চাকরী করবো না চাকরী দেব” এই ব্রত সামনে রেখে গত ৮০০ দিন ধরে একদিনের জন্যও এই প্রশিক্ষন কর্মশালা" বন্ধ ছিল না।
#বিশ্বের মাধ্যমে এই প্রথম অনলাইনে প্রশিক্ষণ কর্মশালার টানা ৮০০ তম দিন আজ!!
সে উপলক্ষে আপনাদের সবাইকে,,
আমাদের NBR মালদ্বীপ প্রবাসী টিমের
পক্ষ থেকে জানাই আন্তরিক
শুভেচ্ছা ও অভিনন্দন।।
লেখাটি একটু লম্বা হয়ে গিয়েছে সবাই সময় নিয়ে পড়বেন আশা করি।
#নিজের বলার মতো একটা গল্প"
উদ্যোক্তা হবার যাবতীয় প্রশিক্ষন ও মূল্যবোধ সংক্রান্ত অনলাইনে প্রশিক্ষণ কর্মশালার প্লাটফর্ম যার প্রতিষ্ঠাতা আমাদের সবাইর প্রিয়, জনাব, ইকবাল বাহার জাহিদ স্যার।
ইতিমধ্যে বাংলাদেশের ৬৪ জেলা ও ৫০টি দেশের প্রবাসী বাংলাদেশী সহ মোট ২৫০,০০০ তরুণ-তরুণীদেরকে ৯টি ব্যাচের মাধ্যমে টানা ৯০ দিন করে বিনামূল্যে অর্থাৎ কোন ফি ছাড়া উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে এই প্লাটফর্ম থেকে।
প্রতি সপ্তাহে মিটআপের মধ্য দিয়ে চলছে আর অফলাইন কার্যক্রমও, গত ২ বছরে সারা দেশে ও বিদেশে প্রায় ১০০০ মিট আপ অনুষ্ঠিত হয়েছে।
“চাকরী করবো না চাকরী দেব” এই ব্রত সামনে রেখে গত ৮০০ দিন ধরে একদিনের জন্যও এই প্রশিক্ষন কর্মশালা" বন্ধ ছিল না। এটা সারা বিশ্বে একটি ইতিহাস – এত লম্বা এবং টানা ৯০ দিন এবং টানা ৮০০ দিন কোন প্রশিক্ষণ কর্মশালা পৃথিবীতে কেউ কোনদিন করেনি। যাক আজ আর এদিকে লিখবো না পরে সময় হলে অন্য দিন লিখবো ইনশাআল্লাহ।
-----
ভালোবাসা এবং সু-পরার্মশের সন্ধানে আমি অধম!!!আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?? আলহামদুলিল্লাহ্ আল্লাহ্ তায়লার রহমতে ও আমার মা,বাবা, শুভাখাঙীদের এবং আপনাদের দোয়ায় ভালো আছি।
আজ আমার কিছু মনের কথা বলবো...
কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং গভীরভাবে দোয়া করি সেই স্বপ্নদ্রস্ট যিনি আমাদেরকে এমন একটি প্লাটফর্ম উপহার দিয়েছেন, আমাদের সকলের প্রিয়
#জনাব মো: ইকবাল বাহার জাহিদ স্যার এর জন্য আল্লাহ্ তায়লা যেনো স্যারকে সুস্থতা ও নেক হায়াত দান করেন।
আমিন।
#জানি স্যার আপনি অনেক বিজি থাকেন,
তারপরও আপনাকে এবং যারা এ গ্রুপে শ্রদ্ধাভাজন আছেন, যদি আমার এলেখাটি আপনাদের চোখে পরে তাহলে দয়া করে আমাকে ব্যক্তিগত ভাবে পরামর্শ এবং একটু সাহস দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
আমি আজ প্রায় ১২/১৩বছর প্রবাসে আছি,
মাঝখান দিয়ে প্রায় ৩ বছর দেশে ছিলাম,
ছোট একটা ব্যবসা চালু করেছিলাম গ্রামে তা অনেক কথা পরে টিকাইতে পারি নাই ব্যবসাটা।
তখন থেকে নিজে নিজে ভেবে ছিলাম আমি আর জীবনে কোন ব্যবসা করবো না।
যদি লাগে মরণের আগ পযর্ন্ত পরের অধীনে চাকরি করবো। কিন্তুু #নিজের বলার মতো একটা গল্পের পরিবারের সাথে যুক্ত হয়ে প্রিয় স্যারের এবং আপনাদের সবাইর ভালোবাসা দেখে ও পেয়ে এবং গত ৪৯ দিনের যতোটুকু সম্ভব হয়েছে সকল পোষ্ট গুলো দেখে পড়ে আবার আমার সিদ্ধান্তটুকু পালটাইতে চাই যদি প্রিয় স্যারের এবং আপনাদের ভালোবাসা ও পরামর্শ সহযোগিতা পাই।
ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং শুনেছেন যে আমার নতুন স্বপ্ন পূরণ করার জন্য
#আল-আবদীন ইন্ডাস্ট্রিজ(প্রা:)লিমিটেড
নামে একটি কম্পানির কাগজপত্র গুলো প্রায় শেষ করেছি ইনশাআল্লাহ।
এমন একজন লোক যদি আমাদের এ গ্রুপে বেকার থাকেন,
যে সবসময় আমাকে আমার কম্পানির কাজে কিছু সহযোগিতা করতে পারবেন তাহলে আমার সাথে যোগাযোগ করলে কৃতজ্ঞ থাকবো মাসিক বেতন আলোচনা করার মাধ্যমে নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ।
অনেক কথা লিখে ফেলেছি যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন।
পরিশেষে আপনাদের দোয়া ওপরামর্শের আশায় রইলাম।
ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই।
আল্লাহ্ যেনো আমাদের এ পরিবারের সবাইকে করোনা ভাইরাস নামের বিপদ থেকে রক্ষা করেন এবং সবাই মিলমিশে কাজ করার তওফিক দেন।।
আমিন।।
--"""----
আল-আবদীন ইন্ডাস্ট্রিজ(প্রা:)লিমিটেড
#কম্পানির সকল তথ্য জানতে নিম্নে দেওয়া লিংকের গ্রুপে যুক্ত হয়ে সঙ্গে থাকুন।
ধন্যবাদ সবাইকে
https://www.facebook.com/groups/2511745889064457/
SOD No: 160
Date: 10.03.2020
মো:জাকির আবদীন।
ব্যাচ নং ৯ম
রেজি:নং১০০১৪
পোষ্ট:১৬
জেলা:কুমিল্লা
মালদ্বীপ প্রবাসী।
এম.ডি:
আল-আবদীন ইন্ডাস্ট্রিজ(প্রা:) লিমিটেড।
বর্তমানে যোগাযোগ:
E/W/V+9609684209