একটি কথা বলতেও চচ্ছিনা,,,,না বলেও পাচ্ছি না,,, আজ ৮০০ দিন পার করে দিলাম জীবন রাঙ্গার পথে,
🖐আসসালামু আলাইকুম, প্রিয় গ্রুপের প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই অনেক ভালো আছেন, 👎
🕴🕴🕴প্রথমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি আমাদেরকে এতো সুন্দর ভালোমানুষের প্লাটফর্ম তৈরী করে দেওয়ার জন্য,
আজ পেরিয়ে যাচ্ছি ৮০০ দিন কে,,,১ থেকে ৮০০ দিন পর্যন্ত যারা এখনো এক্টিভ আছেন তাদেরকে অভিনন্দন আমাদের সবার পক্ষ থেকে আরও অভিনন্দন আমাদের সবার প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারকে আমাদের সপ্নের চাবিকাঠি হাতে তুলে দেওয়ার জন্য,
একটি কথা বলতেও চচ্ছিনা,,,,না বলেও পাচ্ছি না,,,
আজ ৮০০ দিন পার করে দিলাম জীবন রাঙ্গার পথে,
নিজেকে ভালো রাখতে এবং অন্যকে খুশি রাখতে যুক্ত হয়েছিলাম নিজের বলার মতো একটা গল্প গ্রুপের সাথে,,,
দিনের আলো আর রাতের অন্ধকার যেমন সত্যি,,,,, নিজেকে সুখে এবং অন্যকে খুশি রেখেছে এই ব্যাক্তি,,,,,
জীবনের সব অর্জন বিসর্জন দিয়ে চলে আসতে হয় প্রবাসে,, আসার পর ঠিক আট মাস পর খুঁজে পেয়েছি নিজের বলার মতো একটা গল্প গ্রুপ, তখন আমি ছিলাম এক হতাশা ব্যাক্তি,যার ছিলনা কোন জীবনের মায়া আর অন্যের ছায়া, আজকের দিনে এসে আমি হয়েছি এক বিশাল মনের মানুষ, এখন আমি আমার জীবনকে ভালোবাসি, কারন আমি দশজনের চেয়ে আলাদা ব্যাক্তি পরের কাছে,আমি এখন বিশ্বস্ত আমি আরও দশজন ব্যাক্তিকে ভালো রাখার মতো ক্ষমতা আমি অর্জন করেছি আমার প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের কাছ থেকে,আমি এখন কাউকে কিছু বলার আগে ত্রিশ সেকেন্ড সময় নিই,কারন যাতে আমি বুঝে কিছু বলতে পারি সুতরাং তাড়াহুড়া সুন্দর জীবন গড়তে পারে না তাড়াহুড়া মানে ভুলের সারি,
আমরা জানি আমাদের নিজের বলার মতো একটা গল্প গ্রুপের সদস্য পৃথিবীর ৫০ টি দেশে ও বাংলাদেশের ৬৪ জেলায় অবস্থিত আছে,আমরা আরও জানি আমাদের বর্তমান সদস্য সংখ্যা ২,৫০,০০০ জন এবং আমরা সবাই বিশ্বাস করি আমরা প্রত্যকে ভালো মানুষ ও সমাজ কর্মী,
আমরা কাউকে ঠকাতে যানিনা,কারও মনে আঘাত দিতে যানিনা,
সর্বশেষ বলতে চায় আমরা যা অর্জন করেছি তা যদি ভালোভাবে কাটানোর চেষ্টা করি আমরা আমাদের প্রজেক্ট বাস্তবায়ন করতে সময় লাগবে না
SOD No: 160
Date: 10.03.2020
Asraful Islam
🇧🇭 From Qatar
🇧🇩 District Cox,s Bazar
📖 Batch 7th
🖋 Registration n 1137
📞 Number 974 74074715
💉 Blood group A+
👲 Proudly Member,
🗂 Asrafulislamai3603690@gmail.com,