তবে শুধু এতটুকু বলবো একটা ডিপ্রেশন লাইফ কাটাতাম আর এখন যে কতটা ভালো আছি
👏👏সকল প্রশংসা সৃষ্টিকর্তার
👏আজ এমন একজন মানুষ কে নিয়ে লিখছি
অনেক কিছু লিখলেও কম হয়ে যাবে
আমার লিখা।
👏কারন আমার সাধ্য নেই
তাঁকে নিয়ে লিখার
😟তবে শুধু এতটুকু বলবো
একটা ডিপ্রেশন লাইফ কাটাতাম
আর এখন যে কতটা ভালো আছি
😊যদি এই নিজের বলার মতো একটা গল্পো কে খুজে না পেতাম।
✌যদি খুজে না পেতাম
এমন একজন মানুষকে
✌আজ দশম ব্যাচের শেষ দিন
স্যার বলেছেন লিখতে।
👏তবে যদি আমি স্যারের বিষয়ে না লিখি
আমার লিখা বা আমার অভিমত ব্যাক্ত করা যে
অসমাপ্ত থেকে যাবে।
👏সন্মানিত স্যার আদাব।
👍একজন মানুষ।
না।
👍একজন মহৎ মানুষ।
👍একজন কারিগড়
👍হে আমাদের গড়ার কারিগড়
👍একজন রুপকার
👍আমাদের স্বপ্ন বোনার রুপকার।
👍একজন সাদা মনের মানুষ
👍হে আজ সেই মহৎ মানুষ টিকে নিয়ে কিছু কথা
✋বলতে চাই।
👏 ইকবাল বাহার।
👎হে নামটি আপনারা সবাই জানেন।
👏জনাব ইকবাল বাহার জাহিদ
আমাদের স্যার,
👏আপনাকে স্যেলুট স্যার
👏আপনাকে শত কোটি প্রনাম
শ্রদ্ধা, আর ভালোবাসা।
👏ইকবাল বাহার, একজন উদ্যোক্তা,
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,মেন্টর,ইন্সপিরেশোনাল স্পিকার, ও বিজনেস প্রোগামার অ্যাংকার।
জন্মস্হান ফেনির ফুলগাজিতে।
তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি( ইন্টার)
এমকম ও এমবিএ করেন।
ইন্টার নেট জীবনে চাকরি দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন।
এক সময় সেই রকম একটা ইন্টার নেট কম্পানির মালিক হোন তিনি।
চাকরি জীবনে ও অত্যন্ত সফল হোন
আমাদের স্যার।
জনাব ইকবাল বাহার।
খুব অল্প বয়সে একটি মাল্টিপল কোম্পানি র জেনারেল ম্যানেজার হন।
আমাদের স্যার।
মাল্টিপল চাকরির লোভনিয় চাকরি থেকে
ইস্তফা দিয়ে
✌চাকরি করবো না চাকরি দেব✌
এই দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন নিজের কোম্পানি তে।
উদ্যোক্তা হবার স্বপ্ন দেখেন
চাকরি জীবনের শুরুতেই।
উদ্যোক্তা হয়ে ওঠার গল্প টা এত সহজ ছিলো না
ছিলো ব্যাপক বাঁধা।
অনিন্চয়তা ও হেরে যাবার সম্ভবনা।
কিন্ত আমাদের স্যার ছিলেন দৃঢ়চেতনা।
ও ব্যাপক লেগে থাকার একজন স্বপ্ন রাজ।
👏আজ আমাদের স্যার
✌অপ্টিমেএক্স কমিউনিকেশনাল লিমিটেড,
✌আলাদীন ডট কম ও ইউটিভ লাইফ মামক
তিনটি কোম্পানির উদ্যোক্তা, ও ম্যানেজিং ডিরেক্ট
সৃষ্টি করেছেন অসংখ্য তরুন তরুনিকে।
👎একানেই থেমে থাকেন নি স্যার।
👏জনাব ইকবাল বাহার জাহিদ
👍বাংলাদেশে ৬৪ টি জেলায় হাজার হাজার তরুন
তরুনিকে চাকরি না খুজে উদ্যোক্তা হবার স্বপ্ন দেখিয়েছেন।।
✈আবার ৫০ টি দেশেও স্যার শুরু করেছেন
এই উদ্যোগ।
✋শুধু তাই নয়।
✋সেই স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে হয় তার লক্ষে
👎শুরু করেছেন
👍এক বিশাল কর্মযোগ্গ।
✌উদ্যোক্তা তৈরীর অনলাইনে বিনা ফি তে
এক কর্ম শালা
👏আমি এই মহৎ উদ্যোগ কে সাধুবাদ জানাই
ইতি মধ্যে টানা ৯০০ দিন
একটা দিনের জন্যও থেমে থাকিনি অনলাইন সেচন গুলো।
ঈদ,পূজা,এমনকি এই করোনা কালিন সময়েও
স্যার আমাদের কে উপহার দিয়েছেন।
২০০ জন সন্মানিত ব্যাক্তি দের কে এনে
আমাদের জন্য তৈরী করেছেন
অনেক জানার ভান্ডার
👏স্যারের দিক্ষায় দিক্ষীত হয়ে
👌একেক জন গড়ে উঠেছেন
ভালো মানুষের ব্রান্ড হয়ে।
✌যাদের কাছ থেকে আমরা শিখছি
সেই দাদা গুলো আর বড় দিদি রা লেগে আছে
আমাদের পেছনে
কিভাবে আমরা ভালো কিছু করবো
👏অটল প্রহরীর মতো কাজ করেই চলছেন
এই প্লাটফর্মে
Cm Hasan
Sagar Banik
Md Iqbal Hossain
Julekha Khatun Suma
Tania Akter
Sabina Yasmin
Mujahid Opu
Arch M. M. Faisal
Saiful Islam Saiful
আরও অনেকেই
যাদের নাম গুলো লিখতে পারলাম না।
তবে তাদের জন্য
শ্রদ্ধা।
👏👏👏👏👏👏
এমন মানুষ কে আমি
আবারও জানাই শত কোটি প্রনাম।
👏👏👏
আর জানাই শ্রদ্ধা।
👏ভালো থাকেন স্যার
👏অনেক ভালো থাকেন।
যুগ যুগ ধরে বেঁচে থাকেন আপনি।
👏আর আপনি তৈরী করুন
👏হাজারও ইকবাল বাহার এর মতো
সাদা মনের মানুষ।
স্যালুট স্যার।
স্যালুট
https://www.facebook.com/pg/Anjoly-Online-106832870968731/about/
স্যারের কাছে আমরা ঋনী
স্যার আমাদের কে এত ভালো একটা জায়গা করে
দিয়ে ছেন
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৮৩
১৯-০৭-২০২০
আমি সম্পা দাস মৌ
কমিউনিটি ভলেন্টিয়ার।
ব্যাচ ৮
রেজিস্টার :৮৪৪৯
সত্তাধিকারী :অন্জলী বুটিকস্
এডমিন :অঞ্জলী অনলাইন।
প্রতিষ্ঠাতা :অঞ্জলী দুঃস্হ নারী উন্নয়ন সংস্হা।
দিনাজপুর এর ঐতিহ্য কাটারী চাল,চিড়া
আর হোম মেড খাবার নারকেলের নাড়ু নিয়ে
কাজ করছি।