যা লিখবেন সময় নিয়ে এক মেসেজে লিখুন। তাহলে একাধিক মেসেজ হবেনা - কাজে বিঘ্ন ঘটবেনা।
প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ সবাই নিশ্চয়ই ভাল আছেন। সৃষ্টিকর্তার কৃপায় আমিও যথেষ্ট ভালো আছি।
প্রিয় গ্রুপের কার্যক্রম পরিচালনার জন্য আমরা প্রত্যেকেই এক বা একাধিক মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছি। তথ্যভিত্তিক এই গ্রুপগুলোতে আমাদের কার্যক্রম ও আলোচনাগুলো সাবলীল করার জন্য আমার কিছু মতামত বলছি যা আশা করছি ভাল লাগবে --> মেনে চলুন 👇
👉 অনুগ্রহ করে মেসেঞ্জার গ্রুপে কেউ কোন লাইক/স্টিকার/ইমোজি/প্রতীক/ এটাচমেন্ট দিবেন না। সমস্যা হলো, এগুলোর কারনে গুরুত্বপূর্ণ তথ্যগুলো উপরে উঠে যায়। যা ব্যস্ততার কারনে অনেকেই মাঝেমাঝে মিস করে ও বিরক্তির জম্ন দেয়। মনে রাখবেন একটি মেসেজ ২৫০ জন ব্যাক্তির কাছে য়ায়। ( একটি মেসেঞ্জার গ্রুপে সর্বোচ্চ ২৫০ জনকে যুক্ত করা য়ায়)।
👉 যা লিখবেন সময় নিয়ে এক মেসেজে লিখুন। তাহলে একাধিক মেসেজ হবেনা - কাজে বিঘ্ন ঘটবেনা।
👉 ব্যক্তিগত আলোচনা / ছবি/ সাধারণ কুশল বিনিময় ( যেমন - Good Morning, সবকিছুতেই ধন্যবাদ জানানো ) থেকে বিরত থাকবেন। অথাৎ যত কম মেসেজ দেয়া য়ায়--> যা না দিলেই নয়।
👉 আপনার টিমের কোনো সদস্যের গল্প গ্রুপে কোনো পোস্ট দেখতে পেলে অনুগ্রহ করে সবাই অন্তত ঐ পোস্টে অনুপ্রেরণা মূলক কমেন্ট করবেন ও পোস্টের লিংকটি আপনার মেসেঞ্জার গ্রুপে দিবেন।
👉 আপনার গ্রুপের সবাই প্রিয় গল্প গ্রুপের রেজিষ্ট্রেশন সম্পন্ন না করে থাকলে দ্বায়িত্বরতদের জানাবেন - প্রয়োজনে আমিও সহযোগিতা করবো।
👉 যদি ১০ম ব্যাচে আপনার পরিচিত ভালো মানুষদের যুক্ত করতে চান তাহলে দ্রুত করুন। ১০ম ব্যাচে যুক্ত হওয়ার শেষ তারিখ ২০ শে জুন।
👉 আপনার জানামতে আপনার জেলার / জোনের কোন সদস্য যদি আপনার ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত না থাকে তাহলে তার প্রোফাইল লিংক সহকারে দ্বায়িত্বদের জানিয়ে তাকে যুক্ত করতে সহযোগিতা করুন।
👉 অনুগ্রহ করে মাসিক মিটআপ অনুষ্ঠান আয়োজনের পূর্বেই কে কে উপস্থিত হবেন তা তালিকা আকারে আলোচনা করে নিতে পারেন। এতে করে মিট আপ অনুষ্ঠানের প্রস্তুতি নিতে সহজ হবে। সবাই মিট আপগুলোতে নিয়মিত অংশগ্রহণ করবেন।
👉 আপনি আপনার টিমের প্রত্যেকের সাথে ফেসবুকে যুক্ত হয়ে নিবেন। (যদি বিশেষ সমস্যা না থাকে)। আপনার নেটওয়ার্ক বৃদ্ধি ও সম্পর্ক উন্নয়ন হবে।
👉 গ্রুপের নিক নেম অপশনে প্রত্যেকে নাম,মোবাইল নাম্বার,রেজিষ্ট্রেশন নং ও রক্তের গ্রুপ লিখে দিবেন। বিশেষ প্রয়োজনে অনেক কাজে আসবে।
👉 গুরুত্বপূর্ণ কোনো তথ্যভিত্তিক পোষ্ট দেয়া হলে প্রায় সবাই না দেখা পর্যন্ত কেউ অন্য কিছু লিখবেন না।
সবাইকে মেসেজটি দেখার সুযোগ দিবেন।
👉 প্রত্যেকেই ফেসবুক প্রোফাইলে আপনার আসল নাম ও ভালো স্পষ্ট ছবি দিবেন। ব্যাক্তিত্ব ফুটে উঠবে।
👉 দায়িত্বশীলদের অনুমতি ব্যাতীত মেসেঞ্জার গ্রুপে কেউ আপনার ব্যবসায়িক পণ্যের বিজ্ঞাপন দিবেন না।
★★★ সকলের সহযোগিতা কামনা করছি। অনুগ্রহ করে আপনি যে যে মেসেঞ্জার গ্রুপে আছেন সেখানে এই পোস্টটি শেয়ার করুন।
শুভেচ্ছান্তে....
SOD No: 163
Date: 13.03.2020
Pharmacist Sagar Banik
Core Volunteer
Chairman : Smartwaybd.com
Co-Founder : Biichoron.com
Co-Founder : Imeprialxpress.com
3rd,2301,AB+,Feni.
isopnil20fx@gmail.com
+880 1842 545 115