো কাজ কিন্তু কোনোমতেও কাজে মন বসাতে পারছিলাম না।
তারপর ও মা বাবা ও সবার দোয়ায় ধীরে ধীরে সব ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ।
কিন্তু মাথার মধ্যে ব্যবসার পোকা ঘুরতে থাকে সবসময় কেনো যানি মনে হচ্ছিলো আমি কাজ থেকে ব্যবসা ভালো করতে পারবো।
কিন্তু আমি তো এখন দেশের বাহিরে কিভাবে কি করবো তাই ইউটিউব যে মোটিভেশনাল ভিডিও দেখতাম প্রতিদিন অনেক এর ভিডিও চোখের সামনে আসতো হটাৎ একদিন চলে আসলো আমার প্রিয় স্যারের ভিডিও একটি কথায় আটকে গেলাম
কথাটি ছিলো #স্বপ্ন_দেখুন_সাহস_করুন_শুরু_করুন_এবং_লেগে_থাকুন_সাফল্য_আসবেই।
প্রিয় স্যার এ উক্তিটা শুনে স্যারের প্রতি ভালোবাসা শুরু হয় আমার।
এই কথা শুনার পরে পুরো ভিডিও দেখলাম এমন হয়েছে আমি ভিডিওটি ৫ বার দেখেছিলাম তারপর স্যার বললেন নিজের বলার মতো একটা গল্প গ্রুপ এর কথা যেখানে টানা ৯০ দিন বিনা মূল্যে শিখানো হয় অনেক গুলা স্কিলস শেখানো হয় কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায়।
তারপর ফেসবুকে সার্চ দিয়ে জয়েন হলাম কিছুক্ষন পড় এপ্রুভ হলো কিছু বুজতে পারতে ছিলাম না তাই একটা পোস্ট করেছিলাম আমি কিভাবে এই গ্রুপের ছাএ হবো কিভাবে রেজিষ্ট্রেশন করবো আমাকে অনেক ভাই + বোন সাহায্যে করেছেন সবার আন্তরিকতায় আমি মুগ্ধ। সেই সময় চলছিলো ৭ম ব্যাচ আমি পুরো ব্যাচ কমপ্লিট করেছি।
গ্রুপে জয়েন্ট পরে আমি গ্রুপে প্রতি ভালোলাগা শুরু হয়ে গেলো এ যেনো আমার আর এক পরিবার মতো হয়ে গেলো।
প্রতিদিন অপেক্ষা করতাম স্যার কখন সেশন দেন কখন লাইভে আসেন
আমার ডিউটির ফাঁকে ফাঁকে ডাটা অন করে শুধু গ্রুপ য়ে উঁকি মারতাম কে কি পোস্ট করলো
নতুন কোনো আইডিয়া স্যার দিলেন কি না
আমি নিজের বলার মতো একটা গল্প গ্রুপে যুক্ত হবার পরে এ গ্রুপকে সময় দেওয়ার জন্য আমি অন্য সব গ্রুপ থেকে লিভ নিয়ে নিয়েছি যাতে করে আমার অবহেলার কারণে গ্রুপের কোনো পোস্ট বা ভিডিও আমার চোখের আড়াল না হয় আমার এই পরিশ্রম এর ফল আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আমার সেশন কমপ্লিট হবার পরে।
#এ_গ্রুপের_শিক্ষা_আমার_জীবন_বদলে_দিয়েছে।
নিজের বলার মতো একটা গল্প গ্রুপ থেকে শিক্ষা নিয়ে নতুন করে স্বপ্ন দেখে কাতার বসে থেকে শুরু করেছিলাম ফেসবুক পেইজ ( এফ কমার্স) নাম" #ইয়াব্বি_কালেকশন" ব্যবসা আলহামদুলিল্লাহ আমার ব্যবসা ভালো চলতেছে এখন বিদেশ এর মাটিতে বসে নিজ দেশে ব্যবসা করতে পারতেছি।
সেইটা একমাএ সম্ভব হয়েছে আমার জীবনে পরশ পাথর হয়ে আশা #ইকবাল_বাহার_জাহিদ_স্যার এর কারণে
আমি যে মানুষ নিজ দেশে থেকে ব্যবসার লস দিয়ে আসলাম। সেই আমি কিনা এখন দেশের বাহিরে থেকে ব্যবসা চালিয়ে যাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না।
এটা শুধু মাএ স্যার শিক্ষা অন্তরে লালন করার জন্য।এত সুন্দর প্লাটফর্ম জন্য এটা সম্ভব হয়েছে।স্যার জন্য আজ আমি হতাশাগ্রস্ত মানুষ থেকে আবার সফল উদ্যোক্তা হওয়া পথে লেগে আছি।
এখন আর আগের মত হতাশায় গ্রাস করতে পারে না যখনই মন খারাপ হয় ঢুকে ইউটিউবে স্যারের ভিডিও দেখলে কেটে যায় সব হতাশা।
আমি আর এখন একা নই আমার সাথে আছে ৬৪ জেলার সহ ৫০ টিরও বেশি দেশের তিন লাখ ভালো মানুষের পরিবার।
আর সব ভালো মানুষকে এক সাথে করে দিয়েছেন আমাদের সবার প্রিয় জনাব ইকবাল বাহার জাহিদ স্যার।
পরিশেষে মহান রবের কাছে এই দোয়াই করি মহান রব যেনো আমার প্রিয় স্যারের নেক হায়াত বৃদ্ধি করে দেন।
শ্রদ্ধা,ভালোবাসা, কৃতজ্ঞতা ইকবাল বাহার জাহিদ স্যার।
সবাই আমার জন্য দোয়া করবেন।আমার পেইজে লাইক দিয়ে সাথে থাকবেন।
আমার লেখায় যদি কোন ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন🙏
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৮৩
১৯-০৭-২০২০
মোঃ রাজুল চাঁন্দ
ব্যাচ = ৭ ম
রেজিষ্ট্রেশন নং = ২০৪০
জেলা = সুনামগঞ্জ
বর্তমানে কাতার প্রবাসী
📲০০৯৭৪ ৩৩৫৪১১৬৮
উদ্যোক্তা #ইয়াব্বি_কালেকশন
https://www.facebook.com/Yabbi-108826480673700/?modal=admin_todo_tour