অনেক বেশি কাড়ি কাড়ি টাকা মানে সুখী সফল মানুষ নয় তা সবাই জানি বা দেখতেছি টাকা পড়ে
,,ভুল বুঝবেন না প্লিজ,,
এ লিখা হয়তো আমার শেষ লিখাও হতে পারে,
কারণ, নিশ্বাস চাড়ছি আবার নিতে পারবো সে গ্যারান্টি, বা বিশ্বাসতো নেই।
অথচ আমরা কোন কিছু কিনতে ওয়ারেন্টি,গ্যারান্টি সব ডকুমেন্ট সহ বুঝে নিতে ভুল করিনা।
কি হলো, ভাবছেন আমি নেগেটিভ চর্চা করছি,
না মোটেই না, আমি অনেক বেশি পজেটিভ মনের মানুষ মরুভূমিতে বন্যা হবে তা মনে ধারণ করি,
হ্যা মরুভূমিতে অনেক বন্যায় গাড়ি সহ ভাসিয়ে নিয়ে অনেক লোক মরতে দেখেছি।
নিশ্বাসের কথাটা বলছি, তাতো চীর সত্য, এমন ঘটনা চোখের সামনে অহরহ ঘটতেছে দেখতেছি,শুনতেছি।
তাহলে আমারও এমন হবেনা তা কেমনে জানি।
মানুষ জাতী প্রায় সবাই বিশ্বাস করি আমার আম্মু আব্বু দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী বিদায় নেওয়ার মত আমিও বিদায় নিবো আজ না হয় কাল অথবা পরশু।
এ সত্য কথা বাস্তব দেখেও আমরা চোখ, কান,মন,বন্ধ করে রেখেছি।
তাই আমরা যত প্রকার অপকর্ম, দুই নাম্বারি, দুর্নীতি, মিথ্যা, একেঅন্যের ক্ষতি, হিংসা, অহংকার, সবই করি।
যার যার ধর্মমত সৃস্টিকর্তাকে ডাকার,সৃস্টিকর্তার বিধান মেনে চলার নিয়মনীতি আছে।
কিন্তু আমরা কয়জনে মানি বা মানতে পারি,
যে আমাদেরকে বানাইলো এত বড়ো করলো সুস্থ সবল রাখলো এত কিছু করতেছে অথচ আমরা তাকে হয়তো সারা দিনে তার নামও মনে আনিনা তবুও আমি ভালো মানুষ, অনেক ভালো মানুষ।
আমার কাছে কৃতজ্ঞবোদ নাই,তাহলে মানবতা,আন্তরিকতা, অন্যসব ভালো মানুষিকতা কেমনে আমার মনে স্তান পাবে,তাই আমি হয়ে গেলাম সগোষিত লেভেল ধারি ভালো মানুষ।
প্রকৃত ভালো মানুষ হতে হলে যার যার সৃস্টিকর্তাকে ডাকিতে হবে তার নিয়মনীতি মানতে হবে।
তার পর যেখানে যাবো সেখানের নিয়মনীতি মেনে চলা এবার আসবে যতপ্রকার ভালো কাজ গুলো আছে তা করা তখন আমাদের মন থেকে দুস্ট নেগেটিভ মনটি বিদায় নিবে।
আমরা হবো প্রকৃত ভালো মানুষ।
আর ভালো মানুষের সফলতা আসবেই সমাজে,সংসারে সবাইর কাছে আদর স্নেহের শ্রদ্ধার সন্মানের পাত্র হবোই।
অনেক বেশি কাড়ি কাড়ি টাকা মানে সুখী সফল মানুষ নয় তা সবাই জানি বা দেখতেছি টাকা পড়ে আছে স্বজত্নে লকারে আর টাকা ওয়ালাও অযত্নে অন্য লকারে তাহলে টাকায় সুখ শান্তি হলো কই।
আর আমদের গ্রুপের ভাই,বোনেরা ইকবাল বাহার জাহিদ স্যারের হাত ধরে হাটি হাটি পা পা করে মান সন্মান নিয়ে অনেক বড়ো বড়ো আশা নিয়ে সামনে অগ্রসর হচ্ছি কেহ কেহ সফল হয়েছে।
আমাদের মনে শান্তি, কোন প্রকার ভয়নাই সমাজে মাথা উঁচু করে চলতে পারছি।
আমরা স্যারের শিখানো মত আস্তে আস্তে অগ্রসর হবো দুইনাম্বারি করে বেলুনের মত পুলে আবার বেনিস না হয়ে ভালো পথে পাথর কনার মত শক্ত হবো আকারে ছোট হলেও।
মানুষকে ভালো যুক্তি পরামর্শ দেওয়াও অনেক বড় ভালো কাজ। আর আমরা প্রকৃত ভালো, ভালো মানুষের সাথে চলাপেরার চেষ্টা করবো তা হলে ভালো যুক্তি পরামর্শ পাবো।মুখোশ ধারিদের পাল্লায় গেলে হানু পানু করে টাইম নস্ট করে পরে বলবে আরে সে গুলো বাদ ওগুলো হবেনা বলে তাদের মত বেকারই গুরতে দিবে অথবা নেগেটিভ বানিয়ে রাজা রানী বানাবে বলে রাস্তার পাশে একা দাড়িয়ে থাকা তাল গাছ বানিয়ে দিবে শাখা প্রশাখা চাড়া।
লিখা বেশি হচ্ছে বিদায় নেওয়া ভালো হবে আজ।
প্রিয় মেন্টর জনাব,
ইকবাল বাহার জাহিদ স্যারকে অনেক অনেক সালাম কৃতজ্ঞতা জানাই।
আপনি কস্ট করে লিখা পড়ছেন, আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ, শুভ রাত্রিতে।
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৮৩
১৯-০৭-২০২০
আমি,
Mn.Karim.
ইকবাল বাহার জাহিদ স্যারের একনিষ্ঠ ছাত্র
নিজের বলার মতো একটা গল্প, প্লাটফর্ম
কমিউনিটি ভলেন্টিয়ার।
৫ম ব্যাচ রেজিষ্ট্রেশন নং ৮০৪.
চট্টগ্রাম।
N.R.B.OMAN
Shahidulkarim29@gmail.