সব কিছু নিয়ে মোটেই জীবন নিয়ে সেটিসফাইড ছিলাম না আমি।
জীবন মানেই উঠা - নামা, কখনো পরিবর্তন আবার কখনো সংযোজন।
আমি বা আপনি আমরা কেউই তার বাহিরে নয়....
জীবনের চলার পথে এ পরিবর্তন বা সংযোজন আমাদের জীবনের ঠিক কতটুকু প্রভাব ফেলে সেটাই ভাববার বিষয়। সব সময় কি আমরা পারি তা মেনে নিতে?? হুম হয়ত মানিয়ে নেই কিন্তু সেটা ঠিক কতটা গ্রহণযোগ্যতা পায়???
💁 আমার ব্যক্তিগত জীবন বহু পরিবর্তন ও সংযোজন এর মধ্য দিয়ে চলমান। সব সময় যে মানতে পেরেছি তা কিন্তু না মেজরিটি টাইম মানিয়ে নিতে হয়েছে....🙇
👉 👉প্রাইমারি আর মাধ্যমিক সময় পার করেছি আমার নিজ এলাকার ফেনী জেলায় ...ভুলতে পারিনা এখন ও সে প্রাইমারি আর মাধ্যমিকের বন্ধু বান্ধব দের, ঘুমের ভেতর স্বপ্ন হয়ে তারাই আসে। ছুটে যেতে মন চায় সেই সময় গুলো তে। আমার কলেজ জীবন টা আমার জীবনের সবচাইতে খারাপ একটা সময় ছিলো। সে সময়ে পরিবারের সত্যিকার এর সার্পোট টা আমার পাওয়া হয়নি। এস.এস.সি পাশের পর আমার বড় ২ ভাই-বোন এর সাথে আমাকে ও ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়,উদ্দেশ্য ছিলো ঢাকায় ভালো কলেজে পড়াশোনা, যেহেতু তুলনামূলক ভাবে পড়াশোনায় খারাপ ছিলাম না তাই আমাকে নিয়ে স্বপ্ন টা ছিলো একটু বড়😊
👉 👉আমার মা ছিলেন সরকারী চাকুরীজীবি আর বাবা ছিলেন প্রবাসী। তাই মায়ের কোন ভাবে আমাদের সাথে থাকার সুযোগ ছিলো না। আমরা ৩ ভাই-বোন এর জন্য ঢাকায় বাসা ঠিক করে দেওয়া হলো, বোন আর ভাই আগ থেকেই ছিলো নতুন করে সংযোজন হলাম আমি। হঠাৎ করে মায়ের কাছ থেকে দূরে সরে যাওয়ার অনুভূতি টা খুব খারাপ ছিলো। আমাকে প্রথম যেদিন আমার ভাই কলেজে নিয়ে যায়,সে কলেজের ভেতর ডুকতে আমার যে কি পরিমান ভয় আর অস্বস্তি লাগছে সেটা বোঝানোর না, কলেজের ওয়াশরুমে ডুকে আমার কান্নার কথা টা এখনো মনে পড়ে 😢😢 কেউ আমার সাথে এগিয়ে এসে কথা ও বলছে না, আর আমার ও কেউ চেনা-জানা নেই। বাসা থেকে আমার বড় বোন বলে দিয়েছিলো নিজ থেকে সবার সাথে পরিচিত হতে হবে আর আমি সেটা ই চেষ্টা করছিলাম,
তবুও যেনো পেরে উঠছিলাম না 😔😔
বার বার মনে পড়ছে আমার স্কুলের বন্ধু দের কথা।আজ যদি ওরা আমার পাশে থাকত তাহলে কত আনন্দ ই না হতো আমার কলেজের প্রথম দিন। সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়ার কারণ মেজরিটি সাবজেক্ট এ টিউশনি পড়া বাধ্যতমূলক হয়ে যায়। সেই সকাল ৬.৩০ থেকে ৭ টা ভেতর প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে রওনা হওয়া তার পর বাসের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকা😔 সব চাইতে বেশি কষ্ট হতো বাস থেকে নামার মুহূর্তে। কনটেকটার আমারে বার বার বলত, আপা ডান পা আগে দিয়ে নামেন কারণ বাস তখন হালকা স্লো করে থামাতো আমার কলেজের সামনে আর আমাকে নামতে হতো। আমি এতোটাই আহম্মক ছিলাম ঠিক ঐ সময় ভুলে যেতাম কোনটা ডান পা আর কোন টা বাম পা। কত বার বাস থেকে নামার সময় পড়ে গিয়েছিলাম তার হিসেব নেই😭😭😭😭😭লজ্জায় কাঁদতে ও পারতাম না খালি ভাবতাম কেন আমি ঢাকায় আসলাম😔😔😔
💁 যে উদ্দেশ্য নিয়ে আমার ঢাকায় আসা তার কিছুই পূরণ হলো না আমার নিজের অনাকাঙ্ক্ষিত ভুলে। ঐ বয়সের ভুল সিদ্ধান্ত আমার জীবন টা কে পুরো এলোমেলো করে দেয়। জীবনে ভুল করা সময় টা' তে আমার ভুল টা করেই বসলাম😭😭😭😭
👉👉 আমার কলেজ পরিবর্তন করা হলো, সব কিছু নতুন করে শুরু করা আবার সেই যন্ত্রণা দায়ক অনুভূতি। নতুন নতুন বন্ধু -বান্ধব, ক্লাস বা পড়াশোনা কোনটাই মন বসছে না। মানসিক ভাবে আমি হতাশ হয়ে পড়ি 😢 হঠাৎ শারীরিক ভাবে বেশ অসুস্থ হয়ে পড়ি,এক থেকে দেড় বছর বন্ধ ছিলো পড়াশোনা। সে সময় গুলো আমি যে কি পরিমান হতাশ ছিলাম তা বলে বোঝানোর না।প্রতিনিয়ত নিজেকে ঘৃণা হতো, মনে হতো আমার জীবন বুঝি শেষ,আমাকে দিয়ে আর কিছুই হবে না। আমি বোধহয় পিছিয়ে গেলাম জীবন থেকে বহি দূর🚶🚶🚶🚶
👉👉যাই হোক শারীরিক ভাবে সুস্থ হবার পর আবার ও এডমিশন নেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে গ্রেজুয়েশন কমপ্লিট এর আশায়।আবার নতুন কলেজ নতুন বন্ধু -বান্ধব। ক্লাস ই করা হতো না তেমন, বাসায় বসে পড়তাম শুধু। তবে মনে মনে জেদ ছিলো যে করেই হউক ভালো রেজাল্ট করতেই হবে, আলহামদুলিল্লাহ রেজাল্ট ও ভালো হলো। শেষ হলো গ্রেজুয়েশন পর্ব। এবার মার্স্টাস পর্বে এসে নতুন করে এডমিশন নিলাম ফেনী গভঃ কলেজ। আবার ও সেই নতুন পরিবেশ, নতুন বন্ধু বান্ধব 😞
সব কিছু নিয়ে মোটেই জীবন নিয়ে সেটিসফাইড ছিলাম না আমি। রাতের অন্ধকার ঘেরা মানুষ আমি হুট করে সন্ধান পেলাম আমার মেন্টর জনাব_ ইকবাল বাহার জাহিদ_স্যার এর। সেই মেন্টর এর fb id এর follower ছিলাম, আর সে ভাবেই চোখে পড়ে একদিন নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্ম এর। এ যেনো প্রাণের সন্ধান পাওয়া। Follow করতে থাকি স্যার এর প্রতিটি সেশন। আলহামদুলিল্লাহ নিজের পরিবর্তন দেখে এখন নিজেই অবাক😊😊
এই আমি কি সেই আমি 😲😲 যে আমি টা'কে আমি হারিয়ে ফেলেছিলাম নিজের ই ভুলে, আজ সে আমি টাকে খুঁজে পেলাম এ প্লাটফর্ম এ যুক্ত হয়ে। অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই 👇👇
আমার জীবন পরিবর্তন এর ম্যাজিকম্যান "জনাব ইকবাল বাহার জাহিদ" স্যার কে😍😍
💁 চরম ভাবে আমি কৃতজ্ঞ আপনার কাছে স্যার। আপনি আমাকে শিখিয়েছেন জীবনের সত্যি কারের ভালো থাকাটা কোথায়😑😑😑
পরিস্থিতি যাই ঘটুক জীবনে এখন, আমি কিন্তু আল্লাহর রহমতে পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছি। সমস্যা নিয়েই কিভাবে এগিয়ে যেতে হয় তা এখন আয়ত্তে ভেতর আছে।এ সব ই সম্ভব হয়েছে আমার প্রিয় মেন্টর এর কারণে।
👉👉আসলে এতো গুলো কথা বলার একটাই কারণ তা হলো আমাদের কার ও ই জীবনের পথটা সরল নয় সেখানে কখন হোঁচট খেয়ে পড়ে যেতে হয় আবার কখন হোঁচট খাওয়া পা নিয়ে উঠে দাঁড়াতে হয়।
যে শিক্ষা আমি এ প্লাটফর্ম থেকে পেয়েছি তা হলো হোঁচট খাওয়া পা নিয়ে উঠে দাঁড়ানোর ক্ষমতা।
অনেক কথা বলে ফেললাম, ভুল হয়ে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সকলে নিরাপদ ও সুস্থ থাকবেন।
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৯২
১০-০৮-২০২০
নিঝুম আমিন
কমিউনিটি ভলেন্টিয়ার
৮ম ব্যাচ
রেজি- ৭০৯৩
ফেনী জেলা