আমি আমার পরিবার নিয়ে গর্বিত। আজ বলতে চাই আমার বাবাকে নিয়ে।
"আসসালামু আলাইকুম"
🌼সর্ব প্রথম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাকে "নিজের বলার মত একটা গল্প" প্লাটফর্মের সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন।
🌼শ্রদ্ধা ও সম্মান জানাই আমাদের প্রিয় মেন্টর জনাব #ইকবাল_বাহার_জাহিদ স্যারের প্রতি যিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন "নিজের বলার মত একটা গল্প" প্লাটফর্মের। যেখানে আমরা নীতি, নৈতিকতা ও ভালো মানুষ হওয়ার চর্চা করার পাশাপাশি নিত্য নতুন বিভিন্ন ধরনের স্কিল শিখছি। এবং এই প্লাটফর্মের শিক্ষাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার সুযোগ পাচ্ছি।
🌼গ্রুপের সকল প্রিয় ভাই ও বোনেদের প্রতি রইল "অফুরন্ত ভালবাসা"। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।।।
🌼আজকে আমি "নিজের বলার মত একটা গল্প " গ্রুপে আমার যুক্ত হওয়া ও গ্রুপের সাথে থেকে ৯০ টা সেশন ধারাবাহিক ভাবে করার কারনে আমি কি শিখেছি ও আমার কি কি পরিবর্তন হয়েছে সে বিষয়ে আমার কিছু অনুভূতির শেয়ার করতে চাই।
আমার জন্ম গ্রামের এক সাধারণ মধ্যবিত্ত যৌথ পরিবারে। পরিবারের ১ম সন্তান হিসেব সবার বেশ আদুরে ছিলাম। জীবন সংগ্রামটা বুঝার তখন সুযোগ হয়নি। আশেপাশের সবার স্নেহে সিক্ত হওয়ার সুযোগ পেয়েছি।
আমার পরিবার সর্বদা শিক্ষা দিয়েছে ভালো মানুষ হওয়ার। পড়ালেখার ব্যাপারেও গ্রামের আর দশটা মেয়ে যতটা অসুবিধা হয়, আমার বেলা তার কিছুই হয়নি আমার পরিবারের মানুষগুলোর জন্য। পরিবার থেকে সুযোগ দেওয়া হয়েছে ইচ্ছামত পড়ালেখার।
ছোট বাচ্চারা যেই সময়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতো। সেই সময় অদ্ভুতভাবে আমি স্বপ্ন দেখতাম পদার্থবিদ হওয়ার। সেই লক্ষ্যে পড়ালেখাও চালিয়ে যাচ্ছি। আল্লাহ আমাকে নিরাশ করেনি তাই শুকরিয়া তার প্রতি। ২০১৯ সালের আগে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আমার মাঝে কখনওই ছিল না। কারণ আমার আশেপাশে এমন কেউ ছিল না। উদ্যোক্তা হওয়ার ইচ্ছা জাগার গল্পটা না হয় আরেকদিন বলবো।
🌼আজ বলবো ৯০ দিনে সেশন কর্মসূচিতে কি শিখেছি তা নিয়ে। তার আগে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি।
আমি আমার পরিবার নিয়ে গর্বিত। আজ বলতে চাই আমার বাবাকে নিয়ে। আমি গর্ব করে বলতে পারি আমার আব্বু একজন ভালো মানুষ। কিন্তু একটা সময় এই ভালো মানুষ হওয়ার সুযোগটা কিছু মানুষ বারবার নিয়েছে। বারবার তাকে বিপদে ফেলেছে তারই কাছের কিছু মানুষ। তার সাফল্য তারা সহ্য করতে না পেরে বারবার তার ভালো মানুষিকতায় আঘাত করেছে। আব্বুর এই আঘাত পাওয়া দেখে আমার মনে একটাই প্রশ্ন জাগতো, "কেন আমি ভালো মানুষ হব? আমি যদি ভালো মানুষ হই কেউ হয়তো আমাকেও আঘাত করবে।" অবশ্য কিছু প্রমাণও পেয়েছিলাম। তারপর থেকে জানা মতে কারও ক্ষতি যেমন করিনি, তেমনি ভাবে আগ-বাড়িয়ে উপকার করার ইচ্ছাটাও কেমন জানি দমে যায়। তারপরও কিছু কিছু মানবিক কাজে পরোক্ষভাবে জড়িত ছিলাম। তবে প্রত্যক্ষভাবে থাকতে ইচ্ছা হত না।
এতো কিছু বলার একটিই কারণ, যখন আমি Rasel Ahmed এর মাধ্যমে এই গ্রুপে যোগ দিই। প্রথম কিছুদিন কার্যক্রম গুলো বুঝার চেষ্টা করি। স্যারের সেশনগুলো পড়া শুরু করি। সব আপু আর ভাইয়াদের ভালো মানুষ এবং উদ্যোক্তা হওয়ার গল্প পড়ার চেষ্টা করি। যখন গল্পগুলো পড়ি, তখন নিজেরও ইচ্ছে হয় ভালো মানুষ আর উদ্যোক্তা হতে। আর সারা জীবন ভালো মানুষ হয়ে কাটাতে।
এই যে আমার ভালো মানুষ হওয়ার ইচ্ছাটা একসময় ক্ষীণ হয়ে গিয়েছিল, সেই ইচ্ছাটা আবার জেগেছে, তা এই প্লাটফর্মের কল্যাণেই। এই শিক্ষাটা আমি মনে করি সবচেয়ে বড় শিক্ষাগুলোর একটি। তাই আমি কৃতজ্ঞতা জানাই জনাব #ইকবাল_বাহার_জাহিদ স্যারের প্রতি। সেই সাথে এই প্লাটফর্মের কিছু আপু আর ভাইয়ার প্রতিও আমি কৃতজ্ঞ। অচেনা হয়েও যারা আমাকে সাহায্য করেছে।
বর্তমানে আমি সক্রিয়ভাবে কাজ করছি Free Book নামক একটি মানবিক সংগঠনে। যার প্রধান লক্ষ্য অসহায় শিক্ষার্থীদের সাহায্য করা। আমার এই কাজের অনুপ্রেরণাও এই প্লাটফর্ম।
🌼৯০ দিনের এই কর্মশালা আমাকে শিক্ষা দিয়েছে:
💠ভালো মানুষ হওয়া।
💠 আত্মবিশ্বাসী হওয়া।
💠অন্যকে সম্মান ও শ্রদ্ধা করা।
💠উদ্যোক্তা হওয়ার উপায় জেনেছি এবং সেই লক্ষ্যে কাজ করার মনোবল পেয়েছি।
💠সফট স্কিল সম্পর্কে জেনেছি।
💠বিনামূল্যে আইটি বিষয়ক প্রশিক্ষণ লাভের সুযোগ পেয়েছি।
💠নিজের সাথে কথা বলার ফল পাচ্ছি।
💠এতো বড় একটা নেটওয়ার্কের সাথে নিজেকে সামিল করতে পেরেছি।
💠পজিটিভিটি চর্চার সুযোগ পেয়েছি।
💠 নতুন নতুন অনেক বিজনেস আইডিয়া সম্পর্কে জেনেছি।
💠নিজেকে এবং নিজের কাজকে ভালোবাসতে শিখেছি।
💠পার্টনারশীফ সম্পর্কে জেনেছি।
💠সততা আর কমিটমেন্টের গুরুত্ব সম্পর্কে জেনেছি।
💠বিভিন্ন ফাউন্ডিং সম্পর্কে জেনেছি।
💠কিভাবে সমস্যার মুখোমুখি হয়ে সমাধান করতে হয়, তা শিখেছি।
💠ক্রোধকে নিয়ন্ত্রণ করতে শিখেছি।
💠"স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন" উক্তিটি থেকে নতুন করে অনুপ্রাণিত হয়েছি।
💠ধৈর্যশীল হতে শিখেছি।
💠সময়ের মূল্য দিতে শিখেছি।
💠"সার্টিফিকেট বানানো শিক্ষা নয়, দরকার কাজ শেখার শিক্ষা" নতুন করে আবার তা উপলব্ধি করেছি।
🌼এছাড়াও ৯০ দিনের এই কর্মশালায় আরো অনেক কিছু শিখেছি যা আমার এই পোস্টে হয়তো বলে শেষ করা সম্ভব হবে না।
🌼এই কর্মশালায় অংশগ্রহণ করার পর আমার যে
যে পরিবর্তন হয়েছে তা হলো:
💠একজন ভালো মানুষ হতে পেরেছি।
💠 নিজেকে এবং নিজের কাজকে ভালোবাসতে পেরেছি।
💠 এখন নিজের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করি।
💠কারও ভালো দেখলে প্রশংসা করতে পারি।
💠নিজের সাথে কথা বলার কারণে নিজের ভুল ত্রুটিগুলো বুঝতে ও সংশোধন করতে পেরেছি।
💠 "ভালো কাজের জন্য শুধু দরকার ইচ্ছে"। আর ইচ্ছাশক্তি নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।
💠কঠিনকে জয় করা আসল চ্যালেঞ্জ এটা জেনেছি আর উদ্যোক্তা হওয়ার কঠিন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাওয়ার সাহস পেয়েছি।
💠নিজের মনের কাছে নিজেকে ভালো মানুষ হিসেবে পরিচয় দিতে পারছি।
💠স্যার বলেছেন, "বিশ্বস্ত, সৎ মানুষ, ভালো মানুষ" হতে। আমি এই গুণ গুলো নিজের মধ্যে ধারন করতে পেরেছি।
💠নিজের ভালো লাগার কাজের সাথে লেগে থাকতে শিখেছি।
💠পজিটিভিটি চর্চা করে নিজের জীবনে প্রয়োগ করে জীবনকে আরও সুন্দর করতে পেরেছি।
💠এখন আমি সমস্যার সম্মুখীন হলে সমস্যা থেকে পালিয়ে না গিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করি।
🌼সর্বোপরি আমি নিজেকে নতুন রূপে চিনতে পেরেছি। আমার কাছে " নিজের বলার মত একটা গল্প" প্লাটফর্মটা একটা ভালো মানুষ তৈরীর কারখানা/ বিদ্যালয় বলেই মনে হয়।
🌼আমার জীবনে আমি অনেকগুলো ভালো শিক্ষকের দেখা পেয়েছি। তাদের স্নেহ লাভের সুযোগ পেয়েছি। আমার জীবনে তাদের অবদানও অপরিসীম। নতুন এক শিক্ষকের দেখা পেলাম এই প্লাটফর্মে এসে। আমার প্রিয় শিক্ষকের তালিকায় যুক্ত হলেন #জনাব_ইকবাল_বাহার_জাহিদ_স্যার। তার কাছে আমি কৃতজ্ঞ। স্যারের সেশনগুলো আমার নতুন পথ চলার গাইডলাইন।
🌼স্যার বলেছে স্বপ্ন দেখতে, সাহস করতে, শুরু করতে এবং লেগে থাকতে। এই কারণেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে, সাহস করে পেইজ খুলে এফ-কমার্স কাজ শুরু করেছি। যদিও এখনো ভালোভাবে পেইজটাকে গুছিয়ে নিতে পারিনি। তবে ইনশাআল্লাহ পারবো। আমার ইচ্ছা পোশাক নিয়ে কাজ করার।
আমার পেইজ লিংক
facebook.com/Orpitas-Collection-2077559545869056/
🌼সবাই ভালো থাকবেন। সুস্হ থাকবেন।
এই কামনা করি। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে এক জন ভালো ও সফল মানুষ হিসেবে নিজের আত্মপ্রকাশ করতে পারি এবং তৈরি করতে পারি
#নিজের_বলার_মত_একটা_গল্প ।।।
🌼🌼🌼আল্লাহ হাফেজ🌼🌼🌼
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৮৩
১৯-০৭-২০২০
নাম: মোসাম্মৎ ফারহানা তাবাচ্ছুম
ব্যাচ: দশম
রেজি.নং : ১৭১৭৯
জেলা: ফেনী
ব্লাড-গ্রুপ : B+
পড়াশোনা: অনার্স ৪র্থ বর্ষ, পদার্থবিজ্ঞান বিভাগ।