যাক বাবা শপিং এ খুশি করাতে পারলাম, এবার আসল কথা শুনো,
প্রবাসী স্বামীর শপিং 👇👇
স্বামীঃ হ্যালো, কি হলো তোমার?
এতো সময় ফোন বেজেই চলছে, অথচ ফোন ধরলে না??
স্ত্রীঃ ফোন দিলেই যে সবসময় রিসিভ করতে হবে এমন কেনো ভাবছো😠
স্বামীঃ সাধারণ একটা শপিং নিয়ে তুমি এমন করছো?
স্ত্রীঃ তোমার কাছে তো সবই সাধারণ, বিয়ের ৬ মাসের মাথায় বিদেশ পাড়ি দিলে 😔😔 হাতে গোনা ২/১ দিন ছাড়া আমাকে সাথে নিয়ে শপিং এ গেলে কিনা তা ও জানা নেই😞😞
স্বামীঃ দেখো আমি বুঝতে পারছি তোমার কষ্ট কিন্তু আমি কি করতে পারি, জীবনের তাগিদে প্রবাসে এসে পড়ে আছি। তোমার কি মনে হয়, আমি খুব শান্তি তে আছি।
স্ত্রীঃ তুমি খুবই ভালো আছো,তুমি কি ভাবো আমি বুঝি না, সারা দিন তো পড়ে থাকো তোমার গ্রুপ নিয়ে, সেখানে তোমার এখন কত বন্ধু বান্ধব। আমাকে তুমি ভুলেই গেছো😭😭😭😭😭
স্বামীঃ হা হা হা, আচ্ছা তুমিই বলো,তুমি কি ভুলার জিনিস নাকি ভুলা যায় কখন ও??
তোমার মতো করে হয়ত আমি বুঝাতে পারি না কিন্তু তুমি সব সময় ই আমার ভেতর ই থাকো😍😍😍
স্ত্রীঃ আর বুঝাতে হবে না কিছু 😭 গত ঈদ এ ও কিছুই কেনা কাটা হলো না,এবারে ও আর বুঝি হবে না😔😔
স্বামীঃ হা হা হা, এখন বুঝতে পারলাম এসব ভালবাসা আসলে কিছুই না,আসল সমস্যা তোমার শপিং 😀😀
স্ত্রীঃ বলছে তোমাকে 😏😏😏
প্রবাসী স্বামী ফোন টা রেখেই ভাবল, আচ্ছা আমার প্লাটফর্ম থেকে এবার বউ এর জন্য শপিং করলে কেমন হয়,বউ এর ও মন টা ভালো করা যাবে, হুট করে মনে হলো, 👉 নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্ম এর নিঝুম আমিন আপুর কথা, আচ্ছা আপু তো ড্রেস নিয়ে কাজ করে, আপুর সাথে কথা বলে বেশ কিছু ড্রেস এর অর্ডার করে বউ টাকে এবার তাক লাগিয়ে দেওয়া যায়😊😊
যে কথা সেই কাজ, নিঝুম আমিন আপুর পেইজ এ ডুকেই মোটামুটি কয়েকটি ড্রেস আর শাড়ির অর্ডার দিয়ে দিলো সেই প্রবাসী স্বামী।
💁 ৪দিন পর👇👇
স্ত্রীঃ কিগো,তুমি দেখি আমায় কিছুই বললে না,আমি তো একবারে অবাক😊😊
স্বামীঃ কোন বিষয় বললে,বুঝতে পাচ্ছি না
স্ত্রীঃ আহারে,তুমি মনে হয় কিছুই জানো না, যাই হোক ড্রেস আর শাড়ি গুলো আমার অনেক অনেক পছন্দ হয়েছে😊😊😊
কতো ভালোবাসো তুমি আমাকে😘💓😘
স্বামীঃ 😀😀😀 যাক বাবা শপিং এ খুশি করাতে পারলাম, এবার আসল কথা শুনো, তোমার জন্য এ ড্রেস নিয়েছি আমার সেই নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্ম থেকে, তুমি জানো আমি এখন ও আপুকে পেমেন্ট ও করি নি,আমি অর্ডার করলাম আর আপু শুধু বলল ভাইয়া,আগে ভাবী ড্রেস হাতে পেয়ে নিক😊
এখন বুঝো আমি কি প্লাটফর্ম এ যুক্ত আছি???
স্ত্রীঃ সরি গো, আমি বুঝতে পারি।
এটা ছিলো আমার নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্ম এ বিক্রয়ের অনুভূতি। আপনারা সকলে প্রবাসী ভাই ভাবীর মতো আমার পেইজ এর সাথে থেকে আমাকে সার্পোট করে যাবেন আশা করি😊😊
https://www.facebook.com/Bivor-Fashion-100348695023856/
👉 বরাবর এর মতো অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মেন্টর জনাব _ 💞💞 ইকবাল বাহার জাহিদ স্যার_ কে যার জন্য আমার এ প্রাপ্তি।
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৯১
৩০-০৭-২০২০
নিঝুম আমিন
কমিউনিটি ভলেন্টিয়ার
৮ম ব্যাচ
রেজি- ৭০৯৩
ফেনী জেলা