স্বপ্ন দেখুন,সাহস করুন,শুরু করুন,লেগে থাকুন, সফলতা আসবেই, ইনশাআল্লাহ। * আমরা কখনো হারিনা,হয় জিতি না হয় অভিজ্ঞতা অর্জন করি
আসসালামু আলাইকুম। শুকরিয়া ১০ম ব্যাচের ৯০ দিনের প্রশিক্ষন কর্মশালা সফলভাবে সম্পূর্ণ করতে পারায়। কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদের সেই মহান নেতার প্রতি যার অনেক দিনের স্বপ্নের বাগানে চারা গাছ থেকে বড় হতে হতে কলি হয়ে, ফুল ফুটে তার ঘ্রান এখন ছরিয়ে বেড়াচ্ছে পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে।
আমি মোঃ রিফাত হোসেন
কমিউনিটি ভলান্টিয়ার
ব্যাচঃ১০ম
রেজিঃ১১৯৩১
জেলাঃ মুন্সিগঞ্জ
বর্তমান অবস্থান সিঙ্গাপুর
নিজের বলার মত একটা গল্প প্লাটফর্মের ১১তম ব্যাচের পদযাত্রা শুরু আজ থেকে। একঝাক নতুন পাখিদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার ১০ম ব্যাচের জার্নি কথা বলার মাধ্যমে ধারনা দিতে চেষ্টা করবো নতুন সহযোদ্ধাদের নিজের বলার মত একটা গল্পের প্লাটফর্ম সম্পর্কে। আমি, আমরা সবাই আবার নতুন করে শিখবো ১১তম ব্যাচের সাথে সাথে।১০ম ব্যাচ শেষ মানে আমাদের শিক্ষার শেষ তা কিন্তু না। স্যার বলেছেন ৯০ দিনের কোর্স হচ্ছে আমাদের প্রাথমিক স্টেপ।সবাই কে যুক্ত থাকতে নতুন ব্যাচেও। নতুন ব্যাচে এমন কিছু বিষয় আসবে বা আসতে পারে যা হয়তো আগে বলা হয়নি। তাই ব্যাচে যুক্ত থেকে শিখে যেতে হবে।
#কিভাবে_যুক্ত_হলাম_এবং_কি_করলাম_যুক্ত_হওয়ার_পরঃ
চেনেল ২৪ নিউজ উপস্থাপক ফারাবী ভাইকে আমি খুবই পছন্দ করি। ইকবাল বাহার জাহিদ স্যার আবার ভাইয়ের খুবই কাছের বন্ধু। এভাবে লিংক পেলাম স্যার এবং ইউটিউব চেনেল সম্পর্কে। সেখানে স্যারের কথা শুনতাম।খুব ভালো লাগতো। সেখান থেকেই জানতে পারি নিজের বলার মত একটা গল্প প্লাটফর্ম সম্পর্কে। লাইক দিয়ে রাখলাম পেইজ। মাঝে মাঝে দেখি পেইজের কার্যক্রম। তখন ৯ম ব্যাচ চলছিল। তারপর ৯ম ব্যাচ শেষ হলো। আমিও ঐ রকম ফোকাস দেইনি পেইজে। ১০ ম ব্যাচ শুরু হলো। রেজিষ্ট্রেশন লিংক নিয়ে রেজিষ্ট্রেশন করি নিজে নিজে। তবে একটিভ মেম্বার না।মাঝে মাঝে সবার পোষ্ট পড়তাম। ভিডিও দেখতাম। ক্যামেরার সামনে কথা বলার অভ্যাস ছিলনা আমার কোন সময়ই। আলহামদুলিল্লাহ এখন পারি কিছুটা হলেও। আপনিও কথা বলতে পারেন না? ব্যাপার না শিখে যাবেন।ইনশাআল্লাহ
এভাবে কিছুদিন যাওয়ার পর সবার পোষ্ট ও ভিডিও দেখে একটা আলাদা ভালো লাগা কাজ করতে থাকলো।আমাকে সবচেয়ে আকৃষ্ট করেছে যেই বিষয় সেটা হলো দেখতাম সবাই বলে আমি একজন ভালো মানুষ। খুব কৌতুহলী ছিলাম। ভাবতাম নিজেকে নিজে ভালো বলে দাবি করা কি ঠিক? একটা পোষ্ট করবো ভাবলাম। কিন্তু #কিছু_রুলস_আছে_পোষ্ট_করতে_হলে_তা_মেনে_পোষ্ট_করতে_হবে_রুলস_গুলো_হলো স্পষ্ট করে নাম, ব্যাচ, রেজিষ্ট্রেশন নং, জেলার নাম এবং এগুলো লিখতে হবে তা নাহলে পোষ্ট এপ্রুভ হবে না। আমি রেজিষ্ট্রেশন নং ভুলে গিয়েছিলাম। তাই আর পোষ্ট করতে পারি নাই। কারো কাছে জিজ্ঞেসাও করি নাই। নিজে নিজে অনেক জায়গায় খোজলাম।কিন্তু লিংক পাইনা। তারপর ৪-৫ দিন পর এক ভাইয়ের পোষ্টে কেউ একজন আমার মত সমস্যায় পড়লো।সে কমেন্ট করেছে।সেখান থেকে লিংক নিয়ে আমার রেজিষ্ট্রেশন নাম্বার খোজে পেলাম। #নোটঃ আপনারা কেউ যেকোন ধরনের প্রয়োজনে আগের ব্যাচের ভাই বোনদের জিজ্ঞেসা করবেন।সবাই খুবই আন্তরিক। সহায়তা পাবেন ইনশাআল্লাহ।
তারপর প্রথম পরিচয় পর্ব পোষ্ট করলাম।একটু একটু সারা পেলাম। কথা বলার জড়তা কাটানোর জন্য সাহস করে একটা ভিডিও তৈরী করলাম। প্রথম ভিডিও। অনেক সময় লেগেছিল। #নোটঃ আপনারা নতুন ব্যাচের সবাই ভিডিও করবেন। যত ভিডিও করবেন দেখবেন ততই আপনার জড়তা কমে যাচ্ছে " একটানা ১২টা ভিডিও করলাম। আস্তে আস্তে জড়তা কাটা শুরু করলো।
Md Iqbal Hossain ভাইয়ের পোষ্টের মাধ্যমে জানতে পারলাম এখানে পদ পদবীও আছে। #নোটঃ কমিউনিটি ভলান্টিয়ার, ডিসট্রিক্ট এম্বাসেডর, কান্ট্রি এম্বাসেডর, ক্যামপাস এম্ভাসেডর,কোর ভলান্টিয়ার, মডারেটর পদ আছে। আমরা জয়েন করি মেম্বার হিসাবে।সেখান থেকে পদোন্নতি পেতে পারি।কমিউনিটি ভলান্টিয়ার(CV) হিসাবে। #প্রশ্ন কিভাবে হবো CV? ২ ভাবে হওয়া যায় কমিউনিটি ভলান্টিয়ার #১ঃ/ স্ট্যাটাস অব দা ডে(SOD) নির্বাচিত হলে অটোমেটিক কমিউনিটি ভলান্টিয়ার হয়ে যাবে। তাৎক্ষণিক ভাবে।
#কমিউনিটি_ভলান্টিয়ার সিলেক্ট হওয়ার উপায় হলো এমন কিছু পোষ্ট করতে হবে যা দারা অন্য শিক্ষা অর্জন করতে পারে।হতে পারে বাস্তব জীবনের কোনো অভিজ্ঞতা, হতে পারে বিজ্ঞান প্রযুক্তি বিষয়, যে কোন বিষয় হতে পারে। তবে কোনো কপি পোষ্ট হলে চলবে না।যদি কেউ কপি SOD হয়ে গেলেও পরবর্তী যদি তা প্রমানীত হয় তাহলে তার কমিউনিটি ভলান্টিয়ার পদ বাতিল হয়ে যাবে।
#২ঃ প্রত্যেক মাসে টপ ২০ স্থান নিতে পারলে।কমিউনিটি ভলান্টিয়ার হয়ে যাবেন।
কমিউনিটি ভলান্টিয়ার হলে কি লাভ হবেঃ আপনি যুক্ত হতে পারবেন আমাদের কমিউনিটি ভলান্টিয়ার মেসেঞ্জারে।যেখানে আপনার পরিচিত বাড়াতে পারবেন।দায়িত্বশীলদের কাছাকাছি থাকতে পারবেন।এবং আপনার পারফরম্যান্স ভালো হলে পরবর্তিতে আপনি অন্য কোনো পদে নিয়োগ হতে পারেন। যুক্ত হতে পারবেন private group (cv,ca,da,core,v, modaretor) টিমে।
প্রিয় ১১তম ব্যাচের ভাই বোনদের কে বলছি। আপনারা যদি বিজনেস করার চিন্তা করে আমাদের প্লাটফর্মে যুক্ত হোন তাহলো বলবো এই প্লাটফর্ম আপনাদের জন্য না। এই প্লাটফর্মের মূল হচ্ছে প্রথমেই একজন ভালো মানুষ হওয়া।এই প্লাটফর্ম হচ্ছে ভালো মানুষের একটা পরিবার। যেকোন মানবিক কাজ,সামাজিক কাজ, বিভিন্ন দূর্যোগ মোকাবিলায় আমরা সবাই মিলে এক হয়ে পাশে থাকি সবার। আমরা একটা শপথ করে এই প্লাটফর্মে যুক্ত হই। 👇👇👇👇👇
👉#শপথ_বাক্যঃ
"আমি... নিজের সাথে শপথ করিতেছি যে, আমি নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্ম থেকে টানা ৯০ দিনে যে শিক্ষা অর্জন করেছি, তা আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগাবো।
কখনো কোন অসৎ কাজ বা ব্যবসার সাথে জড়িত হবো না,
কাউকে কখনো খারাপ পণ্য বা সেবা দিবনা,
দেশীয় পণ্যকে বিশ্বের দরবারে তুলে ধরবো,
কাউকে কোনদিন ঠকাবো না,
কথা দিয়ে কথা রাখবো,
জীবনের যে কোন অবস্থাতে পজিটিভ থাকবো এবং
একজন ভালোমানুষ হিসাবে আজীবন বুক ফুলিয়ে বেঁচে থাকবো। পরিবার, সমাজ ও দেশের জন্য কাজ করবো,
জীবনে অন্তত একজন মানুষের ভাগ্য বদলাতে সাহায্য করবো এবং মা-বাবার যত্ন ও সেবা করবো।
একজন সফল উদ্যোক্তা না হওয়া পর্যন্ত লেগে থাকবো এবং
নিজের বলার মতো একটা গল্প তৈরি করবো।"
এই শপথ কে মনে প্রানে বিশ্বাস এবং তাকে ধারন করে চলতে হবে।
#প্রিয়_১১তম_ব্যাচ, #আমরা_কি_শিখেছি_এখান_থেকে
👉 এমন একজন অভিভাবক পেলাম, যিনি কিনা সব সময় আমাদের নিয়ে ভাবে। তাও কোন ধরনের আর্থিক সম্পর্ক না থাকা সত্বেও। যা একজন মহামানব না হলে সম্ভব না।
👉নিজেকে ভালোবাসা, বাবা মাকে ভালোবাসা,নিজেকে ভালো বাসা এবং অন্যকে ভালো রাখা।
👉অনেক গুলো সহপাঠী পেলাম। যারা একই লক্ষ্যের যাত্রী।
👉অনেক গুলো দায়িত্ব প্রাপ্ত বড় ভাই বোন পেলাম৷ যারা মনে হয় যেনো বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করার মধ্যে তাদের আনন্দ খুঁজে পায়।
👉একজন ভালো মানুষ কিভাবে হতে হয় এবং ভালো মানুষী চর্চা কিভাবে করতে হয় তার যেনো মহামিলন মেলা এই প্লাটফর্মটি।
👉অর্গানাইজেশনার স্কিলস সম্পর্কে
👉থিংকিং স্কিলস সম্পর্কে
👉প্রফেশনালাইজম স্কিলস সম্পর্কে
👉বিপদের সময় ধৈর্য্য ধরার শিক্ষা এবং সময় উপযোগী সিদ্ধান্ত কিভাবে, কখন নিতে হয় তার যেনো হাতেখড়ি শিক্ষার কারখানা এই প্লাটফর্ম।
👉আমাদের বিজনেস আইডিয়া গুলো কাকে,কোথায় কিভাবে জানাব এবং কিভাবে পার্টনার নির্বাচন করব,কিভাবে পুঁজি যোগার হবে,কিভাবে বিজনেস শুরু করব।
👉 বিজনেস শুরু করে লেগে থাকার মাধ্যমে কিভাবে সফলতা পাবো।বিপদে ধৈর্য্য ধরার শিক্ষা।
👉নিজের পরিবার,সমাজ, দেশের প্রতি আমাদের করনীয় এবং দায়বদ্ধতা এবং সেগুলো যথাযথ ভাবে পালন করা।
👉 কিভাবে সততা বজায় রেখে, সুমৃষ্ট কথা,ভালোা আচরন করে মানুষের মন জয় করা যায়।
👉লীডারসীপ বা নেতৃত্ব কিভাবে দিতে হয়।
👉পন্য বা সার্ভিসের কিভাবে মার্কেটিং করতে হয়।
👉বিভিন্ন বিজনেস প্রশিক্ষন,বিজনেস পলিসি ধারনা পাওয়া এছাড়াও আরো অসংখ্য বিষয় শিখার ও জানার সুযোগ আছে এই প্লাটফর্মে
#👉এখানে আরো অনেক স্কিলস সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। যেমনঃ
#বেসিক একাউন্টটিং স্কিলস
#আইটি সেক্টরে দক্ষতা বাড়ানোর জন্য, বেসিক আই টি ট্রেনিং করানো হয়।
#মেয়েদের হাতের কাজের প্রশিক্ষন দেওয়া হয়।বুটিকস নিয়ে লাইভ ট্রেনিং করানো হয়।
#ইকামার্সে বিজনেস করার ট্রেনিং করানো হয়।
#কথা বলার জড়তা কাটানোর কর্মশালা মাধ্যমে সবার সাথে নির্ভয়ে কথা বলার শিক্ষা ও জরতা কাটানো হয়।যাতে করে যেকোন স্থানে দাড়িয়ে কথা বলার সাহস করতে পারবেন।
#ইংরেজি লিখা ও বলার জন্য প্রশিক্ষন দেওয়া হয়।
#প্রায়ই প্রতিদিন রাত ৯.৩০ মিনিটে লাইভ অনুস্থান হয়।সেখানে অনেক কিছু শিখানে হয় প্রতিনিয়ত।
সর্বোপরি একজন ভালো মানুষ কিভাবে হতে হয়,কিভাবে মানুষের ভালোবাসা পেতে হয়। মানুষের বিশ্বাস অর্জন করতে হয়।কিভাবে আস্তাবাজন হতে হয় তা শিখতে পারি।
#স্যারের কিছু উক্তি ধারন করেন সারা জীবনের জন্য নিজের বুকের ভিতর
*চাকরি করবোনা না,চাকরি দিবো।
*স্বপ্ন দেখুন,সাহস করুন,শুরু করুন,লেগে থাকুন, সফলতা আসবেই, ইনশাআল্লাহ।
* আমরা কখনো হারিনা,হয় জিতি না হয় অভিজ্ঞতা অর্জন করি
* বৃষ্টি পড়ে সবার জন্য, তবে বিজে কেউ কেউ।
* ব্যস্ততা বলে কিছুই নাই,its all about priority.
*বাবা মাকে মুখ খুলে বলুন আমি তোমাকে ভালোবাসি।
*আমরা পন্য কিনি না,কিনি বিশ্বাস।
*নিজের সাথে কথা বলুন।পরিবর্তন শুধু সময়ের ব্যাপার
*নিজের কর্ম কে নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড় করান।ফল পেয়ে যাবেন।
*নিজেকে বলুন আমি একজন ভালো মানুষ
*মানুষ বেচে থাকে তার কর্মের মধ্যে। বেচে থাকতে চেষ্টা করুন মানুষের হ্রদয়ে।
* আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলুন।
*নিজের কর্মীকে, নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড় করান কখনোই বিবেকের কাছে হেরে যাবেন না।
হাজারো রকম শিক্ষা পাবেন আরো।আমি শুধু ধারনা দিয়ে গেলাম কিছু ।স্যারের কোন কথাই ফালাবার না। তাই সকলের কাছে অনুরোধ, সবাই স্যারের গাইডলাইন ফলো করুন।অনেক কিছু শিখতে পাবেন যা আপনি আগে কল্পনাও করেন নি।
মহামারী করোনা চলছে। আমরা নিজেরা সচেতন হব,আমরা পাশের মানুষটি কে সচেতন করব।সবাই মিলে সচেতন হলে আমরাই জয়ী হব, ইনশাআল্লাহ।
১১তম ব্যাচের সবার প্রতি ভালোবাসা, অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দোয়া করবেন আমার জন্য। সবাই কে সালাম।আসসালামু আলাইকুম
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৮৪
২০-০৭-২০২০
ধন্যবাদান্তে
রিফত হোসেন
কমিউনিটি ভলান্টিয়ার
ব্যাচ১০
রেজিঃ১১৯৩১
জেলাঃ মুন্সিগঞ্জ
বর্তমান অবস্থান সিঙ্গাপুর