নিজের বলার মত একটা গল্প" এমন একটা প্লাটফর্ম যেখানে রক্তের বাঁধন এর চেয়েও মজবুত বাঁধন তৈরি করে দিতে সক্ষম....
#অনুভূতি
বিসমিল্লাহির রাহমানির রাহিম, আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন...
১/ "নিজের বলার মত একটা গল্প" এমন একটা প্লাটফর্ম যেখানে রক্তের বাঁধন এর চেয়েও মজবুত বাঁধন তৈরি করে দিতে সক্ষম....
২/ যাকে নিয়ে আজকে লিখতে বসলাম, উনি হলেন আমার সহযোদ্ধা আমার খুব প্রিয় ও ভালো লাগার একজন মানুষ আমাদের শ্রদ্ধেয় মনজুর আলম ভাই, যার বাড়ি ঠাকুর গাঁও, এত দূরের একজন মানুষ এত ভাল একজন মানুষ যাকে আমি কখনো দেখিনি কখনো চিনি না, যার সাথে কখনো পরিচিত হওয়ার কথাই না,
থাকে আমি চিনেছি তাকে আমি পেয়েছি, "নিজের বলার মত একটা গল্প" এই প্ল্যাটফর্ম থেকে।
৩/ উনার সাথে আমার পরিচয় এই গ্রুপ থেকে, প্রথম পরিচয়, ওনার একটা পোস্ট এর মধ্যে উনি লিখেছিলেন উনি দুবাই থাকে, তখন ওনাকে মেনশন করলাম ওনার ইনবক্স দেখার জন্য, পরে উনার সাথে পরিচিত হয়ে কথা বললাম, কথা বলে এত বেশি ভালো লাগলো যেটা মুখের ভাষায় প্রকাশ করার মতো না।
৪/ পরে উনাকে আমি Dubai-UAE-ZONE- মেসেঞ্জার গ্রুপে এড করলাম, এড করার পর একজন অপর জনের সাথে পরিচিত হলাম, মেসেঞ্জার গ্রুপে যাদেরকে এড করেছিলাম মোটামুটি সবার সাথে পরিচিত হওয়ার পর সিদ্ধান্ত নিলাম আমাদের একটা মিট আপ করা দরকার।
৫/ যখন আমাদের Dubai-UAE-ZONE- এর প্রথম মিট আপ হয়, তখন উনি আসলো আল আইন এর আল ওয়াগান থেকে যেখান থেকে দুবাই টাউনে আসতে সময় লাগে ৪-৫ ঘন্টা যার দূরত্ব 450 কিলোমিটার।
৬/ প্রথম দেখা প্রথম সাক্ষাৎ প্রচুন্ড গরম, গরমের তাপ মাত্রা বায়ান্ন ৫২° ডিগ্রির উপরে এই তাপমাত্রা মাথায় নিয়ে, উনি ওয়েট করেছিলেন আমার জন্য, আমি গেলাম উনার সাথে কথা বলে মনে হলো, উনার সাথে আমার অনেক বছর আগের পরিচয়, উনি এমন ভাবে কথা বললেন যার কথা শুনে যার সাথে কথা বলে আমি মুগ্ধ।
৭/ এই রকম ভালোবাসা ও এরকম ভালো মানুষ শুধু "নিজের বলার মত একটা গল্প" প্ল্যাটফর্ম থেকে আশা করা যায়।
৮/ আমাদের দ্বিতীয় মিট-আপ এবং এরপর তৃতীয় মিট আপেও উনি আবার উপস্থিত হয়ে আমাদের সবার সাথে কি সুন্দর ব্যবহার কত আপন খুব কাছ থেকে দেখা একজন ভালো মানুষ, চতুর্থ মিট আপে আসতে না পারলেও পঞ্চম মিট আপে আবার আসছে, এই পঞ্চম মিট আপ হয়েছিল উনার ইউ এ ই লাইফের শেষ মিট আপ।
৯/ এখন মেইন পয়েন্ট এ আসি, একজন মানুষ কতটুকু উদ্যমী হলে, কতটুকু ইচ্ছেশক্তি থাকলে কতটুক সেন্সিটিভ হলে, একবার নয় দুইবার নয় বারবার সাড়ে চারশো কিলোমিটার দূর থেকে ছুটে আসে?
এতগুলো মানুষকে ইন্সপায়ার করা, কথা বলা, সাহস যোগানো, আপনারা একটু ভেবে দেখেন আমি আর কিছু বলবো না, এর পরেও বলি, He is a great Man....
১০/ সে মানুষটা চলে গেছে প্রবাস জীবন ত্যাগ করে বাংলাদেশে, এই প্রবাস জীবনের তিক্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের বলার মত একটা গল্প, প্লাটফর্মের মাধ্যমে স্যারের কাছ থেকে শিক্ষা নিয়ে, নিজে কিছু করার প্রচন্ড মনোবল ইচ্ছা শক্তি নিয়ে, এমনকি শুরু করে দিয়েছেন খুব সুন্দর করে প্ল্যান করে এখান থেকে গেছেন শুরু করেছেন ইনশাআল্লাহ আশা করি সফল হবেন, দোয়া রইল প্রিয় ভাই।
১১/ প্রিয় ভাই খুব বেশি মিস করি আপনাকে আপনার কথাগুলো কে, এই যে পরিচয়, ভালোবাসা, মোহাব্বত, ভালোলাগা, বারবার মিস করা, এসব কিছু সম্ভব হয়েছে একমাত্র "নিজের বলার মত একটা গল্প" প্লাটফর্মের মাধ্যমে আমাদের শ্রদ্ধেয় স্যার এর জন্য।
১২/ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের শ্রদ্ধেয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার কে যার শত প্রচেষ্টায় আমরা এতগুলো ভালো মানুষ একত্রিত হয়ে নিজেদের ভাগ্য বদলানোর জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি, এবং এতগুলো ভালো মানুষের সাথে পরিচিত হতে পেরে নিজেকে সত্যি গর্বিত মনে করছি।
১৩/ সর্বশেষ সবার প্রতি অনুরোধ করব, সবাই সবার অবস্থান থেকে আমার শ্রদ্ধেয় মনজুর আলম ভাই সহ উদ্যোক্তা হতে যাওয়া সকল ভাই বোনদের জন্য দোয়া করবেন।
কৃতজ্ঞতায় শ্রদ্ধেয় জনাবঃ Iqbal Bahar Zahid স্যার।
SOD No: 163
Date:13.03.2020
আমি নুর হোসেন/
দুবাই কান্ট্রি অ্যাম্বাসেডর/
২য় ব্যাচ
/চট্টগ্রাম ডিস্ট্রিক্ট/
রেজিঃ নং ২৮৫/