সংসার পরিবারের বিভিন্ন সমস্যায় আমি পুরোপুরি ভেঙ্গে পড়ি। আমার দুঃখ, আমার
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামুয়ালাইকুম
আমার প্রিয় গ্ৰুপের প্রিয় ভাইয়া এবং আপুরা,আসা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভাল এবং সুস্থ আছেন। আমি ও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আমার প্রিয় শিক্ষক জনাব #Iqbal_Bahar_Jahed স্যারের প্রতি সম্মান এবং কৃতজ্ঞতা প্রকাশ করে শুরু করছি,আমার আজকের লেখা টা।
#এ_গ্ৰুপটার_সন্ধান_পাওয়ার_পর_,#আমি_আমার_কিছু_অনুভূতির_কথা_শেয়ার_করব
২০১৬ ফেব্রুয়ারির ২১ তারিখ,মানে একুশে ফেব্রুয়ারির দিন, আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হারিয়ে ফেলেছি।সেটা হচ্ছে আমার #মা । মাকে নিয়ে বেশি কিছু আমি কারো সাথে বলতে বা লিখতে পারিনা। আমি এখন ও আমার মায়ের ছবির দিকে তাকাতে পারি না। আমার মনে হয় আমার মা কোথাও হারিয়ে গিয়েছে। খুঁজলে হয়তো আবার পাবো। কিন্তু শুধু এটা আমার মনের কল্পনা।যা কখনো সত্যি হবে না 😢
🌠সংসার পরিবারের বিভিন্ন সমস্যায় আমি পুরোপুরি ভেঙ্গে পড়ি। আমার দুঃখ, আমার হতাশার কথা গুলো আমি কাওকে প্রকাশ করতে পারিনি। আমি খুব হাসি খুশি একজন মানুষ ছিলাম। কখনও সহজে কেউ আমার মুখ কালো দেখেনি। কিন্তু কেমন জানি আমি ধীরে ধীরে হাসতে, এবং আনন্দ করতে ভুলে যাচ্ছিলাম। সবাইকে অচেনা অচেনা মনে হচ্ছিল। কারণ সবাই শুধু সুখ দেখতে অভ্যস্ত।কারো মনের কষ্ট গুলো দেখতে তেমন কেউ অভ্যস্ত নয়।
🌠আমার কাছে আস্তে আস্তে কেমন জানি সবাইকে পর মনে হতে লাগল। কারণ যদি কেউ আপন হতো আমাকে বুঝতে পারতো। আমি সারাক্ষণ শুধু ভাবতাম কি করতে পারি আমি।এক সময় যখন বুঝতে পারলাম,আসলে একান্ত আপন কয়েক জন ছাড়া পৃথিবীতে কেউ আপন নয়। তখন আস্তে আস্তে নিজের মনটাকে শক্ত করার চেষ্টা করলাম। এবং ভাবতে লাগলাম, আমাকে সবরকম হতাশা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আমার আপন জনের জন্য আমাকে ভালো এবং সুস্থ থাকতে হবে।
🌠এ গ্ৰুপ,স্যার এবং এ গ্ৰুপের মানুষ গুলোর কথা বলতে গেলে আমি একটু ইমোশনাল হয়ে যায়। কারণ এখানে এসে আমি আমার জীবনটা নিয়ে সুস্থ ভাবে বাঁচতে শিখেছি। এখানে এসে আমি অনেক গুলো ভালো মানুষ পেয়েছি।যার সন্ধানে আমি সবসময় ছিলাম।এ জগতটাকে আমার কাছে মাঝে মাঝে একটা কল্পনার জগত মনে হয়। কারণ এরকম সব ভালো শিক্ষা গুলো একসময় আমার কল্পনা ছিল।যা একজন মানুষের কারণে আজকে বাস্তব রুপ ধারণ করেছে।
🌠তিনি হচ্ছেন আমার জীবনে দেখা সবচেয়ে উৎকৃষ্ট মানুষ।যার তুলনা তিনি নিজেই।এ মানুষ টার দেখা যদি আমার জীবনে না পেতাম, হয়তো আমি অসুস্থ জীবন যাপন করতাম। কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন,আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া কি? আমি বলবো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমার শিক্ষক জনাব #Iqbal_Bahar_Jahed ।
🌠নবম ব্যাচ থেকে এ পর্যন্ত একদিনের জন্য ও এ গ্ৰুপ থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম না। আমার মনে হয় মরণ পর্যন্ত ও এখান থেকে আমি আলাদা হতে পারবোনা। আমি প্রায় যাদেরকে আপন করে পায়, এবং এখানে তাদের কে আমার অনেক আপন মনে হয়, তাদের কিছু নাম উল্লেখ করার চেষ্টা করবো।
MD Noor
Reaz Kamal Heron
Nurun Nabi Riyaz
Cm Hasan
Sagar Banik
Julekha Khatun Suma
Md Iqbal Hossain
Sabina Yasmin
MD Showkat Ali
Farjana Yasmin
Hafizur Rahman
Kazi Nazmul Alam Hamim
Mn Karim Karim
Sohanur SVn
আরো অনেকেই আছেন,যাদের নাম ইতি মধ্যে মনে পড়ছে না।
অনেক কিছু পেয়েছি এখান থেকে,তার ঋণ শোধ করার মতো যোগ্যতা আমার নেই। আমি চির ঋণী এ গ্ৰুপটার কাছে,স্যার এবং এখানের মানুষ গুলোর কাছে। আজকের লেখা টা একটু বড় হয়ে গেছে মনে হয়। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৮৪
২০-০৭-২০২০
সায়মা আক্তার
কমিউনিটি ভলেন্টিয়ার
হাট মনিটরিং টিম
রেজিস্ট্রেশন ৯৯২৯
নবম ব্যাচ
জেলা চট্টগ্রাম