নিজেকে ভালোবাসতে শিখেছি এবং মা-বাবাকে আগের চেয়ে আরো অনেক ভালোবাসতে শুরু করেছি
প্রিয় প্ল্যাটফর্মের ৮০০তম দিন এবং আমাদের বদলে যাওয়ার গল্প - লোকমান বিন নূর হাসেম
গতকাল প্রিয় প্ল্যাটফর্ম "নিজের বলার মতো একটা গল্প" গ্রুপের ৮০০দিন পূর্ণ হলো। এই ৮০০দিনে বদলে গেছে আমাদের দুই লক্ষাধিক মানুষের জীবন। এই দীর্ঘ সময়ে আমরা নেগেটিভ মানুষিকতা পরিবর্তন করে পজিটিভ মানুষে পরিনিত হয়েছি। হতাশা দুর করে অর্জন করেছি দৃঢ় আত্মবিশ্বাস। চাকরির পিছনে না ছুটে কর্মসংস্থান তৈরির মাধ্যমে অন্যের চাকরির ব্যবস্থা করেছি। নিজেকে ভালোবাসতে শিখেছি এবং মা-বাবাকে আগের চেয়ে আরো অনেক ভালোবাসতে শুরু করেছি। মনের ভিতর দেশ প্রেম লালন করতে শিখেছি। অসহায় মানুষের পাশে দাড়াতে শিখেছি। এক কথায় একজন ভালো মানুষ এবং ভালো উদ্যোক্তা হওয়ার অনেক কিছু অর্জন করেছি এই প্ল্যাটফর্ম থেকে। শুধু আমি একা নই এই প্ল্যাটফর্মের মাধ্যমে বদলে গেছে দুই লক্ষাধিক মানুষের জীবন। আজ আমি আমাদের প্ল্যাটফর্মের কয়েকজন সদস্যের বদলে যাওয়ার গল্প শেয়ার করবো।
ফেনী থেকে
Md Iqbal Hossain ৮০০তম দিনে তার অনুভুতি শেয়ার করে একটি ভিডিও তৈরি করেছেন। সেখানে তিনি বলেন, এই গ্রুপে যুক্ত হওয়ার পর দেশের সকল জেলাকে নিজের জেলা মনে হচ্ছে। যেখানেই যাই সেখানকার ভাইদের ব্যাপক সাড়া পাই এটা দারুন একটা ব্যাপার। তাছাড়া যে কারো প্রয়োজনে গ্রুপ থেকেই রক্ত দেয়া হচ্ছে, ক্যাম্পাসের কারো সমস্যা হলে ক্যাম্পাস এম্বাসেডরের মাধ্যমে হেল্প করা হচ্ছে, প্রবাসীদের সমস্যার ক্ষেত্রে প্রবাসী হেল্প ডেস্ক এগিয়ে আসছে। এটি সত্যিই একটি অসাধারণ বিষয়। এমন গ্রুপে যুক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
এমডি ইকবাল হোসাইন গ্রুপের কোর ভলান্টিয়ার এবং মডারেটর। তিনি ২য় ব্যাচ থেকে গ্রুপে যুক্ত আছেন।
রাজশাহী থেকে
Meher Negar এভাবে ব্যাক্ত করেন এই গ্রুপ সম্পর্কে তার অনুভূতিঃ
"নিজের বলার মতো একটা গল্প "গ্রুপের আজ ৮০০তম দিন!
"নিজের বলার মতো একটা গল্প "গ্রুপ আমার স্বপ্ন দেখার অনুপ্রেরণা।
আমার স্বপ্ন বাস্তবায়ন করবার অনুপ্রেরণা।
হেটে চলতে পারি তাই স্বপ্নের পথে আজো।
এগিয়ে যাক স্বপ্ন সবার লাখো।
মেহের নিগার একজন নবীন উদ্যোক্তা এবং এই প্ল্যাটফর্মের একজন মডারেটর। তিনি ৫ম ব্যাচ থেকে এই গ্রুপে যুক্ত আছেন।
গাজীপুর থেকে
মো:ইউসুফ হোসেন Ton Moy এভাবে শেয়ার করেন তার বদলে যাওয়ার গল্পঃ
ইস..আমি যদি ১ম ব্যাচ থেকে এই গ্রুপের সাথে যুক্ত থাকতে পারতাম তাহলে আজ আমার একটা গল্প তৈরি হয়ে যেতো । এই প্ল্যাটফর্ম থেকে আমি যা পেয়েছি তা লিখে প্রকাশ করা অসম্ভব, বলতে গেলে এই গ্রুপ আমাকে আমুল পরিবর্তন করে দিয়েছে। এই যে লিখছি তাও এই গ্রুপের অবদান, এখানে যুক্ত হওয়ার আগে দুই চার লাইন, লিখবার সাহস আমার ছিলোনা বললেই চলে।
মো:ইউসুফ হোসেন তন্ময় এই গ্রুপের একজন কমিউনিটি ভলেন্টিয়ার তিনি ৭ম ব্যাচের একজন সদস্য।
চট্টগ্রাম থেকে
Shaima Akthar Saima এই প্ল্যাটফর্ম সম্পর্কে বলেন আমি একজন গৃহিণী। কখনো কোন চাকরি বা কোন ব্যবসা করিনি।লেখা পড়া করার অনেক ইচ্ছে থাকার পরও তা নিয়ে বেশি দূর এগোতে পারিনি। তবে কিছু একটা করার অনেক ইচ্ছে ছিল। তবে কি করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। একদিন স্যারের একটি ভিডিও দেখি। তখন অষ্টম ব্যাচ চলছিলো। ভিডিও দেখে খুবই উৎসাহিত হই বলতে গেলে তখন থেকেই আমি পুরোপুরি পাল্টে গিয়েছি। আমার নবম ব্যাচ শেষ হওয়ার আগেই আমি ২৪০০০ হাজার টাকার বুটিকস এর কিছু কাপড় নিয়ে আসি। একমাস আমার কোন সেল হয়নি। একমাস পর দশ দিনের মধ্যে আমার ষোল হাজার টাকার কাপড় সেল হয়ে যায়। এবং এর মধ্যে রিপিট কাস্টমার ও আসে দুই জন। নতুন হিসেবে এটা আমার জন্য এটা অনেক বড় একটা পাওনা। আমার ইচ্ছে আছে আমি ভবিষ্যতে আমার নিজের ডিজাইন করা প্রোডাক্ট সবার হাতে তুলে দিবো। যে প্রোডাক্ট আমার নামে ব্রান্ডিং করবো।
সায়মা আক্তার সিমা এই প্ল্যাটফর্মে নতুন। তিনি নবম ব্যাচের একজন সদস্য।
মাদারীপুর থেকে
Farzana Sultana বলেনঃ আমি আগে ছদ্ম নামে ফেসবুক আইডি চালাতম। Iqbal Bahar Zahid স্যারের একটি সেশনে পড়েছি নিজের পরিচয় দিতে হবে বুক ফুলিয়ে। তখন থেকে আমি নিজের নামি আইডি চালু করি। এই গ্রুপে এসে আমি একজন ভালো মানুষ হাওয়ার পাশাপাশি একজন পজেটিভ মানুষ হতে পেরেছি।
ফারজানা সুলতানা এই প্লাটফর্মের ৬ষ্ঠ ব্যাচের একজন সদস্য।
সৌদি আরব, মদীনা থেকে
Siraj Sittu তার অনুভূতি শেয়ার করতে গিয়ে বলেনঃ
এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পর নিজের জীবনে অনেক পরিবর্তন এসেছে । বাংলাদেশে উপার্জনের একটা ক্ষুদ্র পথ বের হয়েছে। চাকরি করব না চাকরি দেব, এই উদ্দেশ্যকে সামনে রেখে আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ ৩/৪ মাসের মধ্যে বাংলাদেশে যাচ্ছি এবং দেশে গিয়ে ইনশাআল্লাহ উদ্যোক্তা হবার জন্য আপ্রাণ চেষ্টা করব, যার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এত কিছু পেয়েছি আমাদের প্রাণপ্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মের মাধ্যমে। পবিত্র মদীনাতুল মানোয়ারা থেকে স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যান কামনা করছি।
Siraj Sittu এই প্ল্যাটফর্মের সৌদি আরব মদীনা জোনের কান্ট্রি এম্বাসেডর। তিনি ৬ষ্ঠ ব্যাচ থেকে গ্রুপে যুক্ত আছেন। তার দেশের বাড়ি নারায়ণগঞ্জ।
ওমান থেকে
MD Jahedul Islam Emon বলেনঃ
জীবনে ভালো মানুষ হিসাবে যা কিছু অর্জন করতে হয় আমি এখান থেকে অর্জন করেছি। আমি যখন প্রথম গ্রুপে জয়েন করি কয়েকদিনের মধ্যে বর্ন্যাতদের সহযোগীতায় আংশিক শরিক হতে পেরেছ। তখন আমার মনের ভিতর অন্য রকম এক ভালোবাসা কাজ করতে শুরু করে। তখন থেকে আমি নানা ধরনের সামাজিক কাজ করতে শুরু করি।
এই গ্রুপে জয়েন না করলে হয়ত কখনো আমি এভাবে অসহায় মানুষের পাশে দাড়াতাম না। সামাজিক কাজের গুরুত্বও বুঝতাম না।
মোঃ জাহিদুল ইসলাম এই প্ল্যাটফর্মের ওমান কান্ট্রি এম্বাসেডর। তিনি ৬ষ্ঠ ব্যাচ থেকে এই গ্রুপে যুক্ত আছেন তার দেশের বাড়ি ফেনী।
SOD No: 161
Date: 11.03.2020
রেজিষ্ট্রেশন নং ১৫৪
৩য় ব্যাচ, কোর ভলান্টিয়ার এবং মডারেটর
নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্ম,
ডিস্ট্রিকঃ (শিবচর ) মাদারীপুর।
রিয়াদ,সৌদি আরব প্রবাসী।
lokmanbd22@yahoo.com