সেটা আমি উপলব্ধি করতে পারতেছি। আবার নতুন আরেকটা ব্যাচ আসবে পরিচিত হবো
স্নিগ্ধ বিকেলে সবাইকে জানাই বর্ষার শুভেচ্ছা 💕💕💕
আশা করি সকলে ভালো আছেন সবার ভালো থাকা আমাদের কাম্য।
পরম করুনাময় সৃষ্টিকর্তার কাছে সবার সুস্থতা কামনা করি।
দেখতে দেখতে শেষ হয়ে গেলো ১০ ব্যাচ।
টানা ৯০ দিনের টানা কর্মশালার আজ শেষ দিন।
দোলনা থেকে কবর পর্যন্ত শিখার কোন শেষ নেই।
৯০দিনতো খুবই কম সময়। তারপর ও আমরা যতটুকু সময় পাই শিখার সেটাকে ভালো মত কাজে লাগাতে পারলে জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারি।
জীবনে ভালো/ খারাপ দুটো দিকই রয়েছে আপনি যদি আপনার ভালো সময়টাকে ভালো কাজে ব্যয় না করতে পারেন তবে সেটা আপনার ব্যর্থতা।
আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এ পরিবারে যুক্ত হবার পর থেকে আমি অনেক কিছু অর্জন করেছি। সেটা না শেষ হবে বলে না লিখে।
সব থেকে বড় যে জিনিসটা অর্জন করেছি তা হলো আমি নিজে কে আবিষ্কার করতে পেরেছি সবার আগে আমার জীবনের লক্ষ্য স্থির করতে পেরেছি, এতোদিন লোকলজ্জার ভয়ে যা করতে সাহস পাইনি তা আজ আমি বুক ফুলিয়ে করতে পারতেছে।
কারন আমি বুঝে গেছে যে কাজটা করতে আমি সাচ্ছন্দ্য বোধ করবো সে কাজটা আমাকে করা উচিৎ। তাতে পাছে লোকে যাই বলুক, আমাকে আমার কাজ দিয়ে সবার কথার জবাব দিতে হবে।
এ পরিবারের সাথে যুক্ত হয়ে আমি অনেক ধরনের মানুষের সাথে পরিচিত হয়েছে। যেকোন প্রয়োজনে এখন আর আমার পরিবারের ব্যস্ত মানুষদের বিরক্ত করি না।
প্রয়োজনে আমার সব পরামর্শ আমি নিজের বলার মত পরিবার থেকে পেয়ে যাই।
শুধু আমার একটা ফোনে আমি আমার ফেনী টিমের সবাইকে পেয়ে যাই। তার জন্য আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আমাদের #ফেনীটিমকে ★
জানি তাদের সব সময় পাবো তাই এখন আর ফোন করে ফর্মালিটি মেনে চলি না সোজা সবার অফিস কিংবা বাসায় চলে যাই।
সে এক অন্য রকম অনুভূতি। যা ধন্যবাদ দিয়ে ছোট করারমত সাহস আমার নেই।
তারপর ও বিশেষ ধন্যবাদ না দিলে নয়
Md Iqbal Hossain
Sagar Banik
Mohammed Forkan
Amran Hossain Ador
Sultana Razia
নিঝুম আমিন
কামাল মজুমদার পারভেজ
Jahedul Islam Emon
এছাড়া ও ১০ ব্যাচে আরও ফেনীর অনেক জনের সাথে পরিচয় গড়ে উঠেছে মধুর সম্পর্ক।
এতো গেল ফেনীরটিম এরা ছাড়াও পুরো পরিবারের অনেকে সাথে আমার বন্ধুত্ব কাকে ছেড়ে কার নাম লিখবো।
সবার কাছে আমি কৃতজ্ঞ।
সবাই আমাকে অনেক ভালো ভালো পরামর্শ দিয়েছেন।
সবশেষে বলবো সবাই আপনারা ভালো কাজের চর্চা করুন। দেখবেন জীবন পাল্টে গেছে তখন আর ইচ্ছে করলে ও আপনি খারাপ কাজ করতে পারবেন না।
আমরা যারা শিক্ষাগত পেশায় জড়িত তারা জানি একটা ব্যাচের সাথে বিদায় হয়ে গেলে কেমন লাগে তখন ছাত্রছাত্রীর আগে শিক্ষকের চোখে জল চলে আসে।
সেটা আমি উপলব্ধি করতে পারতেছি।
আবার নতুন আরেকটা ব্যাচ আসবে পরিচিত হবো আরও নতুন একঝাঁক তরুণ তরুণী দের সাথে।
আমরা যারা সিনিয়র আছি আমাদের সবার উচিত ওনাদের প্রতিটা সেশন সম্পর্কে অবগত করার তাদের যেকোন প্রয়োজনে নিজেকে সর্তক রাখা। যাতে করে তারা বুঝতে পারে তাদের সিনিয়ররা সত্যি এ প্লাটফর্ম থেকে আর্দশ মানুষ হতে পেরেছে।
আবার ও একবার বুক ফুলিয়ে বলবো সত্যি আমি /আমরা একজন ভালো মানুষ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৮৩
১৯-০৭-২০২০
সুর্বনা রানী দেবী
৩য়ব্যাচ
রেজি ১৪৯০৫
জেলা...ফেনী
স্বত্বাধিকারী 💓💓স্বনির্ভর 💓💓