এখন বুঝেছো মা। ফেইসবুক এ উপকার ও হয়। তা শুধু ব্যবহারের উপর নির্ভর করে।
ঈদের বাজার
রাফিঃ মা, ঈদের তো আর একদিন বাকি। বাজার করতে হবে না??
মাঃ বাজার না করলে কি চলবে!!!
রাফিঃ কি কি কিনতে হবে লিস্ট করে এবছর তুমি নিজে বাজার করবে।
মাঃ রাফি!!! তোর বাবা বেচে থাকলে তিনি কখনোই এই কথা বলা তো দুরের কথা চিন্তাও করতেন না। তুই কিনা আমাকে বাজার করতে বলছিস!!!
রাফিঃ আরে মা তুমি এভাবে কেন নিচ্ছো!!! তোমার ছেলে কি তোমার কষ্ট লাগে এমন কাজ করবে??
মাঃ আমিও তো অবাক হয়ে যাচ্ছি। তুই কিভাবে..........
রাফিঃ মা, আমি তোমাকে Surprised. করার জন্য আগে বলি নাই।
মাঃ কিন্তু কি সেটা??
রাফিঃ মা, এবারের ঈদে তুমি অনলাইন থেকে নিজে পছন্দ করে সবকিছু কিনবে।
মাঃ কি যে বলিস!! দেখব না জিনিস সেটা কিনে কি ভালো হবে?? তাছাড়া টাকা দিলেও তো ধরা খাওয়ার চান্স আছে।
রাফিঃ না মা! আমি একটা গ্রপের মেম্বার সেখানে সবাই ভালো মানুষ। কোনো জিনিস ও নকল না আবার সবাই সময় মত জিনিস পাঠিয়ে দেয়। তুমি এ নিয়ে চিন্তা করো না। আচ্ছা মা, এই যে করোনার এই কয়েক মাস কোনো বাজার কি খারাপ হইছে যা এনেছি।
মাঃ ওগুলোর সাথে অনলাইন বাজারের কি সম্পর্ক??
রাফিঃ মা মা মা, আমি তো সব বাজার অনলাইন থেকেই কিনেছি।
মাঃ বলিস কি!!!
রাফিঃ হ্যাঁ মা।
মাঃ কিন্তু তুই কোথা থেকে কিভাবে কিনলি? আমি তো বুঝতে পারছি না।
রাফিঃ মা, আমি অনলাইনে অর্ডার করে দিতাম আর টাকা পাঠিয়ে দিলে আমাকে কুরিয়ারে পন্য পাঠিয়ে দিয়েছে। আমি কুরিয়ার থেকে তুলে নিয়েছি।
মাঃ এতো সহজ কাজ!!! ঘরে বসে বাজার!!
রাফিঃ এবার বলো তোমার বাজার করতে সমস্যা আছে??
মাঃ পাগল ছেলে। আমি জানতাম আমার ছেলে আমাকে বুঝে। তাও না বুঝে কষ্ট পেয়েছি বাপ। তুই সত্যি আমার সোনার ছেলে।
রাফিঃ শোন বাবা, তোর বাবার যুগে তো এসব ছিল না। তাই আমি ভাইতেই পারি নাই ঘরে বসে বাজার করার কথা।
রাফিঃ আমি বুঝতে পেরেছি মা। মা, তুমি বলেছিলে না খাঁটি ঘি এর কথা। কোথায় পেলাম এতো সুন্দর গাওয়া ঘি। আমাদের এলাকার ঘি তো এতো সুন্দর না। ঐ ঘি আমি নিয়েছিলাম Megamart-bd-OFV এর Sonia Akter. আপুর থেকে পাবনার ঘি নিয়েছিলাম। পাবনার ঘি অনেক বিখ্যাত।
মাঃ সে তো খেয়েই বুঝলাম। আসলেই অনেক মজার ছিল ঘি টা। ঈদের জন্য তো আবার ঘি কিনতে হবে। খাটি ঘি হলে রান্না অনেক স্বাদ হয়। তাইলে বাবা ঐ মেয়েটা কি যেন নাম বললি?? Sonia, Sonia এর থেকেই ঘি টা নিব। আমিতো ভাবতেই পারিনি কখনো পাবনার বিখ্যাত ঘি ঘরে বসে অর্ডার করতে পারব। আচ্ছা আমি লিস্ট বলি তুই লিখে ফেল।
রাফিঃ আচ্ছা মা বলো।
৷৷৷৷৷৷৷ বাজার লিস্ট৷৷৷৷৷৷৷
১. গাওয়া ঘি
২. তুলসিমালা চাল
.................
।।
..................
মাঃ এখন বল কিভাবে অর্ডার করতে হবে??
রাফিঃ এই যে দেখ মা এটা #নিজের_বলার_মতো_একটা_গল্প গ্রুপ। এখানে তুমি সব পাবে। এই গ্রুপের প্রতিষ্ঠাতা জনাব Iqbal Bahar Zahid স্যার। এখানে আবার সাপ্তাহিক হাট ও বসে। আমি সবার দোকানে দেখাচ্ছি তুমি অর্ডার কনফার্ম করো।
মাঃ এতো সুযোগ আসছে এখন এই যুগে। আমার খুব ভালো লাগছে। তোর বাবা এলাকার মোড়াল হওয়ায় অনেক কিছু ইচ্ছা থাকা স্বত্বেও করা সম্ভব হয়নি। আর এখন ঘরে বসে পছন্দ করে জিনিস কিনতে পারছি। আমার খুব আনন্দ লাগছে।
রাফিঃ মা, তুমি খুশি হলে আমার যে কত খুশি লাগে তোমাকে বুঝাতে পারব না।
মাঃ এখন থেকে অনলাইন থেকে আমি পছন্দ করে সব কিনব। আমার একটা ফেইসবুক একাউন্ট খুলে দিস বাবা।
রাফিঃ এখন বুঝেছো মা। ফেইসবুক এ উপকার ও হয়। তা শুধু ব্যবহারের উপর নির্ভর করে।
মাঃ হুম, বুঝতে পেরেছি বাবা। আমি জানতাম আমার ছেলে ভালো কাজেই থাকে। কিন্তু তুই তো আমাকে আগে বলিস নাই এতো কিছু ফেইসবুক এ আছে।
রাফিঃ মা, ঈদের surprise দেয়ার জন্য তোমাকে বলি নাই।
মাঃ পাগল ছেলে। বাজার করা তো শেষ হলো, এবার খেতে চল।
রাফিঃ ঠিক আছে মা। চলো খেয়ে নেই।
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৯১
৩০-০৭-২০২০
সোনিয়া আক্তার
কমিউনিটি ভলেন্টিয়ার
ব্যাচ ৮
রেজিষ্ট্রেশন ৯৩৯২
গুলশান জোন, ঢাকা।