মানুষের এমন কোন গুণ নেই যা এই প্রশিক্ষণে দেওয়া হয় না।
❤সমাজকে বদলে দিবে ❤
💓 নিজের বলার মত একটা গল্প প্লাটফর্ম 💓
------------------------------------------------------------------------
শুরুতেই ধন্যবাদ জানায় আমার শ্রদ্ধা ভাজন শিক্ষক ও প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে এতো সুন্দর সময়োপযোগী একটি প্লাটফর্ম তৈরি করার জন্য। ধানের জমিতে যখন আগাছা জন্মে তখন কৃষক মনযোগ সহকারে আগাছা মুক্ত করেন।কারণ আগাছা ফসলের ক্ষতি করে থাকে।আমাদের সমাজে মানুষ রুপি এরকম অনেক আগাছা আছে যা সুন্দর সমাজকে কলুষিত করছে। তাছাড়া আমাদের সমাজের প্রধান সমস্যা শিক্ষিত ব্যকার।শিক্ষিত ব্যাকার নিজেদের চাহিদা মত চাকরি না পেয়ে হতাশ হয়ে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।সমাজে সমস্যা নেই এমন কোন ক্ষেত্র নেই।
আর এই কলুষিত সমাজকে বদলে দিতে------
আমার প্রিয় মেন্টর তৈরি করেছেন নিজের বলার মত একটা গল্প প্লাটফর্ম যেখানে অনলাইনে ও অফলাইনে ( মিটাআপের মাধ্যমে) বিনামূল্যে দেওয়া হয় প্রশিক্ষণ।
প্রতিটি প্রশিক্ষণ একটানা ৯০ দিন চলে। এখানে শিক্ষা দেওয়া হয় বিভিন্ন বেসিক নলেজ।যেমনঃউদ্যোক্তা তৈরি,বিজনেস আইডিয়া,বিজনেস ধরে রাখার মূলমন্ত্র, বিক্রি বৃদ্ধি, নেটওয়ার্ক সৃষ্টি, মা- বাবাকে ভালবাসা ও যত্ন নেওয়া,অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো,ভাল মানুষ হওয়া, রক্ত দান,অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো,মুখের জড়তা কাটানো ইত্যাদি।
মানুষের এমন কোন গুণ নেই যা এই প্রশিক্ষণে দেওয়া হয় না।
ইতিমধ্যে আমাদের প্লাটফর্ম প্রায় ৩ হাজার উদ্যোক্তা তৈরি হয়েছে যা আমাদের দেশের সরকার কোটি কোটি টাকা খরচ করে দুনীতির জন্য ব্যর্থ।অথচ আমাদের প্লাটফর্ম বিনামূল্যে তৈরি করেছে তা নয় উদ্যোক্তাদের সব ধরণের সমস্যা সমাধানে চেষ্টা করা হয়।
আমাদের শিক্ষা দেওয়া হয় নিজে কখনো একা বড় হওয়া যায় না।
আরও শিক্ষা দেওয়া হয়, আমাদের সমাজের প্রতি দায়ভার আছে।
এখান থেকে শিক্ষা নিয়ে সমাজের যে কোন সমস্যা মোকাবেলায় যুবক - যৌবতীরা ঝাপিয়ে পড়ে।
যেমনঃ আমরা অসহায় মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ,বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়,ডেঙ্গুর সময় আমরা ১০ হাজার ব্যাগ রক্ত দেয় আমাদের প্লাটফর্ম থেকে, বৃক্ষরোপণ, বন্যার্তদের জন্য ত্রার্ণ বিতরণ,এতিম শিশুদের জন্য ইফতার করানো,এতিম ও পথ শিশুের একবেলা খাবার খাওয়ানো,পথ শিশুদের লেখাপড়ার খরচ বহন ইত্যাদি।
নিজের বলার মত একটা গল্প প্লাটফর্ম এখন একটা আলোচিত নাম।
আমাদের কর্মকান্ড গুলো প্রতিনিয়ত বিভিন্ন দৈনিক পত্রিকা ও টেলিভিশনে উঠে আসছে।
এখানে একটা বিষয় জোড় দিয়ে থাকেন তা হল প্রবাসী ভাইদের বিভিন্ন সাহায্য ও সহযোগিতা। তাদের পরিবারের জন্য খোলা হয়েছে মানবিক হেল্প ডেস্ক।
আমাদের জরাজীর্ণ সমাজকে বদলে দিতে নিজের বলার মত একটা গল্প প্লাটফর্ম যথেষ্ঠ। কারণ আমরা বাংলাদেশর ৬৪ জেলা ও বিশ্বের ৫০ টি দেশে আমাদের কার্য্যক্রম পরিচালনা করে থাকি। কৃষক যেমন আগাছা মুক্ত করে ঠিক তেমনি আমাদের সমাজকে মুক্ত করার জন্য অসংখ্য কৃষক(ভাল মানুষ) তৈরি করছেন আমার মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার।
সমাজের পরিবর্তন শুধু হয়েছে, যার প্রভাব সমাজে লক্ষনীয়।
পরিশেষে আমার মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি কৃতজ্ঞতা জানায় ও স্যারের মঙ্গল কামনাকরে এখানেই শেষ করছি।
ধন্যবাদ সবাইকে
SOD No: 162
Date: 12.03.2020
ফেরদৌস আলম
কমিউনিটি ভলান্টিয়ার
গফরগাঁও, ময়মনসিংহ
ব্যবসাঃকোনাবাড়ী,গাজীপুর
ব্যাচঃ৬ষ্ঠ
মোবাইলঃ০১৮৭২৭৩২০৫১
রেজিষ্ট্রেশন নাম্বারঃ১১৯
Founder and Managing Director
Prantik tea and Co limited