আর আমিও চাই এসব তরুণদের স্বপ্ন বাস্তবায়ন করতে ,আমার কোম্পানি
🌙 🌙 #ঈদ_গল্পে_সেল_পোস্ট 🌙🌙
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ছোট্ট একটি গ্রাম দক্ষিণ বল্লভপুর। গ্রামের একটি বাড়িতে বাস করে ইছমত সাহেবের পরিবার।
ঈদ উপলক্ষে বাড়ি এসেছেন ইছমত সাহেব, বাড়িতে তাই বেশ আড্ডা জমেছে। সোনালু গাছের ছায়াতলে টিনের ছাউনি দেয়া রান্নাঘরটা খাবারের মৌ মৌ গন্ধে ছেয়ে আছে। ছেলের ফেরা উপলক্ষে ঈদের সকাল থেকে সেমাই ,পায়েস, পিঠাপুলি বানিয়ে যাচ্ছেন তার বৃদ্ধা মা।
খুঁটিতে বেঁধে রাখা গরুটিকে গোসল করাচ্ছেন ইছমত সাহেব ও তার ভাই। দুটিতে গল্প ও জমেছে বেশ।
ইছমত : বলেছিলাম না অনলাইনে হলেও গরু আমরা ভালোই পাব। আরে আমি নিজেও তো অনলাইনে মানুষকে সেবা দেই। মানুষ যেমন আমাকে বিশ্বাস করে , আমি তেমন সে বিশ্বাসের মর্যাদা রাখি।
চল, তাড়াতাড়ি গোসল করে ঈদ নামাজ টা আদায় করে আসি।
এবার দক্ষিণ বল্লভপুর জামে মসজিদের তাদের ঈদ জামাত হবে।
ভাই নামাজ তো শেষ হলো, চলো তাড়াতাড়ি কোরবানি টা দিয়ে দেই। কাজ তো অনেক, আম্মা ও নিশচয় পথ চেয়ে আছেন।
ইছমত ভাইয়া??
(পেছন থেকে অপরিচিত কন্ঠে কেউ ডাকছে তাকে)
ইছমত: আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না
অপরিচিত ব্যক্তি: ঈদ মোবারক ভাই, আমি জহির।আপনি আমাকে চিনবেন না কিন্তু আমি আপনাকে ঠিকই চিনি। বলতে গেলে আপনার লেখার নিয়মিত পাঠক।" #নিজের_বলার_মতো_একটা_গল্প " গ্রুপটায় আপনার লেখা সবসময় পড়ি। আর আপনার#Legal_question_advice পেজে ও অ্যাড আছি।
ইছমত : ঈদ মোবারক । কেমন আছো ভাই?
তোমাকে এ গ্রামে তো আগে দেখিনি!
জহির: আমি পাশের গ্রামে থাকি,আপনার সাথে দেখা করার উদ্দেশ্যে এই মসজিদে ঈদ জামাত আদায় করলাম।
আপনার গল্পে গল্পে সেল পোস্ট থেকে জানতে পেরেছি #Legal_Question_Advice এর ঈদের #বিশেষ_অফার সম্পর্কে।
আর আমিও নতুন একটি ব্যবসা শুরু করেছি। তাই,লোভনীয় অফার টি ছাড়তে পারলাম না ভাই। কোম্পানি রেজিস্ট্রেশন টা এ সুযোগে করে ফেলব।
ইছমত: নিশ্চয়ই নিশ্চয়ই !তোমাদের মত তরুণদের মোটিভেট করার জন্য ই তো এই বিশেষ অফার। আগস্ট এর ১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত আমাদের সকল সেবায় রয়েছে ৫% পর্যন্ত বিশেষ ছাড়।
কিন্তু জহির, তোমাকে তো আমি বয়সে নবীন ,পড়াশোনা নিশ্চয়ই শেষ হয়নি এখনো?
এখনি ব্যবসা করার চিন্তা তোমার মাথায় এলো কি করে?
জহির: নিজের বলার মতো একটা গল্প গ্রুপ থেকে অনুপ্রেরণা পেয়েছি ভাইয়া। আমিও চাকরি না খুঁজে অন্যকে চাকরি দিতে চাই।
দোয়া করবেন যেন- আপনার মতন আমিও বিশ্বস্ততার সাথে মানুষের সেবা করতে পারি।
ইছমত: চেষ্টা করে যাও , সাফল্য একদিন নিশ্চয়ই আসবে। আমি আর আমার কোম্পানি ও তোমাকে সর্বোচ্চ সেবা দিবো। তোমার মত তরুণদের জন্য আমাদের সেবার দরজা সব সময় উন্মুক্ত।
(বড় ভাইয়ের ডাকে টনক নড়লো ইছমত সাহেবের, গল্পে গল্পে অনেক দেরি হয়ে গিয়েছে। বাড়িতে প্রচুর কাজ। কোরবানিটা এবার নিজের হাতে করবেন তিনি। জহির কে বিদায় দিয়ে গ্রামের পথ ধরে বাড়ির দিকে যেতে যেতে ভাবছেন
কলেজ পড়ুয়া তরুণ-তরুণীরা এখন উদ্যোক্তা হতে চায়, নিজেরা কোম্পানি দিতে চায়, সবকিছুই সম্ভব হয়েছে একজন মানুষের উৎসাহ, অনুপ্রেরণা, ও নিরলস পরিশ্রমে , তিনি হলেন #ইকবাল_বাহার_জাহিদ স্যার। স্যার আপনাকে স্যালুট।
আর আমিও চাই এসব তরুণদের স্বপ্ন বাস্তবায়ন করতে ,আমার কোম্পানি #Legal_Question_advice এর মাধ্যমে , তাদের সকল ধরনের ব্যবসায়িক সমস্যার সমাধান দিয়ে।
সুবহানাতাআলা আমাদের সকলের নেক ইচ্ছা পূরণ করুন।
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৯২
১০-০৮-২০২০
👱ইছমত হাসান
👬কমিউনিটি ভলান্টিয়ার
🕴মেম্বারঃ রেজিষ্ট্রেশন টিম
🕴মেম্বারঃ অনলাইন হাট মনিটরিং টিম
👨🎓ব্যাচঃ অষ্টম
🖋️রেজি.নংঃ ৯২৫৩
🇧🇩 জেলাঃ ফেনী
🇧🇩বর্তমান অবস্থানঃ ঢাকা