অনেক কথা হয়েছে যাও তো এবার হাটে যাও।
মধুর বাবা: কি গো, তুমি যে ইদানিং হাট বারে বারী এন্টারপ্রাইজ এর পণ্যের লিস্ট ধরিয়ে দাও না হয়েছেটা কি তোমার।
মধুর মা: কেন গো তুমিও কি বারী চায়ের প্রেমে পড়ে গিয়েছো।
মধুর বাবা: তা না পড়ে কি উপায় আছে? বারী চা এর স্বাদ এমন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। তো এখন বল অনেকদিন তো হলো তুমি বারী এন্টারপ্রাইজ এর লিস্ট দিচ্ছ না কেন? হাটে যাওয়ার তারাও দিচ্ছনা, ব্যাপারটা কি?
মধুর মা: আর বোলো না অনেকদিন ধরে বারী এন্টারপ্রাইজের সুমাইয়া বারী আপু চুপচাপ হয়ে আছে গত হাটেও দেখিনি, তাই মনটা খারাপ হয়েছিল। চিন্তা করছিলাম আপুর কি হলো।
গতকাল আপুর সাথে যোগাযোগ হল এবং জানলাম বিজনেস গত কারণে আপু নিজেই মার্কেটিং ওয়ার্ক করছে তাই নিয়ে ব্যস্ত। এর জন্য হাটে আসেনি।
টেনশন ফ্রি হলাম আপু ভালো আছে শুনে। আজকেই লিস্ট করেছি তুমি হাটে যাও। ঈদের আগে ঈদের সব বাজার গুলো আপুর ওখানে যা যা আছে সেখান থেকেই নিব।
মধুর বাবা: কি কি আছে আপুর?
আপুর ফেসবুক পেইজ লিঙ্ক এ সব বিস্তারিত দেওয়া আছে কি আছে কি,?
মধুর মা: হ্যাঁ সবকিছুই দেওয়া আছে। সেখান থেকে আমার জন্য গ্রিন টি, পোলাওয়ের চাল, হলুদ মরিচের গুড়া, হারবাল উপটান, ব্ল্যাক টি, নিয়ে এসো।
আপু নতুন কিছু হারবাল প্রডাক্ট এনেছে পেইজে গিয়ে দেখে নিও তোমার চয়েস মত সেখান থেকেও কিছু আনতে পারো।
অনেক কথা হয়েছে যাও তো এবার হাটে যাও।
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৮৫
২১-০৭-২০২০
সুমাইয়া বারী
জেলা এম্বাসেডর: মানিকগঞ্জ
ব্যাচ: তৃতীয়, রেজিস্ট্রেশন: 3537
স্বত্বাধিকারী: বারী এন্টারপ্রাইজ লিমিটেড