নিজের যোগ্যতা বা গুনের উপর ভরসা করে চলা এবং মা বাবার প্রতি সম্মান স্থাপন করা।
আসসালামু আলাইকুম,
প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান সৃস্টিকর্তার প্রতি।
#Nijer_Bolar_Moto_Ekta_Golpo
#আজ_১০ব্যাচের_৯০_দিনের_সেশন_সমাপ্তি
💙আজকের এই দিনে আমি প্রিয় গ্রুপ থেকে যাকিছু পেলাম তার খুব সামান্যই লেখার চেষ্টা করলাম💙
ভুল ত্রুটি মার্জনীয়🙂
🏓🏓উদ্যোক্তা হওয়ার মানসিক প্রস্তুতিসহ প্রাথমিক পর্যায়ে ব্যাবসায়ী কাজের জন্য নানাবিধ প্রস্তুতি নেওয়া। স্বপ্ন দেখা এবং তা পূরণের প্রস্তুতি নেয়া। আমি আসলেই কি হতে চায় সেটা নির্ধারণ অতঃপর কাজ করা।উদ্যোক্তা হতে চাইলে 'চাকরি করবোনা, চাকরি দেব' এই মনোভাব নিয়ে কাজ করা।
🏓🏓নিজের যোগ্যতা বা গুনের উপর ভরসা করে চলা এবং মা বাবার প্রতি সম্মান স্থাপন করা।
নিজের সাথে কথা বলা, নিজেকে ভালোবাসা এবং সময় দেয়া, ব্যার্থতাকে শক্তি আর শিক্ষা হিসেবে নেয়া। সময়ের মূল্যায়ন করা, সময়কে সময় দিয়ে কাজে লাগানো।
🏓🏓এই গ্রুপের মাধ্যমে নিজেকে ব্র্যান্ডিং۔۔ করা নেটওয়ার্ক বাড়ানো এবং এগিয়ে যাওয়ার প্রত্তয় নিয়ে কাজ করা।
🏓🏓প্রতিদিন কিছুনা কিছু কাজ করা, নিজেকে জানা ,জীবনের সময়টাকে কিসে কিভাবে কাটিয়ে দিচ্ছি সেসব জানা এবং সফলতার পর একটা বিশ্রামের প্রয়োজন হয় সেটা মাথায় রাখা,
সুশিক্ষা,স্বাস্থ,সুখ এবং সম্পদ এইসব গুলো থাকলেই সফল ভাবা যাবে নিজেকে এটা মনে রাখা।
🏓🏓নিজের মেধা যোগ্যতার প্ৰতি বিশেষ ভাবে বিশ্বাস রেখে কাজ করা এবং "স্টার্টআপ ফান্ডিং আয়ডিয়া' 1, 2 বিষয়টা মাথায় নিয়ে টাকা সেভ করতে শিখতে হবে, বা শেখাতে হবে। বিভিন্ন পার্টটাইম কাজের মূল্যায়ন করা বা সেসব কাজ করা,শিখতে হবে সব কিছু থেকেই,
স্বপ্ন দেখুন,সাহস করুন , এবং লেগে থাকুন '۔ ۔এই স্লোগানকে সামনে রেখে সপ্ন বাস্তবায়নে লেগে যাওয়া।
🏓🏓নিজেকে ভালো মানুষ করতে হবে এবং কিছু প্রতিবন্ধকতা থেকে জীবনের টার্নিং পয়েন্ট বের করে শুরু করতে হবে, সম্পর্কের গুরুত্ব বা সম্মান করতে শিখতে হবে। একজন ভালোমানুষের যেসকল গুণাবলী থাকা উচিত সেসব তৈরি করা নিজের মাঝে, নিজেকে সক্রিয় রাখতে চোখ রাখতে হবে চতুর্দিকে,নিজের ব্যাবসায়ী আইডিয়া বের করে আন্তে হবে এভাবেই।
🏓🏓ব্যাবসায়ী হয়ে সফল হতে নেটওয়ার্কিং করাটা খুব জরুরি এবং নিজেকেই একজন পজিটিভ মানুষ হিসেবে প্রতিষ্ঠা করা নিজের জেলার বিখ্যাত পণ্য ছাড়াও নিজেও নতুন উদ্ভাবনের চেষ্টা করে জেলাকে এগিয়ে নেয়ার চিন্তা করা এবং নতুন ভাবে উপস্থাপনা করা।
🏓🏓নিজের ভালোলাগার মূল্যায়ন করা এবং নিজেকে ভালোবাসা।নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজে নিতে শেখা। অন্যকে সম্মান করা এবং নিজে সম্মানিত হওয়া ইতিবাচক হওয়া।
🏓🏓জিদকে শক্তি সাহস হিসেবে নিজের অবস্থানের উন্নতি করা।নিজের স্বপ্ন পূরণের জন্ম সময় দেয়া, ধোর্যশীল হয়ে কাজে অটল থাকা যতক্ষণ পর্যন্ত সফল না হতে পারি। নিজের সাথে কথা বলা, নিজের প্লানগুলোকে বাস্তবায়নের চেষ্টা করা।
🏓🏓দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে মনস্বত্বের প্রমান দেয়া, সেবামূলক কাজে আত্মত্যাগী হওয়া
সুসম্পর্ক স্থাপন করা বা সম্পর্কের প্রতি যত্নশীল হওয়া।
🏓🏓ভুল করলে তা অকপটে শিকার করে সরি বলা, এবং অকারণে কারো নিয়ে সমালোচনা না করা।
ব্যাবসায়ী কাজে কাস্টমারের প্রতি যত্নশীল হয়ে রিপিট কাস্টমার বাড়িয়ে দীর্ঘমেয়াদি ব্যবসা করা।
জীবনে আশা দুঃখগুলোকে ছোট করে সুখকে উপলব্ধি করে জীবনকে উপভোগ করা এবং সুখী হওয়া।
🏓🏓রাতারাতি ধনী হবো এই ভাবনা বাদ দিয়ে, পরিশ্রমী হয়ে কাজ করা খুব দরকার এবং "নিজের বলার একটা গল্প তৈরি করা, যার জন্য কাজ করে যাচ্ছি।
🏓🏓একজন ভালো ব্যাবসায়ী হতে গেলেই নিজের উন্নতি খুব বেশি প্রয়োজন তারজন্য স্কিল ডেভেলপমেন্টের সেশন বা নিয়ম ফলো করে শেখার চেষ্টা করা যা এই প্লাটফর্ম থেকে করেছি বা করছি।
🏓🏓 একজন ভালোমানুষ হতে চেষ্টা করে চর্চা করেছি, প্রেজেন্টেশন স্কিলটা খুব প্রয়োজন সেটাও নিজের মতো চেষ্টা করেছি, এবং লেখার মাধ্যমে 4 বার কমিউনিটিভলান্টিয়ারও হয়েছি আলহামদুলিল্লাহ।
🏓🏓সর্বোপরি একজন ভালো মানুষ হতে চেষ্টা করছি। নিজের পায়ের নিচের জায়গাটা শক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টাও করছি। আশাকরছি খুব তাড়াতাড়িই "নিজের_বলার_মতো_একটা_গল্প' থাকবে আমার।🙂
❤❤#নতুনদের_জন্য আমি বলতে চায়,
এই গ্রুপের বাইরে আসলে নিজের জীবন গড়তে কিছুই লাগেনা সবাই যদি এই স্কিল গুলো এডাপ্ট করতে পারেন। সবাইকে বলবো স্যার এর সেশন গুলো পড়বেন, স্যার এর বই গুলো পড়বেন আশাকরি এই প্লাটফর্মটি আপনাদের জীবন বদলে দিবে যদি আপনি ভালোবেসে নিতে পারেন।
11তম ব্যাচের জন্য অভিনন্দন জানাই সবাইকে।
❤❤এই গ্রুপের প্রিয়সব দায়িত্বশীল ভাই বোনদের কথা না বললে সত্যিই বড় অন্যায় হবে বলে মনে করছি। আসলে আমি۔ ভিশনই অভিভুত হয়েছে সকল ভাই বোনদের সাহায্য সহযোগিতায়, ভিশন কৃতজ্ঞ আমি তাদের প্রতি।
♦♦আলহামদুলিল্লাহ অনেক কিছু পেয়েছি এই প্রিয় প্লাটফর্মে যার জন্য শ্রদ্ধেয় প্রিয় মেন্টর #ইকবাল_বাহার_জাহিদ স্যার কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই এতসুন্দর একটি প্লাটফর্ম আমাদেরকে দান করেছেন।
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৮৩
১৯-০৭-২০২০
শিল্পী আক্তার শিলা
ব্যাচ:১০ম
রেজিস্ট্রেশন নাম্বার: ১৬৯৬৫
কমিউনিটি ভলেন্টিয়ার
ব্লাড গ্রুপ: বি পজেটি
জেলা: চুয়াডাঙ্গা
বর্তমান অবস্থান: পল্লবী,মিরপুর, ঢাকা
স্বত্তাধিকারী :https://www.facebook.com/shilpys.rong/